ETV Bharat / state

কেন্দ্রের স্টাডি টুর বয়কট তৃণমূলের - তৃণমূল কংগ্রেস

কেন্দ্রীয় সরকারের স্টাডি টুর যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের ৷ কিন্তু CAA এবং NRC -র বিরুদ্ধে প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্টাডি টুর বয়কট করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মণীশ গুপ্ত ৷

Center's study tour cancelled by tmc
কেন্দের স্টাডি ট্যুর বয়কট রাজ্য তৃণমূল কংগ্রেসের
author img

By

Published : Jan 19, 2020, 6:54 PM IST

কলকাতা, 19 জানুয়ারি : CAA এবং NRC -র বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর-পূর্ব ভারতের স্টাডি টুর বয়কট করল তৃণমূল ৷

আজ কেন্দ্রীয় সরকারের স্টাডি টুরে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের ৷ সফর ছিল মোট 5 দিনের ৷ সেখানে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মণীশ গুপ্তের ৷ কিন্তু CAA এবং NRC -র বিরুদ্ধে প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্টাডি টুর বয়কট করলেন তাঁরা ৷

প্রসঙ্গত, গত 17 জানুয়ারি NPR নিয়ে দিল্লি বৈঠক বয়কট করে রাজ্য সরকার ৷ যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর ৷ এবার কেন্দ্রীয় স্টাডি টুর বয়কট করলেন তৃণমূলের দুই সাংসদ ৷

কলকাতা, 19 জানুয়ারি : CAA এবং NRC -র বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর-পূর্ব ভারতের স্টাডি টুর বয়কট করল তৃণমূল ৷

আজ কেন্দ্রীয় সরকারের স্টাডি টুরে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের ৷ সফর ছিল মোট 5 দিনের ৷ সেখানে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মণীশ গুপ্তের ৷ কিন্তু CAA এবং NRC -র বিরুদ্ধে প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্টাডি টুর বয়কট করলেন তাঁরা ৷

প্রসঙ্গত, গত 17 জানুয়ারি NPR নিয়ে দিল্লি বৈঠক বয়কট করে রাজ্য সরকার ৷ যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে কেন্দ্র-রাজ্য চাপানউতোর ৷ এবার কেন্দ্রীয় স্টাডি টুর বয়কট করলেন তৃণমূলের দুই সাংসদ ৷

Intro:কলকাতা, ১৯ জানুয়ারি: CAA এবং NRC- র বিরোধিতার কারণে কেন্দ্রকে বয়কট করার রাস্তায় হাঁটল রাজ্যের শাসক দল। এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উত্তর-পূর্ব ভারতের স্টাডি ট্যুর বাতিল করল তৃণমূল কংগ্রেস। স্টাডি ট্যুরে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেস দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং মণীশ গুপ্ত। তৃণমূলের পক্ষ থেকে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্টাডি ট্যুর বাতিল করার কথা জানানো হয়েছে।


Body:আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের স্টাডি ট‍্যুরে উত্তর ভারতে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের। সফর ছিল মোট পাঁচ দিনের। তৃণমূলের বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার সংসদ মণীশ গুপ্তর যাওয়ার কথা ছিল। কিন্তু CAA এবং NRC -র বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের এই স্টাডি ট্যুর বাতিল করলেন তাঁরা। প্রসঙ্গত, শুধুমাত্র শাসক দল নয়, গত ১৭ জানুয়ারি NPR দিয়ে দিল্লির বৈঠক বয়কট করেছে রাজ্য সরকারও । যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রীতিমতো শোরগোল। এবারে কেন্দ্রীয় স্টাডি ট্যুর বাতিল করে একই পথে হাঁটল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। ফলে নাগরিকপঞ্জিকে কেন্দ্র করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত অব্যাহত।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.