ETV Bharat / state

CBSE-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, সফলদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর - টুইট মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর

CBSE-র দ্বাদশ শ্রেণির রেজ়াল্ট বের হল । টুইট করে সফলদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

partha and Mamata
পার্থ ও মমতা
author img

By

Published : Jul 14, 2020, 2:33 AM IST

কলকাতা, 13 জুলাই : 15 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) । সেইমতো আজ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করল CBSE । ফল প্রকাশিত হওয়ার পর দ্বাদশ শ্রেণির সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

আজ CBSE দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পরেই টুইটে করে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "CBSE-র দ্বাদশ শ্রেণির 2020 সালের ব্যাচের সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন । তোমাদের জীবনে আরও সফলতা আসুক কামনা করি । এই পরিস্থিতি সহ্য করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রশংসা করি । তোমাদের স্বপ্ন সত্যি হোক ।"

পার্থ চট্টোপাধ্যায়ের টুইটবার্তা, "CBSE-র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অভিনন্দন তাদের সাফল্যের জন্য । আমি আশা করব, তোমরা আগামীদিনে আরও অনেক সাফল্য অর্জন করবে । আমি শ্রদ্ধা জানাতে চাই সেইসব পরিশ্রমী শিক্ষক এবং অভিভাবকদের, যাঁরা পরীক্ষার্থীদের এই সাফল্যের দিকে পরিচালিত করেছেন ।"

Result out of cbse board Class 12
টুইটে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড় নিয়ে CBSE-র ভুবনেশ্বর রিজিওন । এই রিজিওনে সফলতার হার 91.46 শতাংশ । সফলতার হারে রিজিওনগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে ভুবনেশ্বর । ভুবনেশ্বর রিজিওনের মধ্যে থাকা কলকাতার CBSE স্কুলগুলিও ভালো ফল করেছে । কলকাতার অধিকাংশ স্কুলেই পাশের হার 100 শতাংশ ।

কলকাতার বিড়লা হাইস্কুল বয়েজে সফলতার হার 100 শতাংশ । পরীক্ষায় অংশগ্রহণকারী 203 জন পড়ুয়াই ফার্স্ট ডিভিশন নিয়ে উত্তীর্ণ হয়েছে । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে হিউম্যানিটিসের রায়ান চক্রবর্তী । 98 শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সায়েন্সের কিঞ্জল ভট্টাচার্য । যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে কমার্সের ঋষভ আগরওয়াল ও নমন ভুটোরিয়া । তারা দুজনেই 97.8 শতাংশ নম্বর পেয়েছেন ।

সাউথ পয়েন্ট হাইস্কুলে 544 জন অংশগ্রহণকারী পড়ুয়ারা সফল হয়েছে । তাদের মধ্যে 241 জন পড়ুয়া 90 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছেন । 79.23 শতাংশ পড়ুয়া 80 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছেন । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে হিউম্যানিটিসের দেবারতি পাল । 97.80 শতাংশ নম্বর পেয়ে স্কুলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইশিতা দাস ও সৃজনী মিত্র । 97.60 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে মোট তিনজন পড়ুয়া ।

দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের সফলতার হার 100 শতাংশ । স্কুলের মোট 394 জন পড়ুয়া 90-100 শতাংশ নম্বর পেয়েছে । 80-89 শতাংশ নম্বর পেয়েছেন 342 জন পড়ুয়া । বাকি সকলেই 60-79 শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন । 98.80 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন কমার্সের কিঞ্জল আজমেরা । 98.20 শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীমন্তি দে । তৃতীয় স্থানে রয়েছেন অনুভব ভৌমিক । তিনি 97.80 শতাংশ নম্বর পেয়েছেন ।

অভিনব ভারতী হাইস্কুলে 98.2 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন কমার্সের চিরাগ আগরওয়াল । চিরাগ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং পেন্টিং প্রত্যেকটিতে 100 এবং ইকোনমিকসে 99 নম্বর পেয়েছেন । কমার্সের হর্ষ কুমার মোতানি 96.4 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় স্থানে রয়েছে । 96.2 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সায়েন্সের দুই পড়ুয়া । তারা হলেন, আচার্য আধ্যা ও সায়ক রায় ।

