ETV Bharat / state

মির্জ়ার সঙ্গে কথায় অমিল, ফের ম্যাথুকে তলব CBI-এর - Narda scam

নারদ মামলায় ফের তলব করা হল ম্যাথু স্যামুয়েলকে । CBI সূত্রে খবর, আগামী 24 জুন নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে ম্যাথুকে ।

ম্যাথু স্যামুয়েল
author img

By

Published : Jun 19, 2019, 5:05 PM IST

কলকাতা, 19 জুন : নারদ মামলায় ফের তলব করা হল ম্যাথু স্যামুয়েলকে । CBI সূত্রে খবর, আগামী 24 জুন নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে ম্যাথুকে । পুলিশ কর্তা SMH মির্জ়াকে জেরা করে ম্যাথুর সঙ্গে তাঁর বক্তব্যের বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা । সেই সূত্রেই ফের নারদ কর্তাকে তলব করা হল বলে CBI সূত্রে খবর ।

দিন কয়েক আগে তলব করা হয়েছিল IPS অফিসার মির্জ়াকে । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । সূত্রের খবর, ২০১৪ সালে যেদিন ম্যাথুর কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরও দুজন ব্যবসায়ী মির্জ়াকে টাকা দিয়েছিলেন । সূত্র জানাচ্ছে, সেই দুই ব্যবসায়ীর থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হয় ।

গত লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জা । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন মির্জ়া । পরে অবশ্য দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

কলকাতা, 19 জুন : নারদ মামলায় ফের তলব করা হল ম্যাথু স্যামুয়েলকে । CBI সূত্রে খবর, আগামী 24 জুন নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে ম্যাথুকে । পুলিশ কর্তা SMH মির্জ়াকে জেরা করে ম্যাথুর সঙ্গে তাঁর বক্তব্যের বেশ কিছু অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা । সেই সূত্রেই ফের নারদ কর্তাকে তলব করা হল বলে CBI সূত্রে খবর ।

দিন কয়েক আগে তলব করা হয়েছিল IPS অফিসার মির্জ়াকে । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । সূত্রের খবর, ২০১৪ সালে যেদিন ম্যাথুর কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরও দুজন ব্যবসায়ী মির্জ়াকে টাকা দিয়েছিলেন । সূত্র জানাচ্ছে, সেই দুই ব্যবসায়ীর থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে CBI । সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হয় ।

গত লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জা । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন মির্জ়া । পরে অবশ্য দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

Intro:কলকাতা, ১৮ জুন: নারদ মামলায় ফের তলব করা হল ম্যাথু স্যামুয়েলকে। CBI সূত্রে খবর, আগামী 24 জুন নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে ম্যাথুকে। পুলিশ কর্তা SMH মির্জাকে জেরা করে ম্যাথুর সঙ্গে তার বক্তব্যের বেশ কিছু অসঙ্গতি পেয়েছে তদন্তকারীরা। সেই সূত্রেই ফের নারদ কর্তাকে তলব করা হলো বলে সিবিআই সূত্রে খবর।Body:দিন কয়েক আগে তলব করা হয়েছিল IPS অফিসার মির্জাকে। বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জা নারদ মামলায় অন্যতম অভিযুক্ত। সূত্রের খবর, ২০১৪ সালে যেদিন ম্যাথুর কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ, সেদিন আরো দুজন ব্যবসায়ী মির্জাকে টাকা দিয়েছিলেন। সূত্র জানাচ্ছে, সেই দুই ব্যবসায়ী থেকে নির্দিষ্ট তথ্য পেয়েছে সিবিআই। সেই সূত্রেই তাঁকে ফের জেরা করা হয়।
Conclusion:গত লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল। অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জা৷ স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় , হাফপ্যান্ট পরে আছেন তিনি। আড্ডার ভঙ্গিতে চলছে কথা। নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও৷ দাবি করছেন, বাংলার শাসক দলের হয়ে টাকা তোলেন তিনি। এমনকি দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি৷ ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি৷টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন আইপিএস অফিসার। পরে অবশ্য মির্জা দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে৷ তিনি টাকা নেননি৷

For All Latest Updates

TAGGED:

Narda scam
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.