ETV Bharat / state

Jhalda Municipality: ঝালদা পৌরসভায় আবাসন প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য, হাইকোর্টে চেয়ারম্যান-সহ 7 কাউন্সিলর - Calcutta High Court

Jhalda Municipality Case in Calcutta High Court: ঝালদা পৌরসভায় হাউজিং ফর অল প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পৌরসভার চেয়ারম্যান-সহ অন্যান্য সদস্যরা ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 1:48 PM IST

কলকাতা, 30 অগস্ট: ঝালদা পৌরসভায় 'হাউসিং ফর অল' প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য সরকার । এই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পৌরসভার চেয়ারম্যান-সহ সাত জন কাউন্সিলর । বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার আবেদন করায় তার অনুমতি দিয়েছে আদালত ।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, গত বছর নভেম্বরে এই প্রকল্পের জন্য রাজ্য তিন কোটি টাকা দিলেও ডিসেম্বরে প্রায় 2.50 কোটি টাকা প্রত্যাহার করে নেয় । যে কারণে থমকে আছে প্রকল্পের কাজ । বিরোধী দলের নেতৃত্বে পৌরসভা চালিত হচ্ছে বলেই রাজ্য সরকার এই বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছে । এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়েছে । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, এই ঝালদা পৌরসভায় পৌরবোর্ড গঠনকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধী দলের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়েছিল । 12 সদস্য বিশিষ্ট ঝালদা পৌরসভায় ভোটের পর দেখা যায়, তৃণমূল জয়লাভ করে 5টি আসনে, বিরোধী কংগ্রেসও দখল করে 5টি আসন । দুটি আসনে জয়লাভ করেন নির্দল প্রার্থীরা ।

গত অক্টোবর মাসে ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা । 12 আসনের পৌরসভার পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং একজন নির্দল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন । তার পরেই শাসক দলকে আরও সমস্যায় ফেলে তৃণমূল ছাড়েন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তিনি নির্দল প্রার্থী হিসেবে জিতে তৃণমূলে যোগ দেন । তিনি দলত্যাগ করতেই বদলে যায় সমীকরণ । 12 আসনের পৌরসভায় বিরোধী কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় 7 ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের

সেই সময় কার্যত স্পষ্ট হয়ে যায়, পৌরসভা হাতছাড়া হতে চলেছে শাসক দলের । সেই সময় শাসক দল তড়িঘড়ি ঝলদা পৌরসভায় প্রশাসক হিসাবে তাদের বিজয়ী প্রার্থী জবা মাছুয়াকে নিযুক্ত করে দেয় । যদিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে পৌরবোর্ড বিরোধীদের দখলেই আসে । অভিযোগ, রাজ্য সরকার বিরোধীদের হাত বাঁধতেই হাউজিং স্কিমের টাকা বন্ধ করে দিয়েছে ।

কলকাতা, 30 অগস্ট: ঝালদা পৌরসভায় 'হাউসিং ফর অল' প্রকল্পের টাকা বন্ধ করেছে রাজ্য সরকার । এই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পৌরসভার চেয়ারম্যান-সহ সাত জন কাউন্সিলর । বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের করার আবেদন করায় তার অনুমতি দিয়েছে আদালত ।

মামলাকারীদের আইনজীবীর বক্তব্য, গত বছর নভেম্বরে এই প্রকল্পের জন্য রাজ্য তিন কোটি টাকা দিলেও ডিসেম্বরে প্রায় 2.50 কোটি টাকা প্রত্যাহার করে নেয় । যে কারণে থমকে আছে প্রকল্পের কাজ । বিরোধী দলের নেতৃত্বে পৌরসভা চালিত হচ্ছে বলেই রাজ্য সরকার এই বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করা হয়েছে । এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়েছে । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

উল্লেখ্য, এই ঝালদা পৌরসভায় পৌরবোর্ড গঠনকে কেন্দ্র করে শাসক দল ও বিরোধী দলের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়েছিল । 12 সদস্য বিশিষ্ট ঝালদা পৌরসভায় ভোটের পর দেখা যায়, তৃণমূল জয়লাভ করে 5টি আসনে, বিরোধী কংগ্রেসও দখল করে 5টি আসন । দুটি আসনে জয়লাভ করেন নির্দল প্রার্থীরা ।

গত অক্টোবর মাসে ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা । 12 আসনের পৌরসভার পাঁচ কংগ্রেস কাউন্সিলর এবং একজন নির্দল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন । তার পরেই শাসক দলকে আরও সমস্যায় ফেলে তৃণমূল ছাড়েন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় । তিনি নির্দল প্রার্থী হিসেবে জিতে তৃণমূলে যোগ দেন । তিনি দলত্যাগ করতেই বদলে যায় সমীকরণ । 12 আসনের পৌরসভায় বিরোধী কংগ্রেসের কাউন্সিলরের সংখ্যা বেড়ে হয় 7 ।

আরও পড়ুন: ঝালদা পৌরসভার চেয়ারপার্সন থাকবেন শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের

সেই সময় কার্যত স্পষ্ট হয়ে যায়, পৌরসভা হাতছাড়া হতে চলেছে শাসক দলের । সেই সময় শাসক দল তড়িঘড়ি ঝলদা পৌরসভায় প্রশাসক হিসাবে তাদের বিজয়ী প্রার্থী জবা মাছুয়াকে নিযুক্ত করে দেয় । যদিও শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে পৌরবোর্ড বিরোধীদের দখলেই আসে । অভিযোগ, রাজ্য সরকার বিরোধীদের হাত বাঁধতেই হাউজিং স্কিমের টাকা বন্ধ করে দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.