ETV Bharat / state

Dengue Prevention Meeting: ডেঙ্গি রুখতে নবান্নে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যসচিবের - Nabanna Meeting

Dengue Prevention Meeting Called by Chief Secretary: ডেঙ্গি প্রতিরোধ করতে এবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব ৷ নবান্নে আয়োজিত এই বৈঠকে সকল জেলাশাসক এবং স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ জানা গিয়েছে, সকল আধিকারিকরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 1:07 PM IST

Updated : Sep 30, 2023, 1:17 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজ্যে ভয়াবহ পর্যায়ে ডেঙ্গি পরিস্থিতি ৷ এরকম অবস্থায় আজ নবান্নে ফের উচ্চ পর্যায়ের বৈঠক বসছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের রাজ্য ও জেলা স্তরের কর্তারা ৷ আজকের বৈঠকে বড় বড় হাসপাতালগুলির সুপারদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব মিলিয়ে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কী কী করণীয় ? কেন পরিস্থিতি স্বভাবিক করা যাচ্ছে না ? তা জেলা ধরে আলোচনা হতে পারে ৷ ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের সপ্তাহের শুরুতেই ছুটি বাতিল করার কথা ঘোষণা করেছে নবান্ন ৷

প্রশাসনিক সূত্রের দাবি, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে ৷ তা সত্ত্বেও, রাজ্যের এখনও বেশ কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগের জায়গায় রয়েছে ৷ এদিকে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ ফলে, ডেঙ্গির বাড়বাড়ন্ত হতে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য দফতর ৷ সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই আজকের বৈঠক বলে মনে করছে বিশেজ্ঞমহল ৷ সার্বিকভাবে ডেঙ্গি সংক্রমণের গ্রাফ যাতে ঊর্ধ্বমুখী না হয়, তার পরিকল্পনা করতে আজকের এই বৈঠক ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ন্ত্রণে হটস্পট চিহ্নিত করে ড্রোন দিয়ে নজরদারি প্রশাসনের

অন্যদিকে, করোনার মতো রাজ্যের 130টি এলাকাকে ডেঙ্গির হটস্পট হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার ৷ ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যে নবান্নের তরফে পনেরো দফা নির্দেশে দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও পুলিশকে ৷ নবান্নের নির্দেশ অনুযায়ী, যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে, তা না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷ ডেঙ্গির উপসর্গ দেখা দিলে কী কী করণীয়, সে বিষয়ে সচেতন করা হচ্ছে ৷ এ বিষয়ে রাজ্যের সকল পৌরনিগম, পৌরসভা ও পঞ্চায়েতগুলির স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু 17 বছরের পড়ুয়ার, ডেথ সার্টিফিকেটে উল্লেখ

কলকাতা, 30 সেপ্টেম্বর: রাজ্যে ভয়াবহ পর্যায়ে ডেঙ্গি পরিস্থিতি ৷ এরকম অবস্থায় আজ নবান্নে ফের উচ্চ পর্যায়ের বৈঠক বসছে ৷ মুখ্যসচিবের নেতৃত্বে এই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য দফতরের রাজ্য ও জেলা স্তরের কর্তারা ৷ আজকের বৈঠকে বড় বড় হাসপাতালগুলির সুপারদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সব মিলিয়ে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় কী কী করণীয় ? কেন পরিস্থিতি স্বভাবিক করা যাচ্ছে না ? তা জেলা ধরে আলোচনা হতে পারে ৷ ডেঙ্গি মোকাবিলার সঙ্গে যুক্ত সকল আধিকারিকদের সপ্তাহের শুরুতেই ছুটি বাতিল করার কথা ঘোষণা করেছে নবান্ন ৷

প্রশাসনিক সূত্রের দাবি, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে ৷ তা সত্ত্বেও, রাজ্যের এখনও বেশ কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগের জায়গায় রয়েছে ৷ এদিকে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ ফলে, ডেঙ্গির বাড়বাড়ন্ত হতে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য দফতর ৷ সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই আজকের বৈঠক বলে মনে করছে বিশেজ্ঞমহল ৷ সার্বিকভাবে ডেঙ্গি সংক্রমণের গ্রাফ যাতে ঊর্ধ্বমুখী না হয়, তার পরিকল্পনা করতে আজকের এই বৈঠক ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ন্ত্রণে হটস্পট চিহ্নিত করে ড্রোন দিয়ে নজরদারি প্রশাসনের

অন্যদিকে, করোনার মতো রাজ্যের 130টি এলাকাকে ডেঙ্গির হটস্পট হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার ৷ ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যে নবান্নের তরফে পনেরো দফা নির্দেশে দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও পুলিশকে ৷ নবান্নের নির্দেশ অনুযায়ী, যে বিধি নিষেধ আরোপ করা হয়েছে, তা না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে ৷ ডেঙ্গির উপসর্গ দেখা দিলে কী কী করণীয়, সে বিষয়ে সচেতন করা হচ্ছে ৷ এ বিষয়ে রাজ্যের সকল পৌরনিগম, পৌরসভা ও পঞ্চায়েতগুলির স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু 17 বছরের পড়ুয়ার, ডেথ সার্টিফিকেটে উল্লেখ

Last Updated : Sep 30, 2023, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.