কলকাতা, 29 অক্টোবর: আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী মাসেই সর্বদল বৈঠকের ডাক দিল জাতীয় নির্বাচন কমিশন । 2 নভেম্বর হবে এই বৈঠক ।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর তারপরেই লোকসভা ভোট । রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশন কোমর বেঁধেছে নির্বাচনের প্রস্তুতিতে । আগামী 9 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন । কমিশন সূত্রে খবর যে এই নিয়েই হবে বৈঠক । খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর চলবে সংশোধনের কাজ যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত । এরপর আগামী বছর 5 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Central Election Commission) ৷
খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগে সবক'টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে । কারও কোনও অভিযোগ বা পরামর্শ থাকলে সেগুলির উপর নজর দেওয়া হবে । প্রতিবছরই ভোটার তালিকা সংশোধনের কাজ হয় এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় । একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেই ভোটার তালিকা সংশোধন এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় থেকে । এরপর সেই তালিকা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পাঠানো হয় ।
আরও পড়ুন: পৌরভোট করাতে রাজ্য কমিশনকে বাড়তি ইভিএম দেবে জাতীয় নির্বাচন কমিশন
আগে বছরে একবার ভোটার তালিকায় নাম তলায় প্রক্রিয়া ছিল তবে সেই নিয়ম বদল হয়ে এখন বছরে চারবার নাম তোলা যায় । এই কাজের জন্য আবেদনপত্রেও রদবদল করা হয়েছে ।
প্রসঙ্গত এর আগে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য 20টি জেলার পঞ্চায়েতের নতুন আসন বিন্যাস সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে ।