ETV Bharat / state

SSC Recruitment Scam: জীবনকৃষ্ণ সাহার দু'টি মোবাইল দিল্লির ফরেনসিক ল্যাবে পাঠাচ্ছে সিবিআই - পুকুরে মোবাইল

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 17 এপ্রিল গ্রেফতার হন মুর্শিদাবাদে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷ সিবিআই তাঁকে জেরা করার সময় তিনি তাঁর দু'টি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন ৷ প্রায় দু'দিনের বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে সেগুলি উদ্ধার করে সিবিআই ৷ এবার সেখান থেকে তথ্য পাওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

Jiban Saha
জীবনকৃষ্ণ সাহা
author img

By

Published : Apr 21, 2023, 12:25 PM IST

কলকাতা, 21 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড ক্রমশ রহস্যময় হয়ে উঠছে ৷ তদন্তকারীদের হাতে আসছে একের পর এক নাম ৷ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ব্যবহৃত দু'টি মোবাইল ফোন দিল্লির ফরেনসিক পরীক্ষাগারে পাঠাচ্ছে সিবিআই ৷ বৃহস্পতিবার আলিপুরের আদালতে সিবিআই-এর তরফে দাবি করা হয়, নিয়োগ দুর্নীতিতে জীবন সাহার দু'টি মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ওই দু'টি ফোন ফরেনসিক পরীক্ষাগারে পাঠালে রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া যেতে পারে ৷ এই মর্মে গতকাল আলিপুর আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আদালতের পক্ষ থেকে সেই আবেদন মঞ্জুরের পর শুক্রবার সিবিআই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোন দু'টি ফরেনসিক পরীক্ষার জন্য দিল্লি পাঠাচ্ছে বলে জানা গিয়েছে ৷

17 এপ্রিল গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা ৷ এর আগে 14 এপ্রিল, শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে মুর্শিদাবাদে বড়ঞার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিবিআই ৷ এর মধ্যে শৌচালয়ে যাওয়ার নাম করে তিনি বাইরে এসে তাঁর দু'টি মোবাইল ফোন বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেন ৷ এরপরই সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে পুকুরের জল ছেঁচে কাদা-পাঁকের মধ্যে থেকে দুটি ফোন উদ্ধার করেন ৷ তদন্তকারী আধিকারিকরা গতকাল আদালতে জানান, দু'দিন জলের মধ্যে পড়ে ছিল জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন দু'টি ৷

আদালতে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দেখে তিনি নিজের ব্যবহৃত ফোন দু'টি কেন জলে ফেলতে গেলেন ? তার মানে কি নিয়োগ দুর্নীতির বীজ বপন হয়েছিল ওই দু'টি মোবাইল ফোন থেকেই ? সিবিআই আধিকারিকদের দাবি, দু'টি মোবাইল ফোনের ডেটা সম্পূর্ণ সংরক্ষিত ৷ ফলে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হলে সেখান থেকে পাওয়া রিপোর্টে রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বড়সড় নামের হদিশ পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই জীবনকৃষ্ণ সাহাকে লাগাতার জেরা করে চলেছেন তদন্তকারীরা ৷ সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়কের প্রতিটি বয়ান তাঁরা নথিভুক্ত করছেন, রেকর্ড করছেন ৷ পরে সেগুলি ক্রস কোশ্চেনিং করে তার থেকে সত্যতা যাচাই করার কাজ চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: 65 ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

কলকাতা, 21 এপ্রিল: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড ক্রমশ রহস্যময় হয়ে উঠছে ৷ তদন্তকারীদের হাতে আসছে একের পর এক নাম ৷ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ব্যবহৃত দু'টি মোবাইল ফোন দিল্লির ফরেনসিক পরীক্ষাগারে পাঠাচ্ছে সিবিআই ৷ বৃহস্পতিবার আলিপুরের আদালতে সিবিআই-এর তরফে দাবি করা হয়, নিয়োগ দুর্নীতিতে জীবন সাহার দু'টি মোবাইল ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ওই দু'টি ফোন ফরেনসিক পরীক্ষাগারে পাঠালে রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া যেতে পারে ৷ এই মর্মে গতকাল আলিপুর আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ আদালতের পক্ষ থেকে সেই আবেদন মঞ্জুরের পর শুক্রবার সিবিআই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোন দু'টি ফরেনসিক পরীক্ষার জন্য দিল্লি পাঠাচ্ছে বলে জানা গিয়েছে ৷

17 এপ্রিল গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা ৷ এর আগে 14 এপ্রিল, শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে মুর্শিদাবাদে বড়ঞার বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিবিআই ৷ এর মধ্যে শৌচালয়ে যাওয়ার নাম করে তিনি বাইরে এসে তাঁর দু'টি মোবাইল ফোন বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেন ৷ এরপরই সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে পুকুরের জল ছেঁচে কাদা-পাঁকের মধ্যে থেকে দুটি ফোন উদ্ধার করেন ৷ তদন্তকারী আধিকারিকরা গতকাল আদালতে জানান, দু'দিন জলের মধ্যে পড়ে ছিল জীবনকৃষ্ণ সাহার মোবাইল ফোন দু'টি ৷

আদালতে প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের দেখে তিনি নিজের ব্যবহৃত ফোন দু'টি কেন জলে ফেলতে গেলেন ? তার মানে কি নিয়োগ দুর্নীতির বীজ বপন হয়েছিল ওই দু'টি মোবাইল ফোন থেকেই ? সিবিআই আধিকারিকদের দাবি, দু'টি মোবাইল ফোনের ডেটা সম্পূর্ণ সংরক্ষিত ৷ ফলে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হলে সেখান থেকে পাওয়া রিপোর্টে রাজ্যের নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বড়সড় নামের হদিশ পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই জীবনকৃষ্ণ সাহাকে লাগাতার জেরা করে চলেছেন তদন্তকারীরা ৷ সিবিআই সূত্রে খবর, তৃণমূল বিধায়কের প্রতিটি বয়ান তাঁরা নথিভুক্ত করছেন, রেকর্ড করছেন ৷ পরে সেগুলি ক্রস কোশ্চেনিং করে তার থেকে সত্যতা যাচাই করার কাজ চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: 65 ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.