ETV Bharat / state

বিষ্ণুপুরের রিসর্টে তল্লাশি, রাজীব কুমারের বাড়িতেও CBI - CBI on Rajeev Kumar

রাজীব কুমারকে হন্যে হয়ে খুঁজছে CBI ৷ বিষ্ণুপুর, পার্ক স্ট্রিট, রায়চকে তল্লাশি ৷

বিষ্ণুপুরের রিসর্টে তল্লাশি, রাজীব কুমারের বাড়িতেও CBI এর দল
author img

By

Published : Sep 20, 2019, 4:52 PM IST

Updated : Sep 20, 2019, 5:15 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজীব কুমারের খোঁজে তল্লাশি অভিযান চলছেই । কলকাতা এবং লাগোয়া ছ'টি জায়গায় গেছে CBI । চলছে তল্লাশি । রীতিমতো হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে তারা । কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি । আজ পার্ক স্ট্রিটে CBI-এর যে পাঁচজনের দল তল্লাশিতে যায় সেখানে ছিলেন এক মহিলা অফিসারও । সূত্রের খবর, রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলেছে তারা ৷

আজ দুপুর 3.15 মিনিট নাগাদ CBI-এর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাজীবের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ইবিজায় হানা দিল। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে খবর ছিল বিষ্ণুপুর এলাকার কোনও রিসর্টে আত্মগোপন করেছেন রাজীব । সেই সূত্র ধরে গতরাতে বিষ্ণুপুরের একটি জল শোধনাগারের অতিথি নিবাসে তল্লাশি চালায় CBI । আজ ফের বিষ্ণুপুরে যায় তারা। চলে তল্লাশি ।

এদিকে আজ ফের পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যান গোয়েন্দারা । সূত্রের খবর, তাঁকে আজও ফের নোটিশ দেওয়া হয়েছে । কারণ আজ CGO কমপ্লেক্সে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, আজও যাননি তিনি । গতকাল রাজীব কুমারকে 160 ধারায় নোটিশ পাঠানো হয়েছিল ।


অন্যদিকে, রায়চকের রিসর্টে রাজীব কুমার উঠেছেন কি না তা খতিয়ে দেখার জন্য রেজিস্ট্রার খতিয়ে দেখে CBI । তারা কথা বলে ওই রিসোর্টের ম্যানেজারের সঙ্গেও । সূত্রের খবর, ওই রিসর্টে যাননি রাজীব । সেখানকার কর্মীরা জানিয়েছেন, খাতাপত্র খতিয়ে দেখা হয়েছে । সেখানে ইদানিংকালে রাজীব কুমার, আর কুমার, আর কে কুমার নামে কেউ ছিলেন না । CBI-এর একটি দল রায়চকের কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে । লেকটাউনেও তল্লাশি চালাচ্ছে অপর একটি দল ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজীব কুমারের খোঁজে তল্লাশি অভিযান চলছেই । কলকাতা এবং লাগোয়া ছ'টি জায়গায় গেছে CBI । চলছে তল্লাশি । রীতিমতো হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে তারা । কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি । আজ পার্ক স্ট্রিটে CBI-এর যে পাঁচজনের দল তল্লাশিতে যায় সেখানে ছিলেন এক মহিলা অফিসারও । সূত্রের খবর, রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলেছে তারা ৷

আজ দুপুর 3.15 মিনিট নাগাদ CBI-এর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাজীবের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ইবিজায় হানা দিল। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে খবর ছিল বিষ্ণুপুর এলাকার কোনও রিসর্টে আত্মগোপন করেছেন রাজীব । সেই সূত্র ধরে গতরাতে বিষ্ণুপুরের একটি জল শোধনাগারের অতিথি নিবাসে তল্লাশি চালায় CBI । আজ ফের বিষ্ণুপুরে যায় তারা। চলে তল্লাশি ।

এদিকে আজ ফের পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যান গোয়েন্দারা । সূত্রের খবর, তাঁকে আজও ফের নোটিশ দেওয়া হয়েছে । কারণ আজ CGO কমপ্লেক্সে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, আজও যাননি তিনি । গতকাল রাজীব কুমারকে 160 ধারায় নোটিশ পাঠানো হয়েছিল ।


অন্যদিকে, রায়চকের রিসর্টে রাজীব কুমার উঠেছেন কি না তা খতিয়ে দেখার জন্য রেজিস্ট্রার খতিয়ে দেখে CBI । তারা কথা বলে ওই রিসোর্টের ম্যানেজারের সঙ্গেও । সূত্রের খবর, ওই রিসর্টে যাননি রাজীব । সেখানকার কর্মীরা জানিয়েছেন, খাতাপত্র খতিয়ে দেখা হয়েছে । সেখানে ইদানিংকালে রাজীব কুমার, আর কুমার, আর কে কুমার নামে কেউ ছিলেন না । CBI-এর একটি দল রায়চকের কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে । লেকটাউনেও তল্লাশি চালাচ্ছে অপর একটি দল ।

Intro:কলকাতা, ২০ সেপ্টেম্বর: রাজীব কুমারের খোঁজে তল্লাশি অভিযান চলছেই। কলকাতা এবং লাগোয়া ছয় জায়গায় গেছে সিবিআইয়ের দল। চলছে তল্লাশি।রীতিমতো হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি বলে সিবিআই সূত্রে খবর।Body:আজ ফের বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে গেছে সিবিআইয়ের দল। সূত্র জানাচ্ছে, তদন্তকারীদের কাছে খবর ছিল বিষ্ণুপুর এলাকার কোনও রেসর্টে আত্মগোপন করেছেন রাজীব। সেই সূত্রে গতরাতে বিষ্ণুপুরের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের গেস্ট হাউসে তল্লাশি চালায় সিবিআই। আজ ফের বিষ্ণুপুরে গেছে সিবিআইয়ের দল। চলছে রিসর্টে তল্লাশি। অন্যদিকে আজ ফের পার্ক স্ট্রিটে রাজীব কুমারের ঠিকানায় যায় সিবিআইয়ের দল। সূত্রের খবর, তাঁকে আজ ফের নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রাজীব কুমারকে 160 ধারায় নোটিশ পাঠিয়েছিল সিবিআই। বলা হয়েছিল, আজ সিজিও কমপ্লেক্সে দেখা করতে হবে রাজীবকে। যথারীতি সিজিও কম্প্লেক্সে যাননি রাজীব। সেই সূত্রেই তাকে আজ ফের নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। আজ পার্কসৃট্রিটে সিবিআইয়ের যে পাঁচজনের দল যায় সেখানে ছিলেন একজন মহিলা অফিসারও।
Conclusion:এদিকে রায়চকের রিসর্টে রাজীব কুমার উঠেছেন কিনা তা খতিয়ে দেখার জন্য রেজিস্টার্ড খতিয়ে দেখে সিবিআই। তারা কথা বলেন ওই রিসোর্টের ম্যানেজারের সঙ্গেও। সূত্র জানাচ্ছে ,ওই রিসর্টে যাননি রাজীব। সেখানকার কর্মীরা জানিয়েছেন, রেজিস্টার্ড খতিয়ে দেখা হয়েছে। সেখানে ইদানিং কোনও রাজীব কুমার, আর কুমার, আর কে কুমার নামে কেউ ছিলেন না। সিবিআইয়ের একটি দল রায়চকের কয়েকটি বিষয় ও তল্লাশি অভিযান চালাচ্ছে এই মুহূর্তে। আর একটু জল লেকটাউনেও তল্লাশি চালাচ্ছে।
Last Updated : Sep 20, 2019, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.