ETV Bharat / state

বৃষ্টি মাথায় প্যান্ডেল হপিং! কী বলছে আলিপুর - Rain in Durga Pujo

ঝাড়খণ্ড ও ওড়িশায় জোড়া ঘূর্ণাবর্ত । সঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি । যার জেরে আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 4, 2019, 6:20 PM IST

Updated : Oct 4, 2019, 7:27 PM IST

কলকাতা, 4 অক্টোবর : ঝাড়খণ্ড ও ওড়িশায় জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতা, দুই 24 পরগনা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে পঞ্চমীর পর সপ্তমীতেও কিন্তু ছাতা, বর্ষাতি সঙ্গে নিয়েই পুজোয় ঠাকুর দেখতে হতে পারে ।

গতকালই আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে রাজ্যে । যার জেরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এবার সেই সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ও রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । যদিও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অষ্টমীর পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । অর্থাৎ 7 ও 8 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে পুজোর শেষ দু'দিনও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।

আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা রয়েছে । বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষষ্ঠীতেও । আগামী 24 ঘণ্টা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

কলকাতা, 4 অক্টোবর : ঝাড়খণ্ড ও ওড়িশায় জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামীকালও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতা, দুই 24 পরগনা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে পঞ্চমীর পর সপ্তমীতেও কিন্তু ছাতা, বর্ষাতি সঙ্গে নিয়েই পুজোয় ঠাকুর দেখতে হতে পারে ।

গতকালই আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছিল প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে রাজ্যে । যার জেরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এবার সেই সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত ও রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । যদিও আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, অষ্টমীর পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে । অর্থাৎ 7 ও 8 অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে পুজোর শেষ দু'দিনও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।

আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা রয়েছে । বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষষ্ঠীতেও । আগামী 24 ঘণ্টা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।

Intro:আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দখিন বঙে প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতা সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝাড়খন্ড ও সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর ও সংলগ্ন উড়িষ্যার উপর আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে।


Body:উত্তরবঙ্গের উপরের 5 জেলায় তুলনামূলক বৃষ্টি পরিমাণে বেশি হবে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিংপং বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের বাক্ষি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে।

আগামী 24 ঘন্টার ভারী বৃষ্টির কোন সতর্কতাঃ নেই তবে বজ্রবিদ্যুৎ এর সতর্কতায় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আলিপুরা দপ্তর জানিয়েছে রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ 7 ও 8 তারিখ নবমী ও দশমীর দিন বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ওই সময় বঙ্গোপসাগরে একটি লো প্রেসার তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পুজোর শেষ দুদিন বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।


Conclusion:কলকাতায় মূলত আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রী সেলসিয়াস এর কাছাকাছি থাকবে।গত24 ঘন্টায় কলকাতার দিনের সর্বচ্চো তাপমাত্রা ছিল 30.4(-2) ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6(1) ডিগ্রী সেললিয়াস।
Last Updated : Oct 4, 2019, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.