ETV Bharat / state

উষসীর ঘটনার জের, একরাতেই বাইক বাহিনীর বিরুদ্ধে 607 টি কেস

রাতের কলকাতায় বাইকের দাপাদাপি । প্রচণ্ড গতিতে হেলমেটহীন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য । নিয়ন্ত্রণহীন ও হেলমেট না পরে বাইক চালানোর জন্য একরাতেই কেস রয়েছে 607 টি ।

ফাইল ফটো । ছবি সৌজন্য : কলকাতা ট্রাফিক পুলিশ
author img

By

Published : Jun 20, 2019, 6:29 PM IST

Updated : Jun 20, 2019, 7:09 PM IST

কলকাতা, 20 জুন : উষসী সেনগুপ্তর ঘটনায় আবারও সামনে এল রাতের কলকাতায় শহরবাসীর নিরাপত্তাহীনতা । বিষয়টি এবার হালকাভাবে নিচ্ছে না পুলিশ । গতকাল লালবাজারে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ । শহরের বিভিন্ন পয়েন্টে সারারাত ধরে চেকিং চালাল কলকাতা পুলিশ । জানা গেছে, নিয়ন্ত্রণহীন ও হেলমেট না পরে বাইক চালানোর জন্য এক রাতেই কেস হয়েছে 607 টি । এছাড়াও 6 টি বাইক সিজ় করা হয়েছে ।

রাতের কলকাতায় বাইকের দাপাদাপি । প্রচণ্ড গতিতে হেলমেটহীন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য । ইদানিং যা বেড়ে গেছে অনেকটাই । পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার বেশ কিছু এলাকা, CIT রোড, খিদিরপুর, পাক সার্কাস, মা ফ্লাইওভারে এই প্রবণতা অনেকটাই বেশি । সোমবার রাতেও উষসী সেনগুপ্তের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা ঘটায় হেলমেটহীন বাইক আরোহীরাই । তারপর লালবাজারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে এবার জ়িরো টলারেন্স নীতি নেওয়া হবে ।

পাশাপাশি কলকাতা পুলিশের সিনিয়র কর্তরা মনে করছেন, এই বিষয়টিতে কিছু সামাজিক সমস্যাও রয়েছে । সেই সূত্রে বিভিন্নভাবে ওই যুবকদের বোঝানো হবে । দেওয়া হবে মেসেজ । পাশাপাশি চলবে চেকিং । গতরাতে কলকাতা শহরের বাইক বাহিনীর দৌরাত্ম্য থামাতে চালানো হয় চেকিং । চেকিংয়ের সময় বাইক বাহিনীর বিরুদ্ধে 205টি কেস করা হয়েছে । পুলিশ সূত্রে জানানো হয়েছে , এই চেকিং এবার থেকে রোজই চলবে ।

চলতি সপ্তাহের সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । এই ঘটনায় পুলিশের কাছে সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর । ময়দান থানা, চারু মার্কেট থানা ও ভবানীপুর থানার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তিনি । ঘটনার জেরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । সাসপেন্ড করা হয় চারু মার্কেট থানার SI পীযূষ কুমার পালকে । পাশাপাশি শোকজ় করা হয় ভবানীপুর থানার SI মেনন মজুমদার ও ময়দান থানার ASI পার্থ চ্যাটার্জিকে ।

কলকাতা, 20 জুন : উষসী সেনগুপ্তর ঘটনায় আবারও সামনে এল রাতের কলকাতায় শহরবাসীর নিরাপত্তাহীনতা । বিষয়টি এবার হালকাভাবে নিচ্ছে না পুলিশ । গতকাল লালবাজারে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ । শহরের বিভিন্ন পয়েন্টে সারারাত ধরে চেকিং চালাল কলকাতা পুলিশ । জানা গেছে, নিয়ন্ত্রণহীন ও হেলমেট না পরে বাইক চালানোর জন্য এক রাতেই কেস হয়েছে 607 টি । এছাড়াও 6 টি বাইক সিজ় করা হয়েছে ।

