ETV Bharat / state

HARI KRISHNA DWIVEDI: নাইট কার্ফু না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের - ordered

রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কড়া বিধিনিষেধ ভাঙলে আরও কড়া হবার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ সমস্ত কমিশনার এবং জেলার এসপিদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে ।

HARI KRISHNA DWIVEDI
নাইট কার্ফু না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের
author img

By

Published : Jul 27, 2021, 9:50 PM IST

কলকাতা, 27 জুলাই: কড়া বিধিনিষেধ শিথিল করা হয়েছে 1 জুলাই থেকে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে গণপরিবহণ ৷ নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে রেস্তরাঁ, পানশালা সহ অন্যান্য আমোদ-প্রমোদের জায়গা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখার অভিযোগ উঠছে একশ্রেণীর হোটেল, রেস্তরাঁ, পানশালা মালিকদের বিরুদ্ধে ৷ করোনাবিধি অমান্য করে দেদার পার্টি চলছে সেইসব জায়গাগুলিতে। এই বিষয়ে আজ একটি নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কড়া বিধিনিষেধ ভাঙলে আরও কড়া হবার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷ কলকাতা ছাড়াও বিভিন্ন জেলা থেকেও আসছে এই বিধিভঙ্গের খবর । এই নিয়ে এবার কড়া হতে চলেছে রাজ্য প্রশাসন । সমস্ত কমিশনার এবং জেলার এসপিদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে । সতর্ক করা হচ্ছে স্থানীয় থানাকেও ৷

আরও পড়ুন: মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান ? হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের

একইসঙ্গে আইনভঙ্গকারীদের কড়া শাস্তির নিদান দিল রাজ্য । আবগারি দফতরকেও সজাগ থাকতে বলা হয়েছে । কলকাতা এবং জেলাগুলিতে রাতে নাকা চেকিং আরও বাড়াতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 27 জুলাই: কড়া বিধিনিষেধ শিথিল করা হয়েছে 1 জুলাই থেকে ৷ 50 শতাংশ যাত্রী নিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে গণপরিবহণ ৷ নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে রেস্তরাঁ, পানশালা সহ অন্যান্য আমোদ-প্রমোদের জায়গা ৷ কিন্তু নির্দিষ্ট সময়ের পরেও খোলা রাখার অভিযোগ উঠছে একশ্রেণীর হোটেল, রেস্তরাঁ, পানশালা মালিকদের বিরুদ্ধে ৷ করোনাবিধি অমান্য করে দেদার পার্টি চলছে সেইসব জায়গাগুলিতে। এই বিষয়ে আজ একটি নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কড়া বিধিনিষেধ ভাঙলে আরও কড়া হবার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ৷ কলকাতা ছাড়াও বিভিন্ন জেলা থেকেও আসছে এই বিধিভঙ্গের খবর । এই নিয়ে এবার কড়া হতে চলেছে রাজ্য প্রশাসন । সমস্ত কমিশনার এবং জেলার এসপিদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে । সতর্ক করা হচ্ছে স্থানীয় থানাকেও ৷

আরও পড়ুন: মুকুল রায় কীভাবে পিএসির চেয়ারম্যান ? হাইকোর্টে মামলা বিজেপি বিধায়কের

একইসঙ্গে আইনভঙ্গকারীদের কড়া শাস্তির নিদান দিল রাজ্য । আবগারি দফতরকেও সজাগ থাকতে বলা হয়েছে । কলকাতা এবং জেলাগুলিতে রাতে নাকা চেকিং আরও বাড়াতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.