শ্রী শিক্ষায়তন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী 208 জনই সফল হয়েছে । তাঁদের মধ্যে 207 জন পরীক্ষার্থী 75 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছেন । 98 শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছেন হিউম্যানিটিসের সুহানা ওয়াসিম, 97.2 নম্বর পেয়ে সায়েন্সের সুমাইয়া সামিম কাজি, সায়েন্সের দিশা তিবরেওয়াল, কমার্সের আবেরি সাহু যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে । 97 শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে খুশি কাসেরা । 2 জন ছাত্রী বায়োলজিতে, 2 জন ছাত্রী সাইকোলজিতে, 6 জন পেন্টিংয়ে ও 6 জন ছাত্রী ফিজিক্যাল এডুকেশনে 100তে 100 পেয়েছে ।

সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দির থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী 554 জন পরীক্ষার্থীই সফল হয়েছে । তাদের মধ্যে 110 জন পড়ুয়া 90 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছে । এই স্কুলে সায়েন্স স্ট্রিমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মোট 5 জন ছাত্র-ছাত্রী । সায়েন্সের সৃজিতা সাহা 96.4 শতাংশ নম্বর পেয়ে স্কুলে ও সায়েন্স স্ট্রিমে প্রথম স্থান অধিকার করে নিয়েছে । 96 শতাংশ নম্বর পেয়ে স্কুলে ও সায়েন্স স্ট্রিমে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে প্রজ্জ্বল ঘোষ ও সোহম চক্রবর্তী । রচিষ্ণু প্রামাণিক ও এষা ঘোষ 96.8 শতাংশ নম্বর পেয়ে স্কুলে ও সায়েন্স স্ট্রিমে তৃতীয় স্থানে রয়েছে । স্কুলে কমার্স স্ট্রিমে প্রথম হয়েছে ইয়াচনা সাংঘাই । সে 95.2 শতাংশ নম্বর পেয়েছেন । 94.2 শতাংশ নম্বর পেয়ে স্কুলে হিউম্যানিটিসে প্রথম হয়েছে ডোরিয়ান ভট্টাচার্য ।

দিল্লি পাবলিক স্কুল নর্থ কলকাতা প্রথম স্থানাধিকারী অনুরাগ কুমার 95.4 শতাংশ নম্বর পেয়েছেন । 95.2 শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে অনুরূপা দাস । তৃতীয় স্থানে অর্কপ্রভ মান্না । সে 94.6 শতাংশ নম্বর পেয়েছে ।

কলকাতা, 13 জুলাই : 15 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) । সেইমতো আজ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করল CBSE । ফল প্রকাশিত হওয়ার পর দ্বাদশ শ্রেণির সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

আজ CBSE দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পরেই টুইটে করে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "CBSE-র দ্বাদশ শ্রেণির 2020 সালের ব্যাচের সফল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন । তোমাদের জীবনে আরও সফলতা আসুক কামনা করি । এই পরিস্থিতি সহ্য করার জন্য শিক্ষক এবং অভিভাবকদের প্রশংসা করি । তোমাদের স্বপ্ন সত্যি হোক ।"

পার্থ চট্টোপাধ্যায়ের টুইটবার্তা, "CBSE-র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অভিনন্দন তাদের সাফল্যের জন্য । আমি আশা করব, তোমরা আগামীদিনে আরও অনেক সাফল্য অর্জন করবে । আমি শ্রদ্ধা জানাতে চাই সেইসব পরিশ্রমী শিক্ষক এবং অভিভাবকদের, যাঁরা পরীক্ষার্থীদের এই সাফল্যের দিকে পরিচালিত করেছেন ।"

Result out of cbse board Class 12
টুইটে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড় নিয়ে CBSE-র ভুবনেশ্বর রিজিওন । এই রিজিওনে সফলতার হার 91.46 শতাংশ । সফলতার হারে রিজিওনগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে ভুবনেশ্বর । ভুবনেশ্বর রিজিওনের মধ্যে থাকা কলকাতার CBSE স্কুলগুলিও ভালো ফল করেছে । কলকাতার অধিকাংশ স্কুলেই পাশের হার 100 শতাংশ ।

কলকাতার বিড়লা হাইস্কুল বয়েজে সফলতার হার 100 শতাংশ । পরীক্ষায় অংশগ্রহণকারী 203 জন পড়ুয়াই ফার্স্ট ডিভিশন নিয়ে উত্তীর্ণ হয়েছে । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে হিউম্যানিটিসের রায়ান চক্রবর্তী । 98 শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সায়েন্সের কিঞ্জল ভট্টাচার্য । যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে কমার্সের ঋষভ আগরওয়াল ও নমন ভুটোরিয়া । তারা দুজনেই 97.8 শতাংশ নম্বর পেয়েছেন ।

