কলকাতা, 14 নভেম্বর : কয়েকদিনের মধ্যেই কমবে আলু সহ সবজির বাজার মূল্য ৷ আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ পুলিশ প্রশাসন লক্ষ্য রাখবে ৷" পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সংস্থা NAFED-কে দায়ী করলেন তিনি ৷
দীর্ঘদিন ধরে টাস্ক ফোর্সের বৈঠক হচ্ছে না ৷ তবে গতকাল ETV ভারতের খবরের পর আজই নবান্নে তড়িঘড়ি টাস্ক ফোর্সের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, প্রশাসনিক আধিকারিক ও টাস্কফোর্সের সদস্যরা ৷
বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-এর সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "আলু স্টোরেজ থেকে বের হওয়ার পর 14-15 টাকা মূল্য হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