ETV Bharat / state

Central Fund: কেন্দ্রীয় বরাদ্দ সরাসরি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে রাজ্যকে দেওয়া কি সিঁদুরে মেঘের ইঙ্গিত ? - কেন্দ্রীয় বরাদ্দ

Chandrima Bhattacharya on Central fund: কেন্দ্রীয় বরাদ্দ সরাসরি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে রাজ্যকে দেওয়া হলে তাতে রাজ্য সরকারের সমস্যা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এ ব্যাপারে ইটিভি ভারতকে কী বললেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ? দেখে নিন ৷

Central Fund
কেন্দ্রীয় বরাদ্দ রিজার্ভ ব্যাংকের মাধ্যমে রাজ্যকে প্রদান
author img

By

Published : Aug 14, 2023, 7:16 PM IST

কলকাতা, 14 অগস্ট: এ বার থেকে কেন্দ্রীয় বরাদ্দ হয়তো আর সরাসরি রাজ্যের হাতে নয় । বরং এ বার থেকে তা থাকবে রিজার্ভ ব্যাংকে । এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই টাকা রাজ্যকে হস্তান্তর করত, রাজ্য তা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে জমা রেখে প্রকল্পের কাজ করত । মূলত প্রকল্পের নামে তৈরি হত অ্যাকাউন্ট । এ ক্ষেত্রে যতদিন পর্যন্ত এই টাকা ব্যবহৃত হত না, ততদিন ওই ব্যাংক থেকে তার সুদ পেত রাজ্য । যেহেতু এই পদ্ধতিতে বদল আসছে, তাই আপাতত রাজ্যের হাতে এই সুযোগ আর থাকছে না ।

নতুন নিয়মে সমস্ত বরাদ্দ জমা করা হবে রিজার্ভ ব্যাংকে । সেখান থেকেই রাজ্যকে প্রয়োজন মতো তুলে প্রকল্পের খাতে খরচ করতে হবে । তবে অতীতের ন্যায় এই টাকা বছরের পর বছর খরচ না করে ফেলে রাখা যাবে না । পর্যায়ক্রমে সঠিক সময়ে টাকা খরচ করতে হবে, তার হিসাবও দিতে হবে এবং রিজার্ভ ব্যাংকের থেকে সেই মতো টাকা নিতে হবে ।

যতদূর জানা যাচ্ছে, সমস্ত বিষয়টি এই মুহূর্তে পরিকল্পনা স্তরে রয়েছে ৷ এখনও এই বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি । সোমবার এই নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ।

তিনি বলেন, "তোমাদের মতো করে আমরাও বিষয়টি শুনছি সংবাদমাধ্যম মারফত । এখনও এই নিয়ে কোনও চিঠি নবান্নে আসেনি । ফলে এ নিয়ে কোনও তথ্য আমার কাছে নেই । আগে বিষয়টি দেখি । চিঠি হাতে পাই, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারব ।"

তবে বাস্তবিকই যদি এমনটা ঘটে, তাহলে বেশ সমস্যায় পড়তে পারে রাজ্য । কারণ এতদিন পর্যন্ত কেন্দ্রের দেওয়া অর্থ বিভিন্ন ব্যাংকে রাখার কারণে যে সুদ পাওয়া যেত, তা নিজেদের কাজেই ব্যবহার করা যেত বলে নবান্ন সূত্রে খবর । তবে নতুন ব্যবস্থায় সেই সুযোগ না থাকায় সমস্যা বাড়বে । এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজ্যকে বঞ্চনার অভিযোগ রয়েছে । এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় বরাদ্দ রিজার্ভ ব্যাংকে আটকে থাকার অভিযোগ ভবিষ্যতে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না, কন্যাশ্রীর মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বরাদ্দে দেওয়া অর্থ অন্য প্রকল্পে ব্যবহারের অভিযোগ উঠেছে বারবার । মনে করা হচ্ছে, এই অবস্থায় নীতিগতভাবে পরিবর্তনে রাজ্যের এই অর্থ ব্যবহার আটকাতে চাইছে কেন্দ্র । এখন দেখার এই নিয়ম বাস্তবিকই কার্যকরী হয় কি না । আর বাস্তবিক এটা কার্যকারী হলে কী পদক্ষেপ করে নবান্ন ।

