ETV Bharat / state

দীর্ঘদিন পর টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর - CM assured to reduce the price of vegetables

কয়েকদিনের মধ্যেই কমবে আলু সহ সবজির দাম ৷ আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকের পর এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল ETV ভারতের খবরের জেরে আজ নবান্নে তড়িঘড়ি করে টাস্কফোর্সের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 14, 2019, 10:16 PM IST

Updated : Nov 14, 2019, 11:31 PM IST

কলকাতা, 14 নভেম্বর : কয়েকদিনের মধ্যেই কমবে আলু সহ সবজির বাজার মূল্য ৷ আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ পুলিশ প্রশাসন লক্ষ্য রাখবে ৷" পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সংস্থা NAFED-কে দায়ী করলেন তিনি ৷

দীর্ঘদিন ধরে টাস্ক ফোর্সের বৈঠক হচ্ছে না ৷ তবে গতকাল ETV ভারতের খবরের পর আজই নবান্নে তড়িঘড়ি টাস্ক ফোর্সের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, প্রশাসনিক আধিকারিক ও টাস্কফোর্সের সদস্যরা ৷

বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-এর সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আলু স্টোরেজ থেকে বের হওয়ার পর 14-15 টাকা মূল্য হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷

কলকাতা, 14 নভেম্বর : কয়েকদিনের মধ্যেই কমবে আলু সহ সবজির বাজার মূল্য ৷ আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আলুর দাম নিয়ে খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ পুলিশ প্রশাসন লক্ষ্য রাখবে ৷" পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সংস্থা NAFED-কে দায়ী করলেন তিনি ৷

দীর্ঘদিন ধরে টাস্ক ফোর্সের বৈঠক হচ্ছে না ৷ তবে গতকাল ETV ভারতের খবরের পর আজই নবান্নে তড়িঘড়ি টাস্ক ফোর্সের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কৃষি দপ্তর, কৃষি বিপণন দপ্তর, প্রশাসনিক আধিকারিক ও টাস্কফোর্সের সদস্যরা ৷

বৈঠকে মুখ্যমন্ত্রী আলু, পিঁয়াজ সহ সবজির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "পিঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সংস্থা NAFED-এর সঙ্গে চুক্তি হয়েছিল আমাদের ৷ তারা বলেছিল 25 টাকা মূল্যে পিঁয়াজ দেবে ৷ কিন্তু তারা সেই চুক্তি মানেনি ৷ এর ফলে পিঁয়াজ নিয়ে সমস্যা রয়েছে ৷ তবে সুফল বাংলায় কম দামে পিঁয়াজ বিক্রি করছি ৷ আরও সুফল বাংলার সংখ্যা বাড়ানো হবে ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আলু স্টোরেজ থেকে বের হওয়ার পর 14-15 টাকা মূল্য হওয়া উচিত ৷ খুচরো বাজারে কেউ কেউ বদমায়েশি করছে ৷ আলুর বাজার নিয়ে পুলিশ, এনফোর্সমেন্ট, CID নজরদারি চালাবে ৷

Intro:কলকাতা, ১৪ নভেম্বর: কয়েক দিনের মধ্যেই কমবে আলু সহ সবজি বাজার মূল্য। আজ নবান্নে টাস্কফোর্সের বৈঠকের পরে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আলুর দাম নিয়ে রিটেল মার্কেটিংয়ে কেউ কেউ বদমায়েশী করছে। পুলিশ প্রশাসন লক্ষ্য রাখবে।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
Last Updated : Nov 14, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.