ETV Bharat / state

Dengue Death in Kolkata: কলকাতায় ডেঙ্গিতে এবার প্রথম মৃত্যু, মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রাণ গেল এক কিশোরের - মুখ্যমন্ত্রীর পাড়ায় ডেঙ্গিতে প্রাণ গেল এক খুদের

চলতি বর্ষায় ডেঙ্গিতে কলকাতায় প্রথম মৃত্যু (Dengue Death in Kolkata)৷ ডেঙ্গি পজিটিভ হওয়ার পরেরদিনই মৃত্যু হল কালীঘাটের বছর বারোর এক কিশোরের ৷

first dengue death in kolkata
কলকাতায় ডেঙ্গিতে প্রথম মৃত্যু
author img

By

Published : Aug 4, 2022, 10:12 PM IST

কালীঘাট, 4 অগস্ট: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল 12 বছরের এক কিশোরের (Chief Minister neighbour child died by dengue in kalighat)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই বাড়ি বিশাক মুখোপাধ্যায় নামে এই কিশোরের ৷ পাঁচ দিনের জ্বর নিয়ে 2 অগস্ট মঙ্গলবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় কালীঘাটের বাসিন্দা বিশাক । সেদিন রাতে তার ডেঙ্গি পরীক্ষা করা হলে পরের দিন পজিটিভ ধরা পড়ে । আর বৃহস্পতিবার বিশাকের মৃত্যু হয় ৷ ডেঙ্গি পজিটিভ হওয়ার পরের দিনই কিশোরের মৃত্যু হওয়ায় ফের শহরে ফিরে এল ডেঙ্গি আতঙ্ক । জানা গিয়েছে, চলতি বর্ষায় এটাই ডেঙ্গিতে কলকাতায় প্রথম মৃত্যু ।

এই মৃত্যুকে দুঃখজনক বলে প্রতিক্রিয়া দেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ । তিনি জানান, মৃত কিশোরের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক বলে উল্লেখ রয়েছে । এরপরেই এলাকায় স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোল টিম ও সেন্ট্রাল ভেক্টর কন্ট্রোল টিম কাজ করছে । কিন্তু দুর্ভাগ্যবশত 12 বছরের এই কিশোরের বাড়ির সামনে পৌর চিকিৎসা কেন্দ্র ছিল । কলকাতা পৌরনিগমের তরফে বারবার মানুষকে সচেতন করা হয়েছে । কিন্তু এই কিশোরের ডেঙ্গির উপসর্গ কিংবা জ্বরের কোনও তথ্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে দেওয়া হয়নি । হাসপাতাল রিপোর্ট অন্তত তাই বলছে । পাঁচ দিনের জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।

আরও পড়ুন : কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের
অতীন ঘোষ এদিন আরও বলেন, "বর্ষাকাল ডেঙ্গি মশার আদর্শ আবহাওয়া । তাই এই সময় ডেঙ্গি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না । এই শহরের যা ভৌগোলিক অবস্থান রয়েছে সেখানে অনেক পুরনো বাড়ি আছে । এই অঞ্চলেও অনেক পুরনো বাড়ি আছে । সেসব বাড়িতে তালা ঝুলছে, কিন্তু ভিতরে বিভিন্ন জায়গা জল জমে রয়েছে । যা ডেঙ্গির মশার বংশবৃদ্ধির আদর্শ জায়গা । এই ধরনের বাড়িতে ঢুকে যাতে জল জমা মুক্ত করা যায়, সেটা পুরকর্মীদের বলা হয়েছে ।"

dengue death certificate
মৃত কিশোরের ডেথ সার্টিফিকেট
অন্যদিকে, কলকাতা পৌরনিগমের 83 নম্বর ওয়ার্ডে প্রায় 22জন ডেঙ্গি আক্রান্ত । একজনের বেসরকারি হাসপাতালে মৃত্যুও হয়েছে ।

আরও পড়ুন : সাবধান ! ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি

কালীঘাট, 4 অগস্ট: ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল 12 বছরের এক কিশোরের (Chief Minister neighbour child died by dengue in kalighat)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই বাড়ি বিশাক মুখোপাধ্যায় নামে এই কিশোরের ৷ পাঁচ দিনের জ্বর নিয়ে 2 অগস্ট মঙ্গলবার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয় কালীঘাটের বাসিন্দা বিশাক । সেদিন রাতে তার ডেঙ্গি পরীক্ষা করা হলে পরের দিন পজিটিভ ধরা পড়ে । আর বৃহস্পতিবার বিশাকের মৃত্যু হয় ৷ ডেঙ্গি পজিটিভ হওয়ার পরের দিনই কিশোরের মৃত্যু হওয়ায় ফের শহরে ফিরে এল ডেঙ্গি আতঙ্ক । জানা গিয়েছে, চলতি বর্ষায় এটাই ডেঙ্গিতে কলকাতায় প্রথম মৃত্যু ।

এই মৃত্যুকে দুঃখজনক বলে প্রতিক্রিয়া দেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ । তিনি জানান, মৃত কিশোরের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক বলে উল্লেখ রয়েছে । এরপরেই এলাকায় স্বাস্থ্য বিভাগের ভেক্টর কন্ট্রোল টিম ও সেন্ট্রাল ভেক্টর কন্ট্রোল টিম কাজ করছে । কিন্তু দুর্ভাগ্যবশত 12 বছরের এই কিশোরের বাড়ির সামনে পৌর চিকিৎসা কেন্দ্র ছিল । কলকাতা পৌরনিগমের তরফে বারবার মানুষকে সচেতন করা হয়েছে । কিন্তু এই কিশোরের ডেঙ্গির উপসর্গ কিংবা জ্বরের কোনও তথ্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে দেওয়া হয়নি । হাসপাতাল রিপোর্ট অন্তত তাই বলছে । পাঁচ দিনের জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।

আরও পড়ুন : কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের
অতীন ঘোষ এদিন আরও বলেন, "বর্ষাকাল ডেঙ্গি মশার আদর্শ আবহাওয়া । তাই এই সময় ডেঙ্গি হবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না । এই শহরের যা ভৌগোলিক অবস্থান রয়েছে সেখানে অনেক পুরনো বাড়ি আছে । এই অঞ্চলেও অনেক পুরনো বাড়ি আছে । সেসব বাড়িতে তালা ঝুলছে, কিন্তু ভিতরে বিভিন্ন জায়গা জল জমে রয়েছে । যা ডেঙ্গির মশার বংশবৃদ্ধির আদর্শ জায়গা । এই ধরনের বাড়িতে ঢুকে যাতে জল জমা মুক্ত করা যায়, সেটা পুরকর্মীদের বলা হয়েছে ।"

dengue death certificate
মৃত কিশোরের ডেথ সার্টিফিকেট
অন্যদিকে, কলকাতা পৌরনিগমের 83 নম্বর ওয়ার্ডে প্রায় 22জন ডেঙ্গি আক্রান্ত । একজনের বেসরকারি হাসপাতালে মৃত্যুও হয়েছে ।

আরও পড়ুন : সাবধান ! ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ডেঙ্গি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.