ETV Bharat / state

সংঘাত অব্যাহত, কোরোনার তথ্য চেয়ে মুখ্য সচিবকে চিঠি কেন্দ্রীয় দলের

author img

By

Published : Apr 22, 2020, 11:13 PM IST

কোরোনা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলের প্রধান ৷

নবান্ন
নবান্ন

কলকাতা, 22 এপ্রিল : স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিনিধিদের রাজ্যে আসা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত‌ । কোরোনা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলের প্রধান তথা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র । রাজ্য সরকারের কাছ থেকে যাবতীয় তথ্য চাওয়ার পাশাপাশি চিঠিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি ।

রাজ্য সরকার পর্যাপ্ত টেস্ট করছে না । এছাড়াও কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করছে বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা । বিশেষ করে সরব হয়েছিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের প্রধানের রাজ্যকে দেওয়া চিঠিতে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে । রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে প্রকৃত তথ্য । জানতে চাওয়া হয়েছে টেস্টিং কিট ব্যবহার প্রসঙ্গেও । কোরোনা চিকিৎসার জন্য রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে, সেই পরিকাঠামো কেমন রয়েছে তার খুঁটিনাটি বিষয়গুলোও চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন তিনি । এছাড়াও লকডাউনকে মান্যতা দিয়ে হটস্পট জ়োনে নজরদারি চালানোর জন্য কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার তাও জানতে চেয়েছেন প্রতিনিধি দলের প্রধান‌ ।

কেন্দ্রীয় দলের তরফে মুখ্য সচিবকে দেওয়া চিঠি
কেন্দ্রীয় দলের তরফে মুখ্য সচিবকে দেওয়া চিঠি

জানা গেছে, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই চিঠির কোনও জবাব । প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা । রাজ্যের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্রও । রাজ্য সহযোগিতা করছে না বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি । কিন্তু আজ যাদবপুর পরিদর্শন করিয়ে সহযোগিতার বার্তা দেয় রাজ্য সরকার । তবে সন্ধ্যা গড়াতেই ফের অন্য ছবি সামনে এল । কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান চিঠি দিয়ে রাজ্যের কাছে জানতে চাইলেন কোরোনা সম্পর্কে বিস্তারিত তথ্য । এছাড়াও তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তাও চিঠিতে উল্লেখ করেছেন অপূর্ব চন্দ্র ।

কলকাতা, 22 এপ্রিল : স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রতিনিধিদের রাজ্যে আসা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত‌ । কোরোনা নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দলের প্রধান তথা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্র । রাজ্য সরকারের কাছ থেকে যাবতীয় তথ্য চাওয়ার পাশাপাশি চিঠিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি ।

রাজ্য সরকার পর্যাপ্ত টেস্ট করছে না । এছাড়াও কোরোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করছে বলে বারবার অভিযোগ করেছে বিরোধীরা । বিশেষ করে সরব হয়েছিলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের প্রধানের রাজ্যকে দেওয়া চিঠিতে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে । রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে প্রকৃত তথ্য । জানতে চাওয়া হয়েছে টেস্টিং কিট ব্যবহার প্রসঙ্গেও । কোরোনা চিকিৎসার জন্য রাজ্য সরকার যে ব্যবস্থা করেছে, সেই পরিকাঠামো কেমন রয়েছে তার খুঁটিনাটি বিষয়গুলোও চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন তিনি । এছাড়াও লকডাউনকে মান্যতা দিয়ে হটস্পট জ়োনে নজরদারি চালানোর জন্য কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার তাও জানতে চেয়েছেন প্রতিনিধি দলের প্রধান‌ ।

কেন্দ্রীয় দলের তরফে মুখ্য সচিবকে দেওয়া চিঠি
কেন্দ্রীয় দলের তরফে মুখ্য সচিবকে দেওয়া চিঠি

জানা গেছে, রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত দেওয়া হয়নি এই চিঠির কোনও জবাব । প্রসঙ্গত, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষুব্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা । রাজ্যের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্রও । রাজ্য সহযোগিতা করছে না বলে অভিযোগ জানিয়েছিলেন তিনি । কিন্তু আজ যাদবপুর পরিদর্শন করিয়ে সহযোগিতার বার্তা দেয় রাজ্য সরকার । তবে সন্ধ্যা গড়াতেই ফের অন্য ছবি সামনে এল । কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান চিঠি দিয়ে রাজ্যের কাছে জানতে চাইলেন কোরোনা সম্পর্কে বিস্তারিত তথ্য । এছাড়াও তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তাও চিঠিতে উল্লেখ করেছেন অপূর্ব চন্দ্র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.