কলকাতা, 14 অগস্ট: এ বার থেকে কেন্দ্রীয় বরাদ্দ হয়তো আর সরাসরি রাজ্যের হাতে নয় । বরং এ বার থেকে তা থাকবে রিজার্ভ ব্যাংকে । এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই টাকা রাজ্যকে হস্তান্তর করত, রাজ্য তা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে জমা রেখে প্রকল্পের কাজ করত । মূলত প্রকল্পের নামে তৈরি হত অ্যাকাউন্ট । এ ক্ষেত্রে যতদিন পর্যন্ত এই টাকা ব্যবহৃত হত না, ততদিন ওই ব্যাংক থেকে তার সুদ পেত রাজ্য । যেহেতু এই পদ্ধতিতে বদল আসছে, তাই আপাতত রাজ্যের হাতে এই সুযোগ আর থাকছে না ।

নতুন নিয়মে সমস্ত বরাদ্দ জমা করা হবে রিজার্ভ ব্যাংকে । সেখান থেকেই রাজ্যকে প্রয়োজন মতো তুলে প্রকল্পের খাতে খরচ করতে হবে । তবে অতীতের ন্যায় এই টাকা বছরের পর বছর খরচ না করে ফেলে রাখা যাবে না । পর্যায়ক্রমে সঠিক সময়ে টাকা খরচ করতে হবে, তার হিসাবও দিতে হবে এবং রিজার্ভ ব্যাংকের থেকে সেই মতো টাকা নিতে হবে ।

যতদূর জানা যাচ্ছে, সমস্ত বিষয়টি এই মুহূর্তে পরিকল্পনা স্তরে রয়েছে ৷ এখনও এই বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি । সোমবার এই নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ।

তিনি বলেন, "তোমাদের মতো করে আমরাও বিষয়টি শুনছি সংবাদমাধ্যম মারফত । এখনও এই নিয়ে কোনও চিঠি নবান্নে আসেনি । ফলে এ নিয়ে কোনও তথ্য আমার কাছে নেই । আগে বিষয়টি দেখি । চিঠি হাতে পাই, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারব ।"

তবে বাস্তবিকই যদি এমনটা ঘটে, তাহলে বেশ সমস্যায় পড়তে পারে রাজ্য । কারণ এতদিন পর্যন্ত কেন্দ্রের দেওয়া অর্থ বিভিন্ন ব্যাংকে রাখার কারণে যে সুদ পাওয়া যেত, তা নিজেদের কাজেই ব্যবহার করা যেত বলে নবান্ন সূত্রে খবর । তবে নতুন ব্যবস্থায় সেই সুযোগ না থাকায় সমস্যা বাড়বে । এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজ্যকে বঞ্চনার অভিযোগ রয়েছে । এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় বরাদ্দ রিজার্ভ ব্যাংকে আটকে থাকার অভিযোগ ভবিষ্যতে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

আরও পড়ুন: ধমকে চমকে বাংলাকে আটকানো যাবে না, কন্যাশ্রীর মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বরাদ্দে দেওয়া অর্থ অন্য প্রকল্পে ব্যবহারের অভিযোগ উঠেছে বারবার । মনে করা হচ্ছে, এই অবস্থায় নীতিগতভাবে পরিবর্তনে রাজ্যের এই অর্থ ব্যবহার আটকাতে চাইছে কেন্দ্র । এখন দেখার এই নিয়ম বাস্তবিকই কার্যকরী হয় কি না । আর বাস্তবিক এটা কার্যকারী হলে কী পদক্ষেপ করে নবান্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.