কলকাতা, 23 অগাস্ট : কচুয়ার দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক আরও কয়েকজন ৷ মৃত পুণ্যার্থীদের পরিবারপিছু পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷ আহতদের 1 লাখ টাকা করে সাহায্য এবং কম আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ।
মুখ্যমন্ত্রী বলেন, "আমি রিপোর্ট পেয়েছি তরুণ মণ্ডল ও অপর্ণা সরকার মারা গেছেন । নমিতা সরকার, টুম্পা বিশ্বাস, মিলন সরকার ভরতি আছেন ন্যাশনাল মেডিকেলে । বর্ধমানের জামালপুরের বাসিন্দা মৌমিতা সরকার আহত । মোহন বিশ্বাস, নেহালও আহত । আমি SSKM-এ যাচ্ছি । সেখানে একজন ভরতি আছে ।"
SSKM-এর ট্রমা সেন্টারে ভরতি একজন । তাঁর অবস্থাও আশঙ্কাজনক । চন্দ্রিমা ভট্টাচার্যকে বলা হয়েছে, RG কর ও মেডিকেলে খোঁজ নিতে । জ্যোতিপ্রিয় মল্লিককে বসিরহাট ও বারাসত হাসপাতালে খোঁজ নিতে বলা হয়েছে ।