ETV Bharat / state

Chandrayaan-3 Logo in Metro Ticket: কলকাতা মেট্রোর টোকেনে চন্দ্রযান-3 লোগো, কেনা যাবে স্মারক হিসেবেও - কলকাতা মেট্রোর টোকেন

Chandrayaan-3 Logo in Metro Ticket: চাঁদের মাটিতে পা রাখার সাফল্যকে উদযাপন করছে কলকাতা মেট্রো ৷ স্মারক হিসেবে মেট্রোর টোকেনে থাকবে চন্দ্রযান-3 এর লোগো ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 8:40 PM IST

কলকাতা, 11 অক্টোবর: এবার কলকাতা মেট্রোর টোকেনে থাকবে ভারতীয় চন্দ্রযান-3 এর লোগো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের ঐতিহাসিক সাফল্যকে স্মৃতিতে ধরে রাখতেই এই উদ্যোগ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের ৷ গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান বিক্রম অবতরণ করে ৷ যে কৃতিত্ব বিশ্বের প্রথম দেশ হিসেবে অর্জন করেছে ভারত ৷ সেই চন্দ্রযান-3 এর লোগো আজ থেকে কলকাতা মেট্রোর টোকেনে থাকবে ৷

নবকলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর টোকেন ৷ এই নতুন টোকেনগুলি যাত্রীদের মনে করিয়ে দেবে সেই ইতিহাস গড়ার মুহূর্তের ঘটনা ৷ মেট্রো যাত্রীরা স্মারক হিসেবে এই টোকেনগুলি কাউন্টার থেকে কিনতে পারবেন আলাদাভাবে ৷ কলকাতা মেট্রো নেটওয়ার্কের সবক’টি রুট অর্থাৎ ব্লু লাইন, গ্রিন লাইন ও পার্পেল লাইনের সমস্ত টিকিট কাউন্টার থেকেই বিক্রি করা হবে এই নতুন টোকেনগুলি ৷

পুজোর সময় থেকেই টিকিট কাউন্টার থেকে যাত্রীরা হাতে পাবেন চন্দ্রযান-3 এর লোগো বসানো এই বিশেষ টোকেন ৷ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিশেষ এই টোকেনগুলি পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হবে ৷ কোনও যাত্রী এই টোকেন কিনতে এসে খালি হাতে ফিরে না যান, তার জন্যই এই ব্যবস্থা ৷

প্রসঙ্গত, এর আগেও দেশের স্বাধীনতার 75তম বর্ষে পদার্পণ করার উপলক্ষ্যে লোগো দিয়ে টোকেন বিক্রি করা হয়েছিল ৷ 75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের মধ্যে স্মরণীয় করে রাখতে মেট্রোর স্মার্ট কার্ডেও বসানো হয়েছিল 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর লোগো ৷

আরও পড়ুন: কলকাতায় এবার পেপার টিকিটেও মেট্রো সফর! কোথায় ও কবে থেকে চালু ?

অন্যদিকে, আজ থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে চালু করা হল পেপার টিকিট ৷ যাতে রয়েছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড ৷ টোকেনের পাশাপাশি এবার পেপার টিকিট চালু করা হয়েছে মেট্রোতে ৷ আজ থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে কিউআর কোড বসানো পেপার টিকিট ৷ আপাত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই পরিষেবা ৷

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমেসের উদ্যোগে তৈরি করা হয়েছে এই পেপার টিকিট ৷ সবকটি স্টেশনের এএফসি-পিসি গেটগুলিতে পরিবর্তন আনা হয়েছে ৷ যাতে খুব সহজেই পেপার টিকেটের কিউআর কোড স্ক্যান করা যায় ৷ মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বেলা 12.45 থেকে 15.00 পর্যন্ত 522টি পেপার টিকিট বিক্রি হয়েছে ৷

কলকাতা, 11 অক্টোবর: এবার কলকাতা মেট্রোর টোকেনে থাকবে ভারতীয় চন্দ্রযান-3 এর লোগো ৷ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের ঐতিহাসিক সাফল্যকে স্মৃতিতে ধরে রাখতেই এই উদ্যোগ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের ৷ গত 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান বিক্রম অবতরণ করে ৷ যে কৃতিত্ব বিশ্বের প্রথম দেশ হিসেবে অর্জন করেছে ভারত ৷ সেই চন্দ্রযান-3 এর লোগো আজ থেকে কলকাতা মেট্রোর টোকেনে থাকবে ৷

নবকলেবরে আত্মপ্রকাশ করল কলকাতা মেট্রোর টোকেন ৷ এই নতুন টোকেনগুলি যাত্রীদের মনে করিয়ে দেবে সেই ইতিহাস গড়ার মুহূর্তের ঘটনা ৷ মেট্রো যাত্রীরা স্মারক হিসেবে এই টোকেনগুলি কাউন্টার থেকে কিনতে পারবেন আলাদাভাবে ৷ কলকাতা মেট্রো নেটওয়ার্কের সবক’টি রুট অর্থাৎ ব্লু লাইন, গ্রিন লাইন ও পার্পেল লাইনের সমস্ত টিকিট কাউন্টার থেকেই বিক্রি করা হবে এই নতুন টোকেনগুলি ৷

পুজোর সময় থেকেই টিকিট কাউন্টার থেকে যাত্রীরা হাতে পাবেন চন্দ্রযান-3 এর লোগো বসানো এই বিশেষ টোকেন ৷ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে বিশেষ এই টোকেনগুলি পর্যাপ্ত পরিমাণে মজুত রাখা হবে ৷ কোনও যাত্রী এই টোকেন কিনতে এসে খালি হাতে ফিরে না যান, তার জন্যই এই ব্যবস্থা ৷

প্রসঙ্গত, এর আগেও দেশের স্বাধীনতার 75তম বর্ষে পদার্পণ করার উপলক্ষ্যে লোগো দিয়ে টোকেন বিক্রি করা হয়েছিল ৷ 75তম স্বাধীনতা দিবসকে যাত্রীদের মধ্যে স্মরণীয় করে রাখতে মেট্রোর স্মার্ট কার্ডেও বসানো হয়েছিল 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর লোগো ৷

আরও পড়ুন: কলকাতায় এবার পেপার টিকিটেও মেট্রো সফর! কোথায় ও কবে থেকে চালু ?

অন্যদিকে, আজ থেকে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে চালু করা হল পেপার টিকিট ৷ যাতে রয়েছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড ৷ টোকেনের পাশাপাশি এবার পেপার টিকিট চালু করা হয়েছে মেট্রোতে ৷ আজ থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে কিউআর কোড বসানো পেপার টিকিট ৷ আপাত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এই পরিষেবা ৷

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমেসের উদ্যোগে তৈরি করা হয়েছে এই পেপার টিকিট ৷ সবকটি স্টেশনের এএফসি-পিসি গেটগুলিতে পরিবর্তন আনা হয়েছে ৷ যাতে খুব সহজেই পেপার টিকেটের কিউআর কোড স্ক্যান করা যায় ৷ মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ বেলা 12.45 থেকে 15.00 পর্যন্ত 522টি পেপার টিকিট বিক্রি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.