সাউথ পয়েন্ট হাইস্কুলে 544 জন অংশগ্রহণকারী পড়ুয়ারা সফল হয়েছে । তাদের মধ্যে 241 জন পড়ুয়া 90 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছেন । 79.23 শতাংশ পড়ুয়া 80 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছেন । 99 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে হিউম্যানিটিসের দেবারতি পাল । 97.80 শতাংশ নম্বর পেয়ে স্কুলে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইশিতা দাস ও সৃজনী মিত্র । 97.60 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে মোট তিনজন পড়ুয়া ।

দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের সফলতার হার 100 শতাংশ । স্কুলের মোট 394 জন পড়ুয়া 90-100 শতাংশ নম্বর পেয়েছে । 80-89 শতাংশ নম্বর পেয়েছেন 342 জন পড়ুয়া । বাকি সকলেই 60-79 শতাংশের মধ্যে নম্বর পেয়েছেন । 98.80 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছেন কমার্সের কিঞ্জল আজমেরা । 98.20 শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীমন্তি দে । তৃতীয় স্থানে রয়েছেন অনুভব ভৌমিক । তিনি 97.80 শতাংশ নম্বর পেয়েছেন ।

অভিনব ভারতী হাইস্কুলে 98.2 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন কমার্সের চিরাগ আগরওয়াল । চিরাগ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং পেন্টিং প্রত্যেকটিতে 100 এবং ইকোনমিকসে 99 নম্বর পেয়েছেন । কমার্সের হর্ষ কুমার মোতানি 96.4 শতাংশ নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় স্থানে রয়েছে । 96.2 শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সায়েন্সের দুই পড়ুয়া । তারা হলেন, আচার্য আধ্যা ও সায়ক রায় ।

শ্রী শিক্ষায়তন স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী 208 জনই সফল হয়েছে । তাঁদের মধ্যে 207 জন পরীক্ষার্থী 75 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছেন । 98 শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে প্রথম হয়েছেন হিউম্যানিটিসের সুহানা ওয়াসিম, 97.2 নম্বর পেয়ে সায়েন্সের সুমাইয়া সামিম কাজি, সায়েন্সের দিশা তিবরেওয়াল, কমার্সের আবেরি সাহু যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে । 97 শতাংশ নম্বর পেয়ে স্কুলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে খুশি কাসেরা । 2 জন ছাত্রী বায়োলজিতে, 2 জন ছাত্রী সাইকোলজিতে, 6 জন পেন্টিংয়ে ও 6 জন ছাত্রী ফিজিক্যাল এডুকেশনে 100তে 100 পেয়েছে ।

সল্টলেকের হরিয়ানা বিদ্যামন্দির থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী 554 জন পরীক্ষার্থীই সফল হয়েছে । তাদের মধ্যে 110 জন পড়ুয়া 90 শতাংশ ও তার উপরে নম্বর পেয়েছে । এই স্কুলে সায়েন্স স্ট্রিমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মোট 5 জন ছাত্র-ছাত্রী । সায়েন্সের সৃজিতা সাহা 96.4 শতাংশ নম্বর পেয়ে স্কুলে ও সায়েন্স স্ট্রিমে প্রথম স্থান অধিকার করে নিয়েছে । 96 শতাংশ নম্বর পেয়ে স্কুলে ও সায়েন্স স্ট্রিমে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে প্রজ্জ্বল ঘোষ ও সোহম চক্রবর্তী । রচিষ্ণু প্রামাণিক ও এষা ঘোষ 96.8 শতাংশ নম্বর পেয়ে স্কুলে ও সায়েন্স স্ট্রিমে তৃতীয় স্থানে রয়েছে । স্কুলে কমার্স স্ট্রিমে প্রথম হয়েছে ইয়াচনা সাংঘাই । সে 95.2 শতাংশ নম্বর পেয়েছেন । 94.2 শতাংশ নম্বর পেয়ে স্কুলে হিউম্যানিটিসে প্রথম হয়েছে ডোরিয়ান ভট্টাচার্য ।

দিল্লি পাবলিক স্কুল নর্থ কলকাতা প্রথম স্থানাধিকারী অনুরাগ কুমার 95.4 শতাংশ নম্বর পেয়েছেন । 95.2 শতাংশ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে অনুরূপা দাস । তৃতীয় স্থানে অর্কপ্রভ মান্না । সে 94.6 শতাংশ নম্বর পেয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.