ETV Bharat / state

SSC Recruitment Case: আজ কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আদালতে পেশ করবে সিবিআই - SSC Recruitment Scam Case

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI arrests Kalyanmoy Gangopadhyay) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 16, 2022, 10:07 AM IST

Updated : Sep 16, 2022, 10:48 AM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ আদালতে পেশ করবে সিবিআই । তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে সিবিআই (CBI to produce Kalyanmoy Gangopadhyay in Court) ।

23 জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ-সহ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় । বুধবার এই মামলার ভার্চুয়াল শুনানিতে জামিন চেয়ে কান্নাকাটি জুড়েও দেন একসময়ের রাজ্য মন্ত্রিসভার এই দাপুটে সদস্য ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjees) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ নগর দায়রা আদালতের (Partha Chatterjees jail custody extends for 14 days) ৷

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময়

সূত্রে জানা গিয়েছে, তদন্তে অগ্রগতির স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই ৷ তাহলে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে । এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam Case) এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) এবং মিডলম্যান প্রসন্ন রায়, প্রদীপ সিংকে জেরা করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

বৃহস্পতিবার কল্যাণময়কে বেশ কিছু নথি-সহ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সেখানেই টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে কল্য়াণময়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ তারপরই সন্ধে নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর কল্য়াণময়ের শারীরিক পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর আবারও কল্যাণময়কে নিজাম প্যালেসে ফিরিয়ে আনেন সিবিআই আধিকারিকরা ৷ আর আজ তাঁকে আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি মীনাক্ষীর

কলকাতা, 16 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ আদালতে পেশ করবে সিবিআই । তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিজাম প্যালেসে ডেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে বৃহস্পতিবার প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে সিবিআই (CBI to produce Kalyanmoy Gangopadhyay in Court) ।

23 জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি । বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পার্থ-সহ তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয় । বুধবার এই মামলার ভার্চুয়াল শুনানিতে জামিন চেয়ে কান্নাকাটি জুড়েও দেন একসময়ের রাজ্য মন্ত্রিসভার এই দাপুটে সদস্য ৷ পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjees) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ নগর দায়রা আদালতের (Partha Chatterjees jail custody extends for 14 days) ৷

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কল্যাণময়

সূত্রে জানা গিয়েছে, তদন্তে অগ্রগতির স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন জানিয়েছে সিবিআই ৷ তাহলে পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা যাবে । এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam Case) এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা (SP Sinha) এবং মিডলম্যান প্রসন্ন রায়, প্রদীপ সিংকে জেরা করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।

বৃহস্পতিবার কল্যাণময়কে বেশ কিছু নথি-সহ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ সেখানেই টানা প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে কল্য়াণময়ের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা ৷ তারপরই সন্ধে নাগাদ তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর কল্য়াণময়ের শারীরিক পরীক্ষার জন্য তাঁকে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে রুটিন স্বাস্থ্যপরীক্ষার পর আবারও কল্যাণময়কে নিজাম প্যালেসে ফিরিয়ে আনেন সিবিআই আধিকারিকরা ৷ আর আজ তাঁকে আদালতে পেশ করা হবে ।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবি মীনাক্ষীর

Last Updated : Sep 16, 2022, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.