ETV Bharat / state

এবার রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে লাগবে না প্রয়োজনীয় নথি - কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়

ইতিমধ্যেই এই নিয়ম গেজেট নোটিফিকেশনের আকারে রাজ্য পরিবহন দপ্তরগুলিতে পৌঁছে গিয়েছে।

কলকাতা
কলকাতা
author img

By

Published : Sep 28, 2020, 4:19 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : অক্টোবর থেকে চালু হচ্ছে গাড়ি চালাবার নতুন নিয়ম । এবার থেকে গাড়ি চালাবার সময় গাড়ির সঙ্গে যুক্ত প্রয়োজনীয় নথিগুলি না রাখলেও চলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে একগুচ্ছ নতুন নিয়ম লাগু হতে পারে দেশজুড়ে । ইতিমধ্যেই এই নিয়ম গেজেট নোটিফিকেশনের আকারে রাজ্য পরিবহন দপ্তরগুলিতে পৌঁছে গিয়েছে।


পথে গাড়ি নিয়ে বেরিয়েছেন অথচ সঙ্গে গাড়ি সংক্রান্ত দরকারি কাগজ-পত্র নেই। ঘাবড়াবার দরকার নেই। কারণ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নিয়ম অনুসারে 1 অক্টোবর থেকে পথে গাড়ি বের করলে ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স পেপার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক বা স্মার্ট কার্ড, পলিউশন সার্টিফিকেট, রুট পারমিট, সার্টিফিকেট অফ ফিটনেস (CF) ও রোড ট্যাক্স টোকেনের মতো অত্যন্ত জরুরি কাগজপত্র না রাখলেও চলবে। কেন্দ্রীয় সরকারের পোর্টাল ও সেন্ট্রাল মোটর ভেহিকলসের প্রধান পোর্টালটিতে সমস্ত বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ির খুঁটিনাটি রয়েছে। রাস্তায় সমস্যায় পড়লে সেই পোর্টালটিতে ঢুকে ট্র্যাফিক পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিলে বেরিয়ে আসবে সমস্ত তথ্য। ঠিক একই ভাবে চালকের স্মার্ট ফোনে যাবতীয় প্রয়োজনীয় কাগজগুলি ছবি তুলে রেখে দিতে হবে।

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সভাপতি রাহুল চট্টোপাধ্যায় বলেন, "নিঃসন্দেহে এটি একটি ভালো পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে এই ধরনের অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র বহন করতে হবে না। সবকিছুই সফট কপি আকারে থাকবে। অন্যদিকে একটি বাসকে শহরের অনেকগুলি ট্র্যাফিক গার্ডের উপর দিয়ে যাতায়াত করতে হয়। বিভিন্ন সময় পুলিশ কর্মীরা এই কাগজগুলি আটকে রেখে তার উপর অযথা কেস দিয়ে দেন। আর সেই কাগজ তখন আবার ছাড়িয়ে আনতে নাভিশ্বাস উঠে যায়। তাই 1 অক্টোবর থেকে এই নিয়ম চালু হলে আমাদের মতো বেসরকারি বাস মালিকরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করবে।"

কলকাতা, 28 সেপ্টেম্বর : অক্টোবর থেকে চালু হচ্ছে গাড়ি চালাবার নতুন নিয়ম । এবার থেকে গাড়ি চালাবার সময় গাড়ির সঙ্গে যুক্ত প্রয়োজনীয় নথিগুলি না রাখলেও চলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে একগুচ্ছ নতুন নিয়ম লাগু হতে পারে দেশজুড়ে । ইতিমধ্যেই এই নিয়ম গেজেট নোটিফিকেশনের আকারে রাজ্য পরিবহন দপ্তরগুলিতে পৌঁছে গিয়েছে।


পথে গাড়ি নিয়ে বেরিয়েছেন অথচ সঙ্গে গাড়ি সংক্রান্ত দরকারি কাগজ-পত্র নেই। ঘাবড়াবার দরকার নেই। কারণ কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নতুন নিয়ম অনুসারে 1 অক্টোবর থেকে পথে গাড়ি বের করলে ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স পেপার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বুক বা স্মার্ট কার্ড, পলিউশন সার্টিফিকেট, রুট পারমিট, সার্টিফিকেট অফ ফিটনেস (CF) ও রোড ট্যাক্স টোকেনের মতো অত্যন্ত জরুরি কাগজপত্র না রাখলেও চলবে। কেন্দ্রীয় সরকারের পোর্টাল ও সেন্ট্রাল মোটর ভেহিকলসের প্রধান পোর্টালটিতে সমস্ত বাণিজ্যিক ও ব্যক্তিগত গাড়ির খুঁটিনাটি রয়েছে। রাস্তায় সমস্যায় পড়লে সেই পোর্টালটিতে ঢুকে ট্র্যাফিক পুলিশ আধিকারিকরা নির্দিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিলে বেরিয়ে আসবে সমস্ত তথ্য। ঠিক একই ভাবে চালকের স্মার্ট ফোনে যাবতীয় প্রয়োজনীয় কাগজগুলি ছবি তুলে রেখে দিতে হবে।

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সভাপতি রাহুল চট্টোপাধ্যায় বলেন, "নিঃসন্দেহে এটি একটি ভালো পদক্ষেপ। এই পদক্ষেপের ফলে এই ধরনের অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র বহন করতে হবে না। সবকিছুই সফট কপি আকারে থাকবে। অন্যদিকে একটি বাসকে শহরের অনেকগুলি ট্র্যাফিক গার্ডের উপর দিয়ে যাতায়াত করতে হয়। বিভিন্ন সময় পুলিশ কর্মীরা এই কাগজগুলি আটকে রেখে তার উপর অযথা কেস দিয়ে দেন। আর সেই কাগজ তখন আবার ছাড়িয়ে আনতে নাভিশ্বাস উঠে যায়। তাই 1 অক্টোবর থেকে এই নিয়ম চালু হলে আমাদের মতো বেসরকারি বাস মালিকরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.