কলকাতা, 27 অক্টোবর: ভাইফোঁটার (Bhai Phonta 2022) মঞ্চকে ব্যবহার করে বিরোধীদের বার্তা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) ৷ মুরলীধর সেন লেনে বসে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha) ৷ বলেছিলেন, "এই মুহূর্তে বাংলার বোনেদের সবচেয়ে বেশি ভাইফোঁটা দরকার ! কারণ পশ্চিমবঙ্গ নারী নির্যাতনে পয়লা নম্বর ! তাই ভাইফোঁটায় বাড়ির বোনেদের সুরক্ষা দিতে হবে ৷"
বৃহস্পতিবার রাহুলের সেই মন্তব্যেরই কার্যত জবাব দিলেন চন্দ্রিমা ৷ বললেন, "বিরোধী দলে যে ভাইরা আছেন, যাঁরা তৃণমূল কংগ্রেসের নামে কুৎসা করছেন, তাঁদেরও শ্রীবৃদ্ধি কামনা করি ৷" যদিও এই প্রসঙ্গে চন্দ্রিমার কথায়, "ভাইফোঁটার দিনে পালটা জবাব নয় ৷ দিদি বা বোন হিসাবে বিরোধী দলে থাকা ভাইদেরও দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি ৷ আর আমাদের নামে কুৎসা করলেও তাঁদের শ্রীবৃদ্ধি হোক, এই আশা করছি ৷"
একইসঙ্গে এদিন চন্দ্রিমা বলেন, "দিদির শাসনে বাংলা কতটা সুরক্ষিত, তার প্রমাণ মিলেছে কেন্দ্রীয় রিপোর্টে ৷ যাঁরা এসব বলছেন, তাঁরা যেন বিজেপিশাসিত রাজ্যে গিয়ে একটু দেখে আসেন ৷ সম্প্রতি কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশিত হয়েছে, দেশের সবথেকে সুরক্ষিত শহর কলকাতা ৷ আর সবথেকে অসুরক্ষিত শহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকা দিল্লি ৷ কাজেই বিজেপি নেতাদের এই ধরনের বক্তব্য শুধুই বিরোধিতা করার জন্য বিরোধিতা ছাড়া আর কিছু নয় ৷"
আরও পড়ুন: যৌনকর্মীদের থেকে ভাইফোঁটা নিয়ে আপ্লুত ভাস্বর
অন্যদিকে, রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) বলেন, "যিনি বা যাঁরা এই ধরনের কথা বলছেন, তাঁদের পালটা জবাব দিতে চাই না ৷ কারণ জবাব দিলে তাঁদের বক্তব্যকেই স্বীকৃতি দেওয়া হবে ৷ শুধু এটুকুই বলতে চাই যে অভিযোগ করার আগে ডাবল ইঞ্জিন সরকারগুলির দিকে তাকান বিজেপি নেতারা ৷ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে, সবথেকে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটছে বিজেপিশাসিত রাজ্যগুলিতেই ৷"