ETV Bharat / state

BJP বিধায়কের মৃত্যুরহস্যের CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা - সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারছেন না। সত্য উদঘাটনের জন্য CBI তদন্তের দরকার ।কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন হেমতাবাদের মৃত BJP বিধায়কের স্ত্রী চাঁদিমা রায় ৷

হাইকোর্ট
হাইকোর্ট
author img

By

Published : Jul 17, 2020, 5:34 PM IST

Updated : Jul 17, 2020, 6:14 PM IST

কলকাতা 17 জুলাই :হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য ভেদে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তার স্ত্রী চাঁদিমা রায়। আজই অনলাইনে মামলা দায়ের করেছেন তিনি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

মামলাকারীর তরফে আইনজীবী ব্রজেশ ঝা জানান,"দেবেন্দ্রনাথ বাবুর স্ত্রীর মূল অভিযোগ হচ্ছে ময়নাতদন্তের আগে কিভাবে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ টুইট করে? পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারছেন না তিনি। সত্য উদঘাটনের জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।"

গত 13 জুলাই সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি দোকানের বারান্দায় দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবেন্দ্রনাথ 2016 সালে CPI(M)-র হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বছর খানেক আগে তিনি দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন। তার মৃত্যুর পর রায়গঞ্জের পুলিশ সুপার জানান, "তাদের প্রাথমিক অনুমান দেবেন্দ্রনাথ বাবু আত্মহত্যা করেছেন।" দেবেন্দ্রনাথ বাবুর পরনে যে জামা ছিল তার পকেট থেকে সুইসাইড নোট মিলেছে বলেও পুলিশ জানিয়েছিল।

পরিবারের অবশ্য অভিযোগ, দেবেন্দ্রনাথ বাবু আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। এই দাবিতে ইতিমধ্যেই BJP গত মঙ্গলবার উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ ও পালন করেছে। কলকাতা হাইকোর্টের কাজকর্ম আগামী 19 তারিখ পর্যন্ত বন্ধ থাকলেও মামলাটি অত্যন্ত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে আবেদনকারীর তরফে ।

মামলাকারীর বক্তব্য, একজন ব্যক্তি মাঝরাতে উঠে দুই কিলোমিটার দূরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে এটা একেবারেই বিশ্বাস যোগ্য নয়।2019 সালের লোকসভা ভোটে গোটা উত্তরবঙ্গে ভালো ফলাফল করেছিল BJP। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। ফলে কোথাও রাজ্যের শাসক দলের কাছে নিজেদের জমি হারানোর একটা ভয় কাজ করছে । সেই ভয় থেকেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি করছেন চাঁদিমা রায়।

কলকাতা 17 জুলাই :হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য ভেদে CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন তার স্ত্রী চাঁদিমা রায়। আজই অনলাইনে মামলা দায়ের করেছেন তিনি। জরুরি ভিত্তিতে মামলার শুনানি চেয়ে আবেদন জানিয়েছেন তিনি।

মামলাকারীর তরফে আইনজীবী ব্রজেশ ঝা জানান,"দেবেন্দ্রনাথ বাবুর স্ত্রীর মূল অভিযোগ হচ্ছে ময়নাতদন্তের আগে কিভাবে আত্মহত্যা উল্লেখ করে পুলিশ টুইট করে? পুলিশের তদন্তে সত্য বেরিয়ে আসবে না। পুলিশের তদন্তের উপর ভরসা করতে পারছেন না তিনি। সত্য উদঘাটনের জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।"

গত 13 জুলাই সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি দোকানের বারান্দায় দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবেন্দ্রনাথ 2016 সালে CPI(M)-র হয়ে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। বছর খানেক আগে তিনি দিল্লিতে গিয়ে BJP-তে যোগদান করেন। তার মৃত্যুর পর রায়গঞ্জের পুলিশ সুপার জানান, "তাদের প্রাথমিক অনুমান দেবেন্দ্রনাথ বাবু আত্মহত্যা করেছেন।" দেবেন্দ্রনাথ বাবুর পরনে যে জামা ছিল তার পকেট থেকে সুইসাইড নোট মিলেছে বলেও পুলিশ জানিয়েছিল।

পরিবারের অবশ্য অভিযোগ, দেবেন্দ্রনাথ বাবু আত্মহত্যা করেননি, তাঁকে খুন করা হয়েছে। এই দাবিতে ইতিমধ্যেই BJP গত মঙ্গলবার উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ ও পালন করেছে। কলকাতা হাইকোর্টের কাজকর্ম আগামী 19 তারিখ পর্যন্ত বন্ধ থাকলেও মামলাটি অত্যন্ত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে আবেদনকারীর তরফে ।

মামলাকারীর বক্তব্য, একজন ব্যক্তি মাঝরাতে উঠে দুই কিলোমিটার দূরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে এটা একেবারেই বিশ্বাস যোগ্য নয়।2019 সালের লোকসভা ভোটে গোটা উত্তরবঙ্গে ভালো ফলাফল করেছিল BJP। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। ফলে কোথাও রাজ্যের শাসক দলের কাছে নিজেদের জমি হারানোর একটা ভয় কাজ করছে । সেই ভয় থেকেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি করছেন চাঁদিমা রায়।

Last Updated : Jul 17, 2020, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.