কলকাতা, 4 সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাসের শুরু থেকেই চলা দুয়ারে সরকার কর্মসূচিতে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করণ প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এই পরিযায়ী শ্রমিকদের আবাসন শিল্পে ব্যবহারের জন্য অনুরোধ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার ধনধান্য স্টেডিয়ামে ক্রেডাইয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আবাসন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের উদ্দেশে পরিযায়ী শ্রমিকদের আরও বেশি বেশি করে ব্যবহারের জন্য অনুরোধ জানান মুখ্যমন্ত্রী ৷
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "নির্মাণ শিল্পে আমাদের রাজ্যের শ্রমিকদের সুনাম দেশ জোড়া। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের শ্রমিকরা অত্যন্ত দক্ষ। এই জন্য তাদের বাইরে বিভিন্ন জায়গায় কাজের জন্য নিয়ে যায় অনেকেই। আমাদের রাজ্যের শ্রমিকরা আমাদের অ্যাসেট। তাদের কাজের দক্ষতার কারণেই তাদের এই সুনাম। টাকার জন্য তারা অন্যত্র চলে যাচ্ছেন। কিন্তু অন্যত্র যেতে গিয়ে তাদের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই পরিযায়ী শ্রমিকদের জন্য একটি অ্যাপ তৈরি করেছি। আপনারা তাদের নিয়ে আসুন। আপনাদের শিল্পে এদের ব্যবহার করুন।"
তিনি আরও বলেন, "আমরা আপনাদের একটা ডেটা ব্যাঙ্ক দিয়ে দেব। সেই ডেটা ব্যাঙ্কে থাকা শ্রমিকদের কাজে লাগালে আপনাদের সুবিধা হবে। ইতিমধ্যেই তারা প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের কাজের দক্ষতাও রয়েছে। বেশি টাকার জন্য তাদের অন্যত্র যেতে হয়। 15 লক্ষের বেশি মানুষ সেখানে রয়েছে। আমরা তাদের একটা তালিকা আপনাদের হাতে তুলে দিতে পারি। আপনারা তাদের ব্যবহার করুন।"
আরও পড়ুন: আবাসন শিল্পে এগিয়ে বাংলা, আরও বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর
সাম্প্রতিক অতীতে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ উঠে আসতে দেখা গিয়েছে। যেভাবে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার শ্রমিকরা বিভিন্ন দুর্ঘটনার মুখে পড়ছেন তাতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। অতীতে তিনি পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন করেছিলেন অন্য রাজ্যে না গিয়ে এই রাজ্যে কাজ করার জন্য। এদিন সরাসরি শিল্পমহলের কাছে এই রাজ্যের দক্ষ শ্রমিকদের ব্যবহারের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।