ETV Bharat / state

Abhishek Slams BJP: আমাকে হেনস্থা করতে মরিয়া বিজেপি আদালত অবমাননার মুখে ফেলেছে সিবিআই-কে: অভিষেক - সিবিআই

তাঁকে হেনস্থা করতে মরিয়া বিজেপি আদালত অবমাননার মুখে ফেলে দিয়েছে সিবিআই-কে ৷ সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গে এ ভাবেই গেরুয়া শিবিরকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

abhishek-banerjee ETv bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 17, 2023, 5:41 PM IST

Updated : Apr 17, 2023, 6:01 PM IST

কলকাতা, 17 এপ্রিল: তাঁকে হেনস্থা করার জন্য মরিয়া বিজেপি ৷ আর সেই কারণে তারা সিবিআই-কে আদালত অবমাননার মুখে ফেলেছে ৷ কারণ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে ৷ সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গে এ ভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

সিবিআইয়ের নোটিশের চিঠি তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ চিঠির সময়ও সেখানে চিহ্নিত করেছেন অভিষেক এবং দেখিয়ে দিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশের পরই সেই নোটিশ তাঁর হাতে এসে দিয়ে যাওয়া হয়েছে ৷ পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, "আমাকে 'হেনস্থা' ও 'নিশানা' করার জন্য মরিয়া হয়ে, বিজেপি সিবিআই এবং ইডিকে আদালত অবমাননার মুখোমুখি করেছে ! সুপ্রিম কোর্ট সকালে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল, যে আদেশে আমাকে তলব করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অনুমতি দেওয়া হয়েছিল । তবুও, আজ দুপুর 1টা 45 মিনিটে ‘সমন’ হাতে পৌঁছে দেওয়া হয়েছে ৷ বেহাল দশা !"

  • In its desperation to ‘harass’ and ‘target’ me, BJP EXPOSES CBI & ED to CONTEMPT OF COURT!

    SC stayed the Calcutta HC’s order in the morn that granted permission to the Central Agencies to summon me.

    Yet, the ‘SUMMON’ was HAND-DELIVERED today at 1:45 pm

    Grave State of affairs! pic.twitter.com/p7wVT4Eycq

    — Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত 29 মার্চ শহিদ মিনারের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই, ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে, বিভিন্ন মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাদের জেরার সময় চাপ দেওয়া হয়, যাতে ওই নেতারা অভিষেকের নাম নেন এবং তাঁকে সেই মামলার সঙ্গে জড়িয়ে দেন ৷

তাঁর এই দাবির পরেই নিম্ন আদালতের বিচারককে চিঠি পাঠান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ৷ কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করেন তিনি ৷ তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, কুন্তলের ওই চিঠির বিষয়ে তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেককে ডেকে পাঠাতে পারে ৷

এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক ৷ তারই শুনানিতে আজ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী 24 এপ্রিল ৷ তবে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরপরই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় সিবিআই ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ গর্জে উঠেছেন অভিষেকও ৷ তাঁর দাবি, তাঁকে নিশানা করতে গিয়ে বিজেপি সিবিআই ও ইডিকে আদালত অবমাননার মুখে ফেলে দিয়েছে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে অভিষেককে নোটিশ সিবিআই'য়ের, মঙ্গলে হাজিরার ডাক

কলকাতা, 17 এপ্রিল: তাঁকে হেনস্থা করার জন্য মরিয়া বিজেপি ৷ আর সেই কারণে তারা সিবিআই-কে আদালত অবমাননার মুখে ফেলেছে ৷ কারণ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে ৷ সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গে এ ভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

সিবিআইয়ের নোটিশের চিঠি তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ চিঠির সময়ও সেখানে চিহ্নিত করেছেন অভিষেক এবং দেখিয়ে দিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশের পরই সেই নোটিশ তাঁর হাতে এসে দিয়ে যাওয়া হয়েছে ৷ পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, "আমাকে 'হেনস্থা' ও 'নিশানা' করার জন্য মরিয়া হয়ে, বিজেপি সিবিআই এবং ইডিকে আদালত অবমাননার মুখোমুখি করেছে ! সুপ্রিম কোর্ট সকালে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল, যে আদেশে আমাকে তলব করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অনুমতি দেওয়া হয়েছিল । তবুও, আজ দুপুর 1টা 45 মিনিটে ‘সমন’ হাতে পৌঁছে দেওয়া হয়েছে ৷ বেহাল দশা !"

  • In its desperation to ‘harass’ and ‘target’ me, BJP EXPOSES CBI & ED to CONTEMPT OF COURT!

    SC stayed the Calcutta HC’s order in the morn that granted permission to the Central Agencies to summon me.

    Yet, the ‘SUMMON’ was HAND-DELIVERED today at 1:45 pm

    Grave State of affairs! pic.twitter.com/p7wVT4Eycq

    — Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত 29 মার্চ শহিদ মিনারের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই, ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে, বিভিন্ন মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাদের জেরার সময় চাপ দেওয়া হয়, যাতে ওই নেতারা অভিষেকের নাম নেন এবং তাঁকে সেই মামলার সঙ্গে জড়িয়ে দেন ৷

তাঁর এই দাবির পরেই নিম্ন আদালতের বিচারককে চিঠি পাঠান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ ৷ কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছেন বলে চিঠিতে অভিযোগ করেন তিনি ৷ তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, কুন্তলের ওই চিঠির বিষয়ে তদন্তের প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেককে ডেকে পাঠাতে পারে ৷

এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান অভিষেক ৷ তারই শুনানিতে আজ কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী 24 এপ্রিল ৷ তবে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পরপরই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় সিবিআই ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠায়, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ গর্জে উঠেছেন অভিষেকও ৷ তাঁর দাবি, তাঁকে নিশানা করতে গিয়ে বিজেপি সিবিআই ও ইডিকে আদালত অবমাননার মুখে ফেলে দিয়েছে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে অভিষেককে নোটিশ সিবিআই'য়ের, মঙ্গলে হাজিরার ডাক

Last Updated : Apr 17, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.