ETV Bharat / state

CBI ঘুমিয়েছিল, আজ হঠাৎ ঘুম ভেঙেছে : রাজীব কুমারের আইনজীবী - Sarada Chitfund

আজ হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী বলেন, তাঁর মক্কেলকে হেপাজতে নেওয়াই CBI-এর একমাত্র উদ্দেশ্য ৷ সেজন্যই তাঁর মক্কেলকে বারবার হেনস্থা করা হচ্ছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 27, 2019, 9:22 PM IST

Updated : Aug 27, 2019, 9:32 PM IST

কলকাতা, ২৭ অগাস্ট : রাজীব কুমারকে হেপাজতে নিতেই তাঁকে বারবার হেনস্থা করছে CBI ৷ আজ হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানিতে এই অভিযোগ তুললেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷

তিনি বলেন , "CBI এতদিন সারদা চিটফান্ডের তদন্ত না করে ঘুমিয়েছিল । আজ তাদের হঠাৎ ঘুম ভেঙেছে । এখন আমার মক্কেলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হচ্ছে । শিলংয়ে টানা 39 ঘণ্টা 45 মিনিট জিজ্ঞাসাবাদ করার পরও বলা হচ্ছে তিনি CBI-র সঙ্গে সহযোগিতা করছেন না । তাহলে কাকে সহযোগিতা করা বলে?" তিনি আরও বলেন, " আমার মক্কেল না কি সত্য বলেননি । তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন । আমার মক্কেল কি জ্যোতিষী নাকি? 6 জুন 2014-তে সারদা চিটফান্ডের বিরুদ্ধে FIR দায়ের হয় । আর রাজীব কুমারকে 2017 সালের শেষের দিকে সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য । এতদিন CBI কী করছিল? আমার মক্কেল এই মামলার একজন সাক্ষী । তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেই ধরনের নজির সুপ্রিম কোর্টের কোনও মামলাতে নেই । একজন IPS হিসেবে আমার মক্কেলের যেভাবে সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে সেটা সংবিধানের ১৪,১৯ ও ২১ ধারার বিরোধী ।"

বেশ কিছুদিন বন্ধ ছিল রাজীব কুমার মামলার শুনানি । আজ থেকে আবার বিচারপতি মধুমতি মিত্রের সিঙ্গল বেঞ্চে শুরু হয়েছে শুনানি । আজ শুনানির পুরো সময় ধরেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখোপাধ্যায় তাঁর বক্তব্য জানান । তিনি বলেন, "তদন্তে অসহযোগিতা ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে CBI-এর এখন একমাত্র উদ্দেশ্য রাজীব কুমারকে হেপাজতে নেওয়া । কিন্তু আইন অনুয়ায়ী CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের কাজ করবে সেটাই কাম্য ৷"

রাজীব কুমারের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্ট ৷ আগামীকাল তার শেষ দিন । এদিকে এই মামলার শুনানি শেষ হতে এখনও বেশ কিছুদিন লাগবে বলে জানাচ্ছেন আইনজীবীরাই । আগামীকাল শুনানির পর হাইকোর্ট সুরক্ষাকবচ বাড়ায় কি না সেটাই এখন দেখার ৷

কলকাতা, ২৭ অগাস্ট : রাজীব কুমারকে হেপাজতে নিতেই তাঁকে বারবার হেনস্থা করছে CBI ৷ আজ হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানিতে এই অভিযোগ তুললেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় ৷

তিনি বলেন , "CBI এতদিন সারদা চিটফান্ডের তদন্ত না করে ঘুমিয়েছিল । আজ তাদের হঠাৎ ঘুম ভেঙেছে । এখন আমার মক্কেলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হচ্ছে । শিলংয়ে টানা 39 ঘণ্টা 45 মিনিট জিজ্ঞাসাবাদ করার পরও বলা হচ্ছে তিনি CBI-র সঙ্গে সহযোগিতা করছেন না । তাহলে কাকে সহযোগিতা করা বলে?" তিনি আরও বলেন, " আমার মক্কেল না কি সত্য বলেননি । তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন । আমার মক্কেল কি জ্যোতিষী নাকি? 6 জুন 2014-তে সারদা চিটফান্ডের বিরুদ্ধে FIR দায়ের হয় । আর রাজীব কুমারকে 2017 সালের শেষের দিকে সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য । এতদিন CBI কী করছিল? আমার মক্কেল এই মামলার একজন সাক্ষী । তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেই ধরনের নজির সুপ্রিম কোর্টের কোনও মামলাতে নেই । একজন IPS হিসেবে আমার মক্কেলের যেভাবে সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে সেটা সংবিধানের ১৪,১৯ ও ২১ ধারার বিরোধী ।"

