ETV Bharat / state

Calcutta High Court: পড়াতে হবে না মিছিল করুক, শিক্ষক সংগঠনের মামলায় চূড়ান্ত ক্ষুব্ধ প্রধান বিচারপতি - কলকাতা হাইকোর্ট

Chief Justice of Calcutta High Court: কলকাতা হাইকোর্টে মিছিল করার অনুমতি চেয়ে মামলা করেছিল শিক্ষক সংগঠন ৷ সেই মামলার ফাইল ফেরত দিয়েছেন চূড়ান্ত ক্ষুব্ধ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তাঁর মন্তব্য, ‘‘পড়াতে হবে না । ওরা শুধু মিছিল করুক ।’’

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 1:49 PM IST

Updated : Oct 12, 2023, 2:04 PM IST

কলকাতা, 12 অক্টোবর: শিক্ষক সংগঠন নিজেদের দাবি আদায়ের জন্য মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু মামলার কথা শুনতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তার পর তিনি মামলার ফাইল ফেরত দিলেন কোর্ট অফিসারকে ।

মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি মামলাকারীদের আইনজীবী প্রতীক ধরের উদ্দেশ্যে রীতিমতো ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "পড়াতে হবে না । ওরা শুধু র‍্যালি করুক । কোনও আর্জেন্সি নেই এই মামলার । রোজ 15টা করে র‍্যালি । বাচ্চারা ভুগবে, অ্যাম্বুলেন্স যেতে পারবে না ।"

মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, "আপনারা র‍্যালি করুন ৷ পুলিশ লাঠিচার্জ করুক৷ কাঁদানে গ্যাস ছুঁড়ুক ৷ আদালতে কিছু করার নেই । রোজ রোজ এই মিছিল শহরকে স্তব্ধ করে দিচ্ছে । সাধারণ মানুষ হেনস্তার স্বীকার হচ্ছে ।" পাশাপাশি তিনি মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি করার কোনও প্রয়োজন নেই মনে করে শুনানি পিছিয়ে দিয়ে জানান পুজোর পরে এই মামলার শুনানি করা হবে ।

উল্লেখ্য, এর আগে একাধিকবার কলকাতার রাস্তায় ট্রাফিক জ্যাম নিয়ে প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি । বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থা এই রাজ্যের ট্রাফিক ব্যবস্থার থেকে অনেক ভালো বলেও জানিয়েছিলেন । কলকাতার ফুটপাতে যত্রতত্র ফেরিওয়ালারা জিনিসপত্র নিয়ে বসে যায় বলে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি ।

গত 21 জুলাই তৃণমূলের কর্মসূচিতে কার্যত কলকাতা অচল হয়ে গিয়েছিল, হাইকোর্টে সেদিন কাজকর্ম সামান্য কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় তিনি রাজ্য পুলিশকে চূড়ান্ত ভর্ৎসনা করেছিলেন । একই সঙ্গে কলকাতার রাস্তায় নিত্যদিন বিভিন্ন সংগঠনের মিটিং-মিছিল চলতে থাকে । তার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন হতে থাকে । প্রধান বিচারপতি থাকেন রাজাহাট নিউটাউনে । সেখান থেকে আসার পথে তাঁর অভিজ্ঞতা তিনি অন্য মামলায় বেশ কয়েকবার উল্লেখ করেছেন । এ দিন কার্যত মামলাটি দেখার পরই সঙ্গে সঙ্গে ফাইল ফেরত দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ৷

আরও পড়ুন: সংরক্ষিত গ্রাম পঞ্চায়েত প্রধান পদে অন্যদের বসানো চলবে না, নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 12 অক্টোবর: শিক্ষক সংগঠন নিজেদের দাবি আদায়ের জন্য মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । কিন্তু মামলার কথা শুনতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ তার পর তিনি মামলার ফাইল ফেরত দিলেন কোর্ট অফিসারকে ।

মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি মামলাকারীদের আইনজীবী প্রতীক ধরের উদ্দেশ্যে রীতিমতো ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "পড়াতে হবে না । ওরা শুধু র‍্যালি করুক । কোনও আর্জেন্সি নেই এই মামলার । রোজ 15টা করে র‍্যালি । বাচ্চারা ভুগবে, অ্যাম্বুলেন্স যেতে পারবে না ।"

মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, "আপনারা র‍্যালি করুন ৷ পুলিশ লাঠিচার্জ করুক৷ কাঁদানে গ্যাস ছুঁড়ুক ৷ আদালতে কিছু করার নেই । রোজ রোজ এই মিছিল শহরকে স্তব্ধ করে দিচ্ছে । সাধারণ মানুষ হেনস্তার স্বীকার হচ্ছে ।" পাশাপাশি তিনি মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি করার কোনও প্রয়োজন নেই মনে করে শুনানি পিছিয়ে দিয়ে জানান পুজোর পরে এই মামলার শুনানি করা হবে ।

উল্লেখ্য, এর আগে একাধিকবার কলকাতার রাস্তায় ট্রাফিক জ্যাম নিয়ে প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি । বেঙ্গালুরুর ট্রাফিক ব্যবস্থা এই রাজ্যের ট্রাফিক ব্যবস্থার থেকে অনেক ভালো বলেও জানিয়েছিলেন । কলকাতার ফুটপাতে যত্রতত্র ফেরিওয়ালারা জিনিসপত্র নিয়ে বসে যায় বলে উষ্মা প্রকাশ করেছিলেন তিনি ।

গত 21 জুলাই তৃণমূলের কর্মসূচিতে কার্যত কলকাতা অচল হয়ে গিয়েছিল, হাইকোর্টে সেদিন কাজকর্ম সামান্য কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় তিনি রাজ্য পুলিশকে চূড়ান্ত ভর্ৎসনা করেছিলেন । একই সঙ্গে কলকাতার রাস্তায় নিত্যদিন বিভিন্ন সংগঠনের মিটিং-মিছিল চলতে থাকে । তার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন হতে থাকে । প্রধান বিচারপতি থাকেন রাজাহাট নিউটাউনে । সেখান থেকে আসার পথে তাঁর অভিজ্ঞতা তিনি অন্য মামলায় বেশ কয়েকবার উল্লেখ করেছেন । এ দিন কার্যত মামলাটি দেখার পরই সঙ্গে সঙ্গে ফাইল ফেরত দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ৷

আরও পড়ুন: সংরক্ষিত গ্রাম পঞ্চায়েত প্রধান পদে অন্যদের বসানো চলবে না, নির্দেশ হাইকোর্টের

Last Updated : Oct 12, 2023, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.