ETV Bharat / state

Madhyamik Review Results 2023: রিভিউ ও স্ক্রুটিনির পর মাধ্যমিকের মেধাতালিকায় রদবদল - রিভিউয়ের ফলপ্রকাশ হতেই মাধ্যমিকের মেধাতালিকায় বদল

প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির ফল ৷ তাতেই দেখা গেল বেশ কয়েকজনের নাম উঠে এল উপরের দিকে ৷ কেউ 14 থেকে নবম স্থানে এল ৷ কেউ তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 30, 2023, 8:23 PM IST

রিভিউয়ের ফলপ্রকাশ করলেন পর্ষদ সভাপতি

কলকাতা, 30 জুন: মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় বদল । রিভিউ ও স্ক্রুটিনির পর সেই নতুন ফলাফল শুক্রবার প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । নতুন এই ফলাফলের ভিত্তিতে মেধাতালিকায় 118 জনের বদলে এল 122 জনের নাম । মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের 42 দিনের মাথায় প্রকাশিত হল পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল । পর্ষদ সভাপতির কথায়, "যেহেতু এই বছর আমরা খানিকটা অনলাইনে ব্যবস্থা করতে পেরেছিলাম তাই এত দ্রুত ফল ঘোষণা হল ।"এই বছর রিভিউয়ের আবেদন জমা পড়েছিল 1 হাজার 783টি এবং স্ক্রুটিনির জন্য আবেদন ছিল 27 হাজার 931টি । রিভিউয়ের ফলে নম্বর বেড়েছে 612টি খাতার আর স্ক্রুটিনির জন্য নম্বর বেড়েছে 8 হাজার 31টি খাতায় ।

রিভিউ ও স্ক্রুটিনির ফলে মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মাহিদ হাসান মালদা এল দ্বিতীয় স্থানে । রিভিউয়ের ফলে তার এক নম্বর বেড়েছে । অন্যদিকে, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র প্রাণীল জোশ, সে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছিল । তবে তারও এক নম্বর বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তার র‍্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছে পঞ্চম । বাঁকুড়া জেলা হাইস্কুলের ছাত্র প্রীতম দাসের মাধ্যমিকে নাম ছিল 14 নম্বরে । তবে 5 নম্বর বৃদ্ধি পাওয়ায় তার বর্তমানে র‍্যাঙ্ক দাঁড়িয়েছে নবম ।

আবার কোচবিহার জেলার রামভোলা হাইস্কুলের ছাত্র দীপময় বসাক ছিল 11 নম্বর স্থানে । 2 নম্বর বৃদ্ধি পেয়ে নবম স্থান পেল সে । নম্বর বাড়ায় দশম স্থান পেল নিশ্চিন্দ জেকে গার্লস হাইস্কুলের ছাত্রী অনুদীপা দাস । আগে সে ছিল দ্বাদশ স্থানে । তবে রিভিউয়ের ফলে 2 নম্বর বৃদ্ধি পেয়েছে । এর ঠিক পরেই কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস অঙ্কন নন্দী ছিল ওই দ্বাদশ স্থানে । তবে তারও 2 নম্বর বৃদ্ধি পেয়ে বর্তমানে দশম স্থান হয়েছে । তবে রিভিউ বা স্ক্রুটিনির ফলে পাশের হারের কোনও বড় পরিবর্তন হয়নি বলেই জানান সভাপতি ।

প্রসঙ্গত, এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে, যা শেষ হয় 4 মার্চ । ফলপ্রকাশ করা হয়েছিল 19 মে । তারপর থেকেই রিভিউ ও স্ক্রুটিনির জন্য অনলাইনে আবেদন করার সুযোগ ছিল । আবেদন করার শেষ দিন ছিল জুন মাসের 3 তারিখ পর্যন্ত । তার কিছুদিনের মধ্যেই ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ।

আরও পড়ুন: মাধ্যমিকে পাশের হারে তৃতীয়, তবে 118 জনের মেধাতালিকায় নেই কলকাতা

রিভিউয়ের ফলপ্রকাশ করলেন পর্ষদ সভাপতি

কলকাতা, 30 জুন: মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় বদল । রিভিউ ও স্ক্রুটিনির পর সেই নতুন ফলাফল শুক্রবার প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । নতুন এই ফলাফলের ভিত্তিতে মেধাতালিকায় 118 জনের বদলে এল 122 জনের নাম । মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের 42 দিনের মাথায় প্রকাশিত হল পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল । পর্ষদ সভাপতির কথায়, "যেহেতু এই বছর আমরা খানিকটা অনলাইনে ব্যবস্থা করতে পেরেছিলাম তাই এত দ্রুত ফল ঘোষণা হল ।"এই বছর রিভিউয়ের আবেদন জমা পড়েছিল 1 হাজার 783টি এবং স্ক্রুটিনির জন্য আবেদন ছিল 27 হাজার 931টি । রিভিউয়ের ফলে নম্বর বেড়েছে 612টি খাতার আর স্ক্রুটিনির জন্য নম্বর বেড়েছে 8 হাজার 31টি খাতায় ।

রিভিউ ও স্ক্রুটিনির ফলে মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মাহিদ হাসান মালদা এল দ্বিতীয় স্থানে । রিভিউয়ের ফলে তার এক নম্বর বেড়েছে । অন্যদিকে, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র প্রাণীল জোশ, সে মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছিল । তবে তারও এক নম্বর বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তার র‍্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছে পঞ্চম । বাঁকুড়া জেলা হাইস্কুলের ছাত্র প্রীতম দাসের মাধ্যমিকে নাম ছিল 14 নম্বরে । তবে 5 নম্বর বৃদ্ধি পাওয়ায় তার বর্তমানে র‍্যাঙ্ক দাঁড়িয়েছে নবম ।

আবার কোচবিহার জেলার রামভোলা হাইস্কুলের ছাত্র দীপময় বসাক ছিল 11 নম্বর স্থানে । 2 নম্বর বৃদ্ধি পেয়ে নবম স্থান পেল সে । নম্বর বাড়ায় দশম স্থান পেল নিশ্চিন্দ জেকে গার্লস হাইস্কুলের ছাত্রী অনুদীপা দাস । আগে সে ছিল দ্বাদশ স্থানে । তবে রিভিউয়ের ফলে 2 নম্বর বৃদ্ধি পেয়েছে । এর ঠিক পরেই কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস অঙ্কন নন্দী ছিল ওই দ্বাদশ স্থানে । তবে তারও 2 নম্বর বৃদ্ধি পেয়ে বর্তমানে দশম স্থান হয়েছে । তবে রিভিউ বা স্ক্রুটিনির ফলে পাশের হারের কোনও বড় পরিবর্তন হয়নি বলেই জানান সভাপতি ।

প্রসঙ্গত, এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে, যা শেষ হয় 4 মার্চ । ফলপ্রকাশ করা হয়েছিল 19 মে । তারপর থেকেই রিভিউ ও স্ক্রুটিনির জন্য অনলাইনে আবেদন করার সুযোগ ছিল । আবেদন করার শেষ দিন ছিল জুন মাসের 3 তারিখ পর্যন্ত । তার কিছুদিনের মধ্যেই ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ।

আরও পড়ুন: মাধ্যমিকে পাশের হারে তৃতীয়, তবে 118 জনের মেধাতালিকায় নেই কলকাতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.