বেশ কিছুদিন বন্ধ ছিল রাজীব কুমার মামলার শুনানি । আজ থেকে আবার বিচারপতি মধুমতি মিত্রের সিঙ্গল বেঞ্চে শুরু হয়েছে শুনানি । আজ শুনানির পুরো সময় ধরেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখোপাধ্যায় তাঁর বক্তব্য জানান । তিনি বলেন, "তদন্তে অসহযোগিতা ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে CBI-এর এখন একমাত্র উদ্দেশ্য রাজীব কুমারকে হেপাজতে নেওয়া । কিন্তু আইন অনুয়ায়ী CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের কাজ করবে সেটাই কাম্য ৷"

রাজীব কুমারের গ্রেপ্তারের উপর স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্ট ৷ আগামীকাল তার শেষ দিন । এদিকে এই মামলার শুনানি শেষ হতে এখনও বেশ কিছুদিন লাগবে বলে জানাচ্ছেন আইনজীবীরাই । আগামীকাল শুনানির পর হাইকোর্ট সুরক্ষাকবচ বাড়ায় কি না সেটাই এখন দেখার ৷

Intro:রাজীব কুমারকে হেফাজতে নেওয়াই সিবিআইয়ের এখন মুল লক্ষ Body:মানস নস্কর---

টানা ৩৯ ঘন্টা ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদের পরও বলা হচ্ছে CBIর সাথে সহযোগীতা করছেন না, তাহলে কাকে সহযোগীতা করা বলে? হাইকোর্টে প্রশ্ন রাজীব কুমারের আইনজীবীর



কলকাতা ২৭ অগাস্ট ঃ
"CBI নিজে এতোদিন সারদা চিটফান্ডের তদন্ত না করে ঘুমিয়ে ছিল। আজ তাদের হটাৎ ঘুম ভেঙেছে। এখন তারা আমার মক্কেলের বিরুদ্ধে তথ্য প্রমান লোপাটের অভিযোগ করছে।শিলং এ টানা ৩৯ ঘন্টা ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ করার পরও বলা হচ্ছে তিনি CBIর সাথে সহযোগীতা করছেন না।তাহলে কাকে সহযোগীতা করা বলে? "রাজীব কুমার মামলার শুনানিতে আজ হাইকোর্টে প্রশ্ন করেন রাজীব কুমারের আইনজীবী মিলন মুখার্জি। তিনি আরো বলেন," আমার মক্কেল নাকি সত্য বলেন নি।তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। আমার মক্কেল কি জ্যোতিষী নাকি? ৬ জুন ২০১৪ তে সারদা চিটফান্ডের বিরুদ্ধে FIR দায়ের হয়। আর রাজীব কুমারকে ২০১৭ সালের শেষের দিকে সমন পাঠানো হলো জিজ্ঞাসাবাদের জন্য। এতোদিন সিবিআই কি করছিল?আমার মক্কেল একজন সাক্ষী এই মামলার। তাকে যে ভাবে অভিযুক্ত করে তোলা হচ্ছে এই ধরনের নজির সুপ্রিমকোর্টের কোনো মামলাতে নেই।একজন IPSহিসাবে আমার মক্কেলের যে সম্মান তা হানি করার চেষ্টা করা হচ্ছে। এটা সরাসরি সংবিধানের ১৪,১৯ ও ২১ ধারার বিরোধী।"

বেশ কিছুদিন বন্ধ ছিল রাজীব কুমার মামলার শুনানি। আজ থেকে আবার বিচারপতি মধুমতী মিত্রর সিংগল বেঞ্চে শুরু হয়েছে শুনানি। আজ শুনানির পুরো সময় ধরেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের তরফে আইনজীবী মিলন মুখার্জি তার বক্তব্য জানান।তিনি বলেন," তদন্তে অসহযোগীতা ও তথ্য প্রমান লোপাটের অভিযোগে সিবিআইয়ের এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাজীব কুমারকে হেফাজতে নেওয়া।কিন্ত আইন অনুয়ায়ী সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা সম্পুর্ণ নিরপেক্ষ ভাবে তাদের কাজ করবে সেটাই কাম্য!"

হাইকোর্ট রাজীব কুমারের গ্রেপ্তারের উপর যে স্থগিতাদেশ দিয়ে রেখেছে আগামীকাল ২৮ অগাস্ট তার শেষ দিন। এদিকে এই মামলার শুনানি শেষ হতে এখনো বেশ কিছুদিন লাগবে বলে জানাচ্ছেন আইনজীবীরাই।ফলে হাইকোর্ট যে সুরক্ষা কবচ দিয়ে রেখেছে রাজীব কুমারকে সেটাই আবার বাড়ানো হয় কিনা এখন সেটাই দেখার। Conclusion:
Last Updated : Aug 27, 2019, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.