কলকাতা, 29 মার্চ: আজ থেকেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারির কাজ। চলছে এরিয়া ডোমিনেশন ও রুট মার্চও । রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী (Central Forces Area Domination and Route March)। তবে এখনও আসা বাকি আছে মোট 133 কোম্পানি জওয়ানদের।
আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনের নিরাপত্তায় সোমবারই রাজ্যে এসে পৌঁছছে কেন্দ্রীয় বাহিনী। ধাপে ধাপে রাজ্যে আসবে বাহিনী, এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে।
জানা গিয়েছে, দুই কেন্দ্রের উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মোট 133 কোম্পানির মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য ব্যবহার করা হবে 17 কোম্পানি। বাকি 116 কোম্পানি পৌঁছবে আসানসোল লোকসভা কেন্দ্রে। পাশাপাশি আজ থেকেই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে জওয়ানদের টহলদারির কাজ।
বালিগঞ্জের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরেই এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করা হবে। এমনিতে শান্তিপূর্ণ এলাকা হলেও সাধারণ মানুষের আত্মবিশ্বাস আরও দৃঢ় করতে ও ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতেই জওয়ানরা সবার সঙ্গে কথা বলছেন। বগটুই কাণ্ডের পর বর্তমানে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। তাই এই পরিস্থিতিতে মানুষের মনে ভয় কাটানোর প্রয়োজন বলে মনে করছেন কমিশন কর্তারা।