ETV Bharat / state

তিন কিস্তিতে বিল শোধের ব্য়বস্থা করে ক্ষোভ প্রশমনের চেষ্টা CESC-র - kolkata Electricity bill

চলতি মাসে 50 শতাংশ ও আগামী আরও দু'মাসে 25 শতাংশ করে দেওয়া যাবে ।

ছবি সৌজন্যে : ফেসবুক
ছবি সৌজন্যে : ফেসবুক
author img

By

Published : Jul 18, 2020, 11:44 AM IST

কলকাতা, 18 জুলাই : অস্বাভাবিক বিদ্যুতের বিল আসায় নাভিশ্বাস উছেঠে আমজনতার । মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন CESC কর্তৃপক্ষের বিরুদ্ধে । বিলের কোপ থেকে বাদ জাননি খোদ বিদ্যুৎ মন্ত্রী । তিন-চার হাজারের বিল পৌঁছেছে 12 হাজারে । পরিস্থিতির গুরুত্ব বুঝে CESC কর্তাদের তলব করেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । CESC যাতে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে পুরো বিষয়টি অবগত করে তার নির্দেশও দেন তিনি । সে মতো আজ বিজ্ঞপ্তি দিয়ে পুরো বিষয়টি স্পষ্ট করার কথা CESC-র । তারই মধ্যে সোশাল মিডিয়ায় পুরো বিষয়টি পোস্ট করে গ্রাহকদের উদ্দেশে বার্তা দিলেন CESC-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।

লকডাউনে বাড়িতে ছিলেন প্রায় সকলেই । মিটার চেক করতে আসেননি CESC-র আধিকারিকরা । তবুও অনলাইনে বা ফোনের এস এম এসে ঢুকে গেছে মোটা অঙ্কের বিল । অনেকেই ভেবেছিলেন হয়তো গত বছরের বিলের সঙ্গে তুলনা করে প্রতি মাসের গড় করে ঠিক করা হয়েছে বিলের অঙ্ক । কিন্তু দেখা যায়, বিষয়টা আদতেও তা নয় । এক হাজার-দু'হাজারের পরিবর্তে 10 হাজার, 12 হাজার টাকাও বিল এসেছে অনেকের । যা নিয়ে গত মাস থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । ফেসবুকে বিলের ছবি দিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে গ্রাহকরা ।

আরও পড়ুন : বাদ পড়লেন না বিদ্যুৎমন্ত্রীও, CESC-র লাগামহীন বিলের প্রতিবাদে বিক্ষোভ

এই পরিস্থিতিতেই CESC-র টুইটার থেকে গ্রাহকে উদ্দেশে বার্তা দেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । বলেন, "আমরা আপনাদের থেকে বেশি টাকা নিচ্ছি না । লকডাউনে আমরা আপনাদের কাছ থেকে যতটা সম্ভব কম টাকা নিয়েছি । এই মাসে আপনাদের ব্যবহার করা অংশ ও আগের কয়েক মাসে বাকি থাকা টাকা যোগ করে একটি বিল করা হয়েছে । এবার সুবিধার জন্য আমরা কিস্তিতে বিল দেওয়ার সুবিধে দিচ্ছি । চলতি মাসে 50 শতাংশ ও আগামী আরও দু'মাসে 25 শতাংশ করে দেওয়া যাবে । আপনাদের বিলে তা স্পষ্ট করে দেওয়া হবে ।"

কলকাতা, 18 জুলাই : অস্বাভাবিক বিদ্যুতের বিল আসায় নাভিশ্বাস উছেঠে আমজনতার । মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন CESC কর্তৃপক্ষের বিরুদ্ধে । বিলের কোপ থেকে বাদ জাননি খোদ বিদ্যুৎ মন্ত্রী । তিন-চার হাজারের বিল পৌঁছেছে 12 হাজারে । পরিস্থিতির গুরুত্ব বুঝে CESC কর্তাদের তলব করেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । CESC যাতে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে পুরো বিষয়টি অবগত করে তার নির্দেশও দেন তিনি । সে মতো আজ বিজ্ঞপ্তি দিয়ে পুরো বিষয়টি স্পষ্ট করার কথা CESC-র । তারই মধ্যে সোশাল মিডিয়ায় পুরো বিষয়টি পোস্ট করে গ্রাহকদের উদ্দেশে বার্তা দিলেন CESC-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।

লকডাউনে বাড়িতে ছিলেন প্রায় সকলেই । মিটার চেক করতে আসেননি CESC-র আধিকারিকরা । তবুও অনলাইনে বা ফোনের এস এম এসে ঢুকে গেছে মোটা অঙ্কের বিল । অনেকেই ভেবেছিলেন হয়তো গত বছরের বিলের সঙ্গে তুলনা করে প্রতি মাসের গড় করে ঠিক করা হয়েছে বিলের অঙ্ক । কিন্তু দেখা যায়, বিষয়টা আদতেও তা নয় । এক হাজার-দু'হাজারের পরিবর্তে 10 হাজার, 12 হাজার টাকাও বিল এসেছে অনেকের । যা নিয়ে গত মাস থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে । ফেসবুকে বিলের ছবি দিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে গ্রাহকরা ।

আরও পড়ুন : বাদ পড়লেন না বিদ্যুৎমন্ত্রীও, CESC-র লাগামহীন বিলের প্রতিবাদে বিক্ষোভ

এই পরিস্থিতিতেই CESC-র টুইটার থেকে গ্রাহকে উদ্দেশে বার্তা দেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় । বলেন, "আমরা আপনাদের থেকে বেশি টাকা নিচ্ছি না । লকডাউনে আমরা আপনাদের কাছ থেকে যতটা সম্ভব কম টাকা নিয়েছি । এই মাসে আপনাদের ব্যবহার করা অংশ ও আগের কয়েক মাসে বাকি থাকা টাকা যোগ করে একটি বিল করা হয়েছে । এবার সুবিধার জন্য আমরা কিস্তিতে বিল দেওয়ার সুবিধে দিচ্ছি । চলতি মাসে 50 শতাংশ ও আগামী আরও দু'মাসে 25 শতাংশ করে দেওয়া যাবে । আপনাদের বিলে তা স্পষ্ট করে দেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.