ETV Bharat / state

ভোট পরবর্তী সংঘর্ষের মাঝেই রাজ্য ছাড়ছে কেন্দ্রীয় বাহিনী - vote

ভোটের পর রাজ্যে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । শুধু স্ট্রং রুমের পাহারায় থাকবে 82 কম্পানি CRPF ।

ফাইল ফোটো
author img

By

Published : May 19, 2019, 10:51 PM IST

কলকাতা, 19 মে : ভোট পরবর্তী হিংসার আশঙ্কা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। ইনটেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টেও সেই ইঙ্গিত রয়েছে । কিন্তু ভোটের পর রাজ্যে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । আজ একথা জানিয়েছেন ADG আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা । শুধু স্ট্রং রুম পাহারায় থাকবে 82 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । খুব শীঘ্রই রাজ্যে থেকে চলে যাবে বাড়তি বাহিনী।

press conference
সাংবাদিক বৈঠকে সিদ্ধিনাথ গুপ্তা ও আরিজ় আফতাব

ভোট মিটতেই একাধিক জায়গায় শুরু হয়ে গেছে সংঘর্ষ । উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। ঢাকুরিয়ায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তিন BJP এজেন্টের ৷ কলকাতার শ্যামপুকুরেও হয়েছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে ভরসা করা হচ্ছে রাজ্য পুলিশের উপরই।

সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "পোল ঠিক হয়েছে । আহত হয়েছেন মোট 6 জন । পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে প্ল্যান করা হচ্ছে । এরপর আর সেন্ট্রাল ফোর্স থাকবে না । শুধু 82 কম্পানি CRPF থাকবে স্ট্রং রুমের পাহারার জন্য ।"

কলকাতা, 19 মে : ভোট পরবর্তী হিংসার আশঙ্কা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। ইনটেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্টেও সেই ইঙ্গিত রয়েছে । কিন্তু ভোটের পর রাজ্যে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । আজ একথা জানিয়েছেন ADG আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা । শুধু স্ট্রং রুম পাহারায় থাকবে 82 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । খুব শীঘ্রই রাজ্যে থেকে চলে যাবে বাড়তি বাহিনী।

press conference
সাংবাদিক বৈঠকে সিদ্ধিনাথ গুপ্তা ও আরিজ় আফতাব

ভোট মিটতেই একাধিক জায়গায় শুরু হয়ে গেছে সংঘর্ষ । উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। ঢাকুরিয়ায় মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তিন BJP এজেন্টের ৷ কলকাতার শ্যামপুকুরেও হয়েছে সংঘর্ষ। এই পরিস্থিতিতে ভরসা করা হচ্ছে রাজ্য পুলিশের উপরই।

সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "পোল ঠিক হয়েছে । আহত হয়েছেন মোট 6 জন । পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে প্ল্যান করা হচ্ছে । এরপর আর সেন্ট্রাল ফোর্স থাকবে না । শুধু 82 কম্পানি CRPF থাকবে স্ট্রং রুমের পাহারার জন্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.