কলকাতা, 11 মে : এবার বিদেশে গিয়ে কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে চায় সিবিআই ।
নিজাম প্যালেস সূত্রে খবর, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিনয় মিশ্রের বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ভালোভাবে যাচাই করে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাই এবার লেটার রেগোটারি বা এলআর ইস্যু চেয়ে বিদেশমন্ত্রককে চিঠি পাঠাল সিবিআই ।
আরো পড়ুন: কলকাতা পৌরনিগমের উদ্যোগে পরিবহনকর্মী ও হকারদের টিকাকরণ
সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিদেশমন্ত্রক তাদের সেই চিঠির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠালে, তবেই কাজ শুরু করতে পারবে সিবিআই । লেটার রেগোটারি জারি করার বেশ কিছু নিয়ম রয়েছে । যে ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে লেটার রেগোটারি জারি করা হবে, তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে কী কী তথ্য, অভিযোগ রয়েছে, তা বিস্তারিত জানাতে হয় বিদেশমন্ত্রককে ।
সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত লেটার রেগোটারি শুধুমাত্র বিনয় মিশ্র আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে জারি করা হচ্ছে । তাই নিয়মানুযায়ী তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের কী অভিযোগ রয়েছে, তা ইতিমধ্যে বিশেষ চিঠি মারফত বিদেশমন্ত্রককে জানিয়ে দেওয়া হয়েছে ।
বিনয় মিশ্রের বিরুদ্ধে সিবিআই বিদেশমন্ত্রককে জানিয়েছে, তিনি বহু টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছেন গিয়েছেন । এর সঙ্গে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ, বেআইনি টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছে । ফলে তাঁদের দু'জনকেই হাতের নাগালে পেতে এবার এলআর অর্থাৎ লেটার রেগোটারি জারি করতে চলেছে সিবিআই ।