কলকাতা, ২৭ অগাস্ট : রাজীব কুমারকে হেপাজতে নিতেই তাঁকে বারবার হেনস্থা করছে CBI ৷ আজ হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানিতে এই অভিযোগ তুললেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷
তিনি বলেন , "CBI এতদিন সারদা চিটফান্ডের তদন্ত না করে ঘুমিয়েছিল । আজ তাদের হঠাৎ ঘুম ভেঙেছে । এখন আমার মক্কেলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হচ্ছে । শিলংয়ে টানা 39 ঘণ্টা 45 মিনিট জিজ্ঞাসাবাদ করার পরও বলা হচ্ছে তিনি CBI-র সঙ্গে সহযোগিতা করছেন না । তাহলে কাকে সহযোগিতা করা বলে?" তিনি আরও বলেন, " আমার মক্কেল না কি সত্য বলেননি । তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন । আমার মক্কেল কি জ্যোতিষী নাকি? 6 জুন 2014-তে সারদা চিটফান্ডের বিরুদ্ধে FIR দায়ের হয় । আর রাজীব কুমারকে 2017 সালের শেষের দিকে সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য । এতদিন CBI কী করছিল? আমার মক্কেল এই মামলার একজন সাক্ষী । তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেই ধরনের নজির সুপ্রিম কোর্টের কোনও মামলাতে নেই । একজন IPS হিসেবে আমার মক্কেলের যেভাবে সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে সেটা সংবিধানের ১৪,১৯ ও ২১ ধারার বিরোধী ।"
বেশ কিছুদিন বন্ধ ছিল রাজীব কুমার মামলার শুনানি । আজ থেকে আবার বিচারপতি মধুমতি মিত্রের সিঙ্গল বেঞ্চে শুরু হয়েছে শুনানি । আজ শুনানির পুরো সময় ধরেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখোপাধ্যায় তাঁর বক্তব্য জানান । তিনি বলেন, "তদন্তে অসহযোগিতা ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে CBI-এর এখন একমাত্র উদ্দেশ্য রাজীব কুমারকে হেপাজতে নেওয়া । কিন্তু আইন অনুয়ায়ী CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের কাজ করবে সেটাই কাম্য ৷"
রাজীব কুমারের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্ট ৷ আগামীকাল তার শেষ দিন । এদিকে এই মামলার শুনানি শেষ হতে এখনও বেশ কিছুদিন লাগবে বলে জানাচ্ছেন আইনজীবীরাই । আগামীকাল শুনানির পর হাইকোর্ট সুরক্ষাকবচ বাড়ায় কি না সেটাই এখন দেখার ৷