ETV Bharat / state

কচুয়া দুর্ঘটনা : মৃতদের পরিবারপিছু পাঁচ লাখ ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর - পাঁচ লাখ ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কচুয়ার দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মৃত পুণ্যার্থীদের পরিবারপিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি ৷ আহতদের এক লাখ করে দেওয়া হবে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 11:33 AM IST

Updated : Aug 23, 2019, 2:49 PM IST

কলকাতা, 23 অগাস্ট : কচুয়ার দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক আরও কয়েকজন ৷ মৃত পুণ্যার্থীদের পরিবারপিছু পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷ আহতদের 1 লাখ টাকা করে সাহায্য এবং কম আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ।

মুখ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছি তরুণ মণ্ডল ও অপর্ণা সরকার মারা গেছেন । নমিতা সরকার, টুম্পা বিশ্বাস, মিলন সরকার ভরতি আছেন ন্যাশনাল মেডিকেলে । বর্ধমানের জামালপুরের বাসিন্দা মৌমিতা সরকার আহত । মোহন বিশ্বাস, নেহালও আহত । আমি SSKM-এ যাচ্ছি । সেখানে একজন ভরতি আছে ।"

দেখুন ভিডিয়ো

SSKM-এর ট্রমা সেন্টারে ভরতি একজন । তাঁর অবস্থাও আশঙ্কাজনক । চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে, RG কর ও মেডিকেলে খোঁজ নিতে । জ্যোতিপ্রিয় মল্লিককে বসিরহাট ও বারাসত হাসপাতালে খোঁজ নিতে বলা হয়েছে ।

কলকাতা, 23 অগাস্ট : কচুয়ার দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক আরও কয়েকজন ৷ মৃত পুণ্যার্থীদের পরিবারপিছু পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷ আহতদের 1 লাখ টাকা করে সাহায্য এবং কম আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ।

মুখ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছি তরুণ মণ্ডল ও অপর্ণা সরকার মারা গেছেন । নমিতা সরকার, টুম্পা বিশ্বাস, মিলন সরকার ভরতি আছেন ন্যাশনাল মেডিকেলে । বর্ধমানের জামালপুরের বাসিন্দা মৌমিতা সরকার আহত । মোহন বিশ্বাস, নেহালও আহত । আমি SSKM-এ যাচ্ছি । সেখানে একজন ভরতি আছে ।"

দেখুন ভিডিয়ো

SSKM-এর ট্রমা সেন্টারে ভরতি একজন । তাঁর অবস্থাও আশঙ্কাজনক । চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে, RG কর ও মেডিকেলে খোঁজ নিতে । জ্যোতিপ্রিয় মল্লিককে বসিরহাট ও বারাসত হাসপাতালে খোঁজ নিতে বলা হয়েছে ।

Chateau de Chantilly (France), Aug 23 (ANI): Prime Minister Narendra Modi is on his first leg of the three-nation tour to France, United Arab Emirates (UAE) and Bahrain. PM Modi reached in France on August 22 and met French President Emmanuel Macron. While addressing the joint statement along with French President Emmanuel Macron, PM Narendra Modi said, "We are happy that 1st of the 36 Rafale fighter aircraft will be handed over to India next month. France is the first country with which we have signed civil nuclear arrangement." "I am excited to take part in G7 summit and I want to congratulate President Macron and entire France for the summit," PM Modi added.
Last Updated : Aug 23, 2019, 2:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.