ETV Bharat / state

নারদকাণ্ডে শুভেন্দু-শোভনকে ফের তলব করল CBI - শুভেন্দু অধিকারী

নারদকাণ্ডে তলব করা হল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে । একইসঙ্গে ফের তলব করা হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও । আগামী বুধবার তাঁদের নিজ়াম প্যালেসের CBI-র দপ্তরে হাজির হতে বলা হয়েছে । ওই দিন তাঁদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে CBI সূত্রে খবর । সঙ্গে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 9, 2019, 2:20 PM IST

কলকাতা, ৯ সেপ্টেম্বর : নারদকাণ্ডে তলব করা হল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে । একইসঙ্গে ফের তলব করা হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও । আগামী বুধবার তাঁদের নিজ়াম প্যালেসের CBI-র দপ্তরে হাজির হতে বলা হয়েছে । ওই দিন তাঁদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে CBI সূত্রে খবর । সঙ্গে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ।

এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য । কিন্তু তখন তিনি দিল্লিতে ছিলেন । সