ETV Bharat / state

Panchayat Elections 2023: কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন, জানলেনই না নোডাল অফিসার; কমিশনকে কড়া চিঠি - রাজ্যে বাহিনী মোতায়েনের বিষয়টি দেখাই

রাজ্যের ৬১ হাজার বুথে ছিল ব্য়ালটের লড়াই। কিন্তু ভোট কেমন হবে তার আগেম আভাস মিলেছিল মনোনয়নের দিন থেকেই । কিন্তু যেখানে বড় ধরনের হিংসার ঘটনা ঘটেছে সেখানে দেখা গিয়েছে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। যা নিয়ে ক্ষোভ উগড়ে কমিশনকে চিঠি দিল বিএসএফ ।

Etv Bharat
কমিশনকে কড়া চিঠি কেন্দ্রীয় বাহিনীর
author img

By

Published : Jul 8, 2023, 7:54 PM IST

কলকাতা, 8 জুলাই: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চরম অব্যবস্থায় ক্ষুব্ধ নোডাল অফিসার। ভোটের শেষেও রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে চিঠি চালাচালি অব্যাহত । এবার সরাসরি কমিশনকে নিশানা করে চিঠি দিল সীমান্তরক্ষী বাহিনী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের অভিযোগ, অব্যবস্থা এতটাই চরমে ছিল শনিবার ভোটের দিন যে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগও করা সম্ভব হয়নি । সেইসঙ্গে, স্পর্শকাতর এবং অতিস্পর্শকাতর বুথ সম্পর্কে ভোটের দিন পর্যন্ত বারংবার বলা সত্ত্বেও বাহিনীকে কোনও তথ্য দেওয়া হয়নি । অভিযোগ, খোদ বাহিনীর নোডাল অফিসারের এই চিঠিতে ফের বেআব্রু হয়ে গেল পঞ্চায়েত ভোটে কমিশনের অব্যবস্থা ছিল চরমে ।

এদিন রাজ্যের 61 হাজার বুথে ছিল ব্য়ালটের লড়াই। কিন্তু ভোট কেমন হবে তার আগেম আভাস মিলেছিল মনোনয়নের দিন থেকেই । মনোনয়ন জমা দিতে গিয়েই সাতদিনে খুন হয়েছিলেন প্রায় 10 জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। আর ভোটের দিন কয়েক ঘণ্টায় প্রাণ গেল 15 জনের (সন্ধে 7টা পর্যন্ত)। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হয়েছে । কিন্তু প্রশ্ন উঠছে এই হিংসা আটকাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো রাজ্যে শেষ পর্যন্ত এসে পৌঁছেছিল 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । কিন্তু ভোট শেষে সেই বাহিনীর নোডাল অফিসারের সঙ্গেই বাগযুদ্ধে জড়াল কমিশন। স্পষ্টতই কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চিঠিও দিল কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এস বুধাকোটি ।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে অন্য কোনও অফিসার নয়, বরং আইজি পদমর্যাদার একজন বিএসএফ অফিসারকে নিযুক্ত করেছিল কমিশন। মূলত কেন্দ্রের সঙ্গে কমিশনেরক মধ্য়ে সংযোগ রক্ষা এবং রাজ্যে বাহিনী মোতায়েনের বিষয়টি দেখাই ছিল তাঁর কাজ । কিন্তু শেষ পর্যন্ত সেই বুধাকোটিই গুরুতর অভিযোগ করলেন কমিশনের বিরুদ্ধে । বিএসএফ সূত্রে খবর, চিঠি পাঠিয়ে কমিশনকে বিএসএফ জানিয়েছে যে সংবেদনশীল বুথ সম্পর্কে কমিশনকে বার বার বলা সত্ত্বেও কোনও তথ্য তাদের তরফ থেকে দেওয়া হয়নি।

আরও পড়ুন: কোথায় কেন্দ্রীয় বাহিনী ? গাড়ির কিছু সমস্যা হয়েছিল, সাফাই রাজীবার

এর সঙ্গেই বিএসএফ কড়া ভাষায় কমিশনকে জানিয়েছে, ভোটে বড় ধরনের হিংসার ঘটনা ঘটেছে অথচ দেখা গিয়েছে সেখানে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। যে কারণে বাহিনী আনা হয়েছে, সেই স্পর্শকাতর এলাকার সঠিক তালিকা দেওয়া হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহজ হতো । অথচ কমিশন তা করেনি । পাশাপাশি বুধোকোটির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সমস্যায় পড়লে তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি । কোনও গাড়িও দেয়নি কমিশন এমনটাও চিঠিতে দাবি করেছে বিএসএফ।

কলকাতা, 8 জুলাই: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চরম অব্যবস্থায় ক্ষুব্ধ নোডাল অফিসার। ভোটের শেষেও রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে চিঠি চালাচালি অব্যাহত । এবার সরাসরি কমিশনকে নিশানা করে চিঠি দিল সীমান্তরক্ষী বাহিনী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের অভিযোগ, অব্যবস্থা এতটাই চরমে ছিল শনিবার ভোটের দিন যে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগও করা সম্ভব হয়নি । সেইসঙ্গে, স্পর্শকাতর এবং অতিস্পর্শকাতর বুথ সম্পর্কে ভোটের দিন পর্যন্ত বারংবার বলা সত্ত্বেও বাহিনীকে কোনও তথ্য দেওয়া হয়নি । অভিযোগ, খোদ বাহিনীর নোডাল অফিসারের এই চিঠিতে ফের বেআব্রু হয়ে গেল পঞ্চায়েত ভোটে কমিশনের অব্যবস্থা ছিল চরমে ।

এদিন রাজ্যের 61 হাজার বুথে ছিল ব্য়ালটের লড়াই। কিন্তু ভোট কেমন হবে তার আগেম আভাস মিলেছিল মনোনয়নের দিন থেকেই । মনোনয়ন জমা দিতে গিয়েই সাতদিনে খুন হয়েছিলেন প্রায় 10 জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। আর ভোটের দিন কয়েক ঘণ্টায় প্রাণ গেল 15 জনের (সন্ধে 7টা পর্যন্ত)। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হয়েছে । কিন্তু প্রশ্ন উঠছে এই হিংসা আটকাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো রাজ্যে শেষ পর্যন্ত এসে পৌঁছেছিল 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । কিন্তু ভোট শেষে সেই বাহিনীর নোডাল অফিসারের সঙ্গেই বাগযুদ্ধে জড়াল কমিশন। স্পষ্টতই কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চিঠিও দিল কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এস বুধাকোটি ।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে অন্য কোনও অফিসার নয়, বরং আইজি পদমর্যাদার একজন বিএসএফ অফিসারকে নিযুক্ত করেছিল কমিশন। মূলত কেন্দ্রের সঙ্গে কমিশনেরক মধ্য়ে সংযোগ রক্ষা এবং রাজ্যে বাহিনী মোতায়েনের বিষয়টি দেখাই ছিল তাঁর কাজ । কিন্তু শেষ পর্যন্ত সেই বুধাকোটিই গুরুতর অভিযোগ করলেন কমিশনের বিরুদ্ধে । বিএসএফ সূত্রে খবর, চিঠি পাঠিয়ে কমিশনকে বিএসএফ জানিয়েছে যে সংবেদনশীল বুথ সম্পর্কে কমিশনকে বার বার বলা সত্ত্বেও কোনও তথ্য তাদের তরফ থেকে দেওয়া হয়নি।

আরও পড়ুন: কোথায় কেন্দ্রীয় বাহিনী ? গাড়ির কিছু সমস্যা হয়েছিল, সাফাই রাজীবার

এর সঙ্গেই বিএসএফ কড়া ভাষায় কমিশনকে জানিয়েছে, ভোটে বড় ধরনের হিংসার ঘটনা ঘটেছে অথচ দেখা গিয়েছে সেখানে রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। যে কারণে বাহিনী আনা হয়েছে, সেই স্পর্শকাতর এলাকার সঠিক তালিকা দেওয়া হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহজ হতো । অথচ কমিশন তা করেনি । পাশাপাশি বুধোকোটির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সমস্যায় পড়লে তাদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি । কোনও গাড়িও দেয়নি কমিশন এমনটাও চিঠিতে দাবি করেছে বিএসএফ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.