রাতের কলকাতায় বাইকের দাপাদাপি । প্রচণ্ড গতিতে হেলমেটহীন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য । ইদানিং যা বেড়ে গেছে অনেকটাই । পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার বেশ কিছু এলাকা, CIT রোড, খিদিরপুর, পাক সার্কাস, মা ফ্লাইওভারে এই প্রবণতা অনেকটাই বেশি । সোমবার রাতেও উষসী সেনগুপ্তের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা ঘটায় হেলমেটহীন বাইক আরোহীরাই । তারপর লালবাজারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে এবার জ়িরো টলারেন্স নীতি নেওয়া হবে ।

পাশাপাশি কলকাতা পুলিশের সিনিয়র কর্তরা মনে করছেন, এই বিষয়টিতে কিছু সামাজিক সমস্যাও রয়েছে । সেই সূত্রে বিভিন্নভাবে ওই যুবকদের বোঝানো হবে । দেওয়া হবে মেসেজ । পাশাপাশি চলবে চেকিং । গতরাতে কলকাতা শহরের বাইক বাহিনীর দৌরাত্ম্য থামাতে চালানো হয় চেকিং । চেকিংয়ের সময় বাইক বাহিনীর বিরুদ্ধে 205টি কেস করা হয়েছে । পুলিশ সূত্রে জানানো হয়েছে , এই চেকিং এবার থেকে রোজই চলবে ।

চলতি সপ্তাহের সোমবার রাতে কলকাতার বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেল থেকে বাড়ি ফেরার সময় হেনস্থার শিকার হন প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত । এই ঘটনায় পুলিশের কাছে সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর । ময়দান থানা, চারু মার্কেট থানা ও ভবানীপুর থানার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন তিনি । ঘটনার জেরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । সাসপেন্ড করা হয় চারু মার্কেট থানার SI পীযূষ কুমার পালকে । পাশাপাশি শোকজ় করা হয় ভবানীপুর থানার SI মেনন মজুমদার ও ময়দান থানার ASI পার্থ চ্যাটার্জিকে ।

Intro:কলকাতা, ২০ জুন: উশষী সেনগুপ্তর ঘটনায় আবারো সামনে এলো রাতের কলকাতায় শহরবাসীর নিরাপত্তাহীনতা। বিষয়টি এবার হালকাভাবে নিচ্ছে না পুলিশ। গতকাল লালবাজারে বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজ রাতেই কাজ শুরু করে দিয়েছে পুলিশ। শহরের বিভিন্ন পয়েন্টে সারারাত ধরে প্রায় নাকা চেকিং চালাল কলকাতা পুলিশ। জানা গেছে, নিয়ন্ত্রনহীন এবং হেলমেট না পরে বাইক চালানোর জন্য এক রাতেই কেস রয়েছে 205টি।Body:রাতের কলকাতায় বাইকের দাপাদাপি। প্রচন্ড গতিতে হেলমেট ইন বাইক আরোহীর ছুটে যাওয়া বেশ পরিচিত দৃশ্য। ইদানিং যা বেড়ে গেছে অনেকটাই। পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার বেশ কিছু এলাকা, সি আই টি রোড, খিদিরপুর, পাক সার্কাস, মা ফ্লাইওভারে এই প্রবণতা অনেকটাই বেশি। গত সোমবার রাতেও উশষী সেনগুপ্তের সঙ্গে যে ঘটনা ঘটেছিল তা ঘটায় হেলমেটহীন বাইক আরোহীরাই। তারপর লালবাজারের তরফ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বিষয়ে এবার জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। পাশাপাশি কলকাতা পুলিশের সিনিয়র কর্তরা মনে করছেন, এই বিষয়টিকে কিছু সামাজিক সমস্যাও রয়েছে। সেই সূত্রে বিভিন্নভাবে ওই যুবকদের বোঝানো হবে। দেওয়া হবে মেসেজ। পাশাপাশি চলবে চেকিং।
Conclusion:গতরাতে কলকাতা শহরের বাইক বাহিনীর দৌরাত্ম্য থামাতে চালানো হয় চেকিং। পুলিশ সূত্রে খবর, সেই চেকিংয়ের গতরাতে বাইক বাহিনীর বিরুদ্ধে ২০৫ টি কেস করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই চেকিং এবার থেকে রোজই চলবে।
Last Updated : Jun 20, 2019, 7:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.