ETV Bharat / state

25 হাজার কোটি অনুদান চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভি়ডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই কোরোনা মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইবেন বলে খবর ছিল ৷ কিন্তু তার আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে 25 হাজার কোটি টাকা আর্থিক সাহায্য চাইলেন ৷

Mamata Bandapadhyay
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 1, 2020, 5:17 PM IST

Updated : Apr 1, 2020, 6:04 PM IST

কলকাতা, 1 এপ্রিল : কোরোনা মোকাবিলায় অর্থ সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।প্রধানমন্ত্রীর কাছে ২৫ হাজার কোটি টাকা অর্থ সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী । কেন্দ্রের কাছে ৩৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের । এই অবস্থায় কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করলে রাজ্যের মানুষের সুবিধা হবে ৷ চিঠিতে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

কোরোনা মোকাবিলায় আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । সমাজের সর্বস্তরের মানুষ সেই ত্রাণ তহবিলে সাহায্য করছে । কিন্তু কোরোনার কারণে রাজ‍্যের অর্থনীতি খুব সংকটে । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য খুবই প্রয়োজন হয়ে পড়েছে রাজ্যের কাছে । তাই আর্থিক সাহায্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী । চিঠিতে লিখেছেন, "ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় রাজস্বের ব্যপক ক্ষতি হচ্ছে । অন্য অনেক রাজ‍্যের মতো এ রাজ্যের অবস্থা বেশ শোচনীয় । কোনও মতে সরকারি কর্মীদের বেতন ও পেনশন দেওয়া হচ্ছে । এমতাবস্থায় ২৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য প্রয়োজন ।"

প্রসঙ্গত , আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভি়ডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্যের দাবি জানাবেন বলে খবর ছিল ৷ কিন্তু তার আগেই আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আর্থিক সাহায্য চাইলেন তিনি ৷

লকডাউনের আগে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানে কোরোনা মোকাবিলা নিয়ে নিজের নিজের মত পেশ করেছিলেন মুখ্যমন্ত্রীরা । রাজ্যের তরফ থেকে দাবিও জানানো হয়েছিল । আর আগামীকাল লকডাউন পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী ৷

নিজা়মউদ্দিনের ধর্মীয় সম্মেলনে যোগদানকারীদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র-রাজ্য দুই প্রশাসন । পশ্চিমবঙ্গ থেকে 73 জন ধর্মীয় সম্মেলনে যোগদান করেছিলেন । তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকার । কালকের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক পৃথক ভাবে মুখ্যমন্ত্রীকে ফোন করে লকডাউন সহ গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন , লকডাউন না মানলে রাজ্যের জন্য আধাসামরিক বাহিনী চাইতে পারেন মুখ্যমন্ত্রী । আগামীকালের বৈঠকে এই বিষয়টি থাকছে বলে মনে করা হচ্ছে । এছাড়াও যেভাবে দেশজুড়ে কোরোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে , তা নিয়ে কী কঠোর পদক্ষেপ করা যায় সে বিষয়েও প্রধানমন্ত্রী আলোচনা সেরে নিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সবকিছু মিলিয়ে আগামীকালের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ।

কলকাতা, 1 এপ্রিল : কোরোনা মোকাবিলায় অর্থ সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।প্রধানমন্ত্রীর কাছে ২৫ হাজার কোটি টাকা অর্থ সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী । কেন্দ্রের কাছে ৩৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের । এই অবস্থায় কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করলে রাজ্যের মানুষের সুবিধা হবে ৷ চিঠিতে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

কোরোনা মোকাবিলায় আপৎকালীন ত্রাণ তহবিল গঠন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী । সমাজের সর্বস্তরের মানুষ সেই ত্রাণ তহবিলে সাহায্য করছে । কিন্তু কোরোনার কারণে রাজ‍্যের অর্থনীতি খুব সংকটে । এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্য খুবই প্রয়োজন হয়ে পড়েছে রাজ্যের কাছে । তাই আর্থিক সাহায্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী । চিঠিতে লিখেছেন, "ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় রাজস্বের ব্যপক ক্ষতি হচ্ছে । অন্য অনেক রাজ‍্যের মতো এ রাজ্যের অবস্থা বেশ শোচনীয় । কোনও মতে সরকারি কর্মীদের বেতন ও পেনশন দেওয়া হচ্ছে । এমতাবস্থায় ২৫ হাজার কোটি টাকা আর্থিক সাহায্য প্রয়োজন ।"

প্রসঙ্গত , আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভি়ডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্যের দাবি জানাবেন বলে খবর ছিল ৷ কিন্তু তার আগেই আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আর্থিক সাহায্য চাইলেন তিনি ৷

লকডাউনের আগে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানে কোরোনা মোকাবিলা নিয়ে নিজের নিজের মত পেশ করেছিলেন মুখ্যমন্ত্রীরা । রাজ্যের তরফ থেকে দাবিও জানানো হয়েছিল । আর আগামীকাল লকডাউন পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফের ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী ৷

নিজা়মউদ্দিনের ধর্মীয় সম্মেলনে যোগদানকারীদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র-রাজ্য দুই প্রশাসন । পশ্চিমবঙ্গ থেকে 73 জন ধর্মীয় সম্মেলনে যোগদান করেছিলেন । তাঁদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে রাজ্য সরকার । কালকের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক পৃথক ভাবে মুখ্যমন্ত্রীকে ফোন করে লকডাউন সহ গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন , লকডাউন না মানলে রাজ্যের জন্য আধাসামরিক বাহিনী চাইতে পারেন মুখ্যমন্ত্রী । আগামীকালের বৈঠকে এই বিষয়টি থাকছে বলে মনে করা হচ্ছে । এছাড়াও যেভাবে দেশজুড়ে কোরোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলেছে , তা নিয়ে কী কঠোর পদক্ষেপ করা যায় সে বিষয়েও প্রধানমন্ত্রী আলোচনা সেরে নিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সবকিছু মিলিয়ে আগামীকালের বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ ।

Last Updated : Apr 1, 2020, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.