ETV Bharat / state

Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার খাতা দেখায় বদল, ফলপ্রকাশ তিন মাসের মাথায় - changes the system of checking

সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা ৷ তারপর পরীক্ষার খাতা দেখা নিয়ে বিশেষ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (Online Copy Checking of the madhyamik examination)৷ অনলাইনের সাহায্যে এবার দেখা হবে মাধ্যমিকের খাতা ৷ 3 মাসের মাথায় ফলপ্রকাশ করতেই এই উদ্যোগ পর্ষদের ৷

Madhyamik Exam 2023
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 4, 2023, 10:55 PM IST

কলকাতা, 4 মার্চ: শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা । তিন মাস পর ফল প্রকাশের সম্ভাবনা (Changes the system of checking of Madhyamik)। এ বছর খাতা দেখার ক্ষেত্রে আসছে বড়সড় বদল । আংশিক অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে হবে খাতা দেখা । পড়ুয়াদের কথা ভেবে নির্ভুল খাতা দেখতেই এই পদক্ষেপ পর্ষদের । তবে সে সবের জন্যেও দেরি হবে না ফলপ্রকাশে । মে মাসের শেষ সপ্তাহে বেরোবে মাধ্যমিক ফল।

এবছর পরীক্ষা থেকে খাতা দেখার ক্ষেত্রে বেশ কিছু নতুনত্ব রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে এক হল অনলাইন মাধ্যম। পরীক্ষা শেষের দিন সাংবাদিক বৈঠক করে নতুন এই পদ্ধতি তুলে ধরেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । শনিবার তিনি জানান, খাতা দেখার ক্ষেত্রে 5টি ধাপ থাকে । এবছর তার মধ্যে 2টি ধাপ হবে অনলাইনে । সব কিছু হয়ে যাওয়ার পর প্রধান পরীক্ষক যখন পরিষদকে নম্বর পাঠাবে সেটা পুনরায় আরও একবার মিলিয়ে নেওয়া হবে অনলাইনে । এতদিন ধরে এই ব্যবস্থা হত অফলাইনে । এবার সেই পদ্ধতিতেই আসছে পরিবর্তন ।

আরও পড়ুন: ফের বিতর্কে মাধ্যমিক ! অঙ্ক পরীক্ষায় মিলল না গ্রাফ-পেপার, বিভ্রান্তি কাটাতে বিবৃতি পর্ষদের

এছাড়াও পর্ষদ সভাপতির কথা অনুযায়ী এইবছর বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই মিটেছে মাধ্যমিক পরীক্ষা ৷ এই প্রসঙ্গেই পর্ষদ সভাপতি বলেন, "এইবার ফোন খুব কম এসেছে । মাত্র 17টি ফোন আমরা পেয়েছি পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন ঘিরে । 208 জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে । পরীক্ষা দেওয়ার সময় 268 জন অসুস্থ হয়ে পড়েছিল । যদিও তারা শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছিল । মাত্র 4টি জায়গায় ভাঙচুরের খবর পেয়েছি । 9টি জায়গা থেকে পরীক্ষা চলাকালীন আমরা মোবাইল ফোন উদ্ধার করেছি । তার মধ্যে মালদা জেলা থেকেই 7টি ফোন উদ্ধার হয়েছে ।"

এছাড়াও এবার পর্ষদ সভাপতি শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পর্যবেক্ষণ গিয়েছিলেন । তাঁর কথায় 2867টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে 2540টি পরীক্ষাকেন্দ্রে নজরদারির জন্য সিসিটিভি ক্যামরা লাগানো হয়েছে । 127টি কেন্দ্রে জেলা প্রশাসন সিসিটিভি লাগিয়েছিল পরীক্ষা চলাকালীন । এছাড়াও পরীক্ষাকেন্দ্রের সমস্ত বিষয় খতিয়ে দেখে রিপোর্ট তলব করা হয়েছে ।

কলকাতা, 4 মার্চ: শেষ হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা । তিন মাস পর ফল প্রকাশের সম্ভাবনা (Changes the system of checking of Madhyamik)। এ বছর খাতা দেখার ক্ষেত্রে আসছে বড়সড় বদল । আংশিক অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে হবে খাতা দেখা । পড়ুয়াদের কথা ভেবে নির্ভুল খাতা দেখতেই এই পদক্ষেপ পর্ষদের । তবে সে সবের জন্যেও দেরি হবে না ফলপ্রকাশে । মে মাসের শেষ সপ্তাহে বেরোবে মাধ্যমিক ফল।

এবছর পরীক্ষা থেকে খাতা দেখার ক্ষেত্রে বেশ কিছু নতুনত্ব রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। তার মধ্যে এক হল অনলাইন মাধ্যম। পরীক্ষা শেষের দিন সাংবাদিক বৈঠক করে নতুন এই পদ্ধতি তুলে ধরেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । শনিবার তিনি জানান, খাতা দেখার ক্ষেত্রে 5টি ধাপ থাকে । এবছর তার মধ্যে 2টি ধাপ হবে অনলাইনে । সব কিছু হয়ে যাওয়ার পর প্রধান পরীক্ষক যখন পরিষদকে নম্বর পাঠাবে সেটা পুনরায় আরও একবার মিলিয়ে নেওয়া হবে অনলাইনে । এতদিন ধরে এই ব্যবস্থা হত অফলাইনে । এবার সেই পদ্ধতিতেই আসছে পরিবর্তন ।

আরও পড়ুন: ফের বিতর্কে মাধ্যমিক ! অঙ্ক পরীক্ষায় মিলল না গ্রাফ-পেপার, বিভ্রান্তি কাটাতে বিবৃতি পর্ষদের

এছাড়াও পর্ষদ সভাপতির কথা অনুযায়ী এইবছর বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই মিটেছে মাধ্যমিক পরীক্ষা ৷ এই প্রসঙ্গেই পর্ষদ সভাপতি বলেন, "এইবার ফোন খুব কম এসেছে । মাত্র 17টি ফোন আমরা পেয়েছি পরীক্ষা সংক্রান্ত কিছু প্রশ্ন ঘিরে । 208 জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে । পরীক্ষা দেওয়ার সময় 268 জন অসুস্থ হয়ে পড়েছিল । যদিও তারা শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছিল । মাত্র 4টি জায়গায় ভাঙচুরের খবর পেয়েছি । 9টি জায়গা থেকে পরীক্ষা চলাকালীন আমরা মোবাইল ফোন উদ্ধার করেছি । তার মধ্যে মালদা জেলা থেকেই 7টি ফোন উদ্ধার হয়েছে ।"

এছাড়াও এবার পর্ষদ সভাপতি শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পর্যবেক্ষণ গিয়েছিলেন । তাঁর কথায় 2867টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে 2540টি পরীক্ষাকেন্দ্রে নজরদারির জন্য সিসিটিভি ক্যামরা লাগানো হয়েছে । 127টি কেন্দ্রে জেলা প্রশাসন সিসিটিভি লাগিয়েছিল পরীক্ষা চলাকালীন । এছাড়াও পরীক্ষাকেন্দ্রের সমস্ত বিষয় খতিয়ে দেখে রিপোর্ট তলব করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.