কলকাতা, 18 জানুয়ারি: আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Asansol Stampede Case) রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হল আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির ৷ আগামী 3 সপ্তাহের জন্য তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা (Chaitali Tiwari Protection Extend for Another 3 Weeks) ৷ ফলে এই 3 সপ্তাহে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ রাজ্য পুলিশ প্রশাসন নিতে পারবে না ৷ মাস খানেক আগে শুভেন্দু অধিকারীর সভায় কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক শিশু-সহ 3 জনের মৃত্যু হয় ৷ সেই ঘটনায় আসানসোল পৌরনিগমের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বিজেপির চৈতালী তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ ৷ তিনি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন তিওয়ারির স্ত্রী । দল বদল করে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যান তিনি । পরে বিজেপির টিকিটেই কাউন্সিলর নির্বাচিত হন চৈতালি ।
আসানসোল উত্তর থানার সেই এফআইআর-এর বিরুদ্ধে গতবছর ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চৈতালি ৷ সেই মামলায় গত 22 ডিসেম্বর কলকাতা হাইকোর্ট তাঁকে 3 সপ্তাহের রক্ষাকবচের নির্দেশ দেয় ৷ সেই মেয়াদ শেষে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন চৈতালি তিওয়ারি ৷ এদিন ফের তাঁর রক্ষাকবচের মেয়াদ 3 সপ্তাহের জন্য বাড়িয়েছেন বিচারপতি ৷
এদিন আদালতে চৈতালি তিওয়ারি আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, "মামলাকারী আসানসোল পৌরসভার কাউন্সিলর ৷ ঘটনার দিন প্রথমে পুলিশ সেখানে উপস্থিত ছিল ৷ কিন্তু, হঠাৎই সেখান থেকে পুলিশ চলে যায় ৷ তারপরই সাধারণ মানুষ হুড়োহুড়ি করে কম্বল নিতে যায় ৷ ফলে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে ৷ এরপর পুলিশ ওয়ার্ড কাউন্সিলর চৈতালি তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ সেই এফআইআর এর বিরুদ্ধে আদালতে মামলাকারী রক্ষাকবচের আবেদন করেছিলেন ৷ বিচারপতি জয় সেনগুপ্ত ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছেন ৷"
আরও পড়ুন: আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বিজেপির চৈতালীকে, নির্দেশ হাইকোর্টের
মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন, "উনি কি তদন্তে সহযোগিতা করছেন ?" জবাবে, তদন্তকারী অফিসার জানান, "হ্যাঁ, সহযোগিতা করছেন ৷ কিন্তু, কোনও কোনও সময় মিথ্যে তথ্য দিচ্ছেন ৷ কখনও বলছেন উনি আয়োজক নন অতিথি ৷ আবার কখনও অন্যরকম কথা বলছেন ৷"
তদন্তকারী আধিকারীকের কথা শুনে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন করেন, "আপনি কীভাবে বুঝলেন উনি বিভ্রান্ত করছেন ? সেটার জন্য তদন্ত দরকার ৷ সত্যিটা খুঁজে বের করুন ৷ তারপর একটা রিপোর্ট দিন ৷" এরপরই বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির রক্ষাকবচ আরও 3 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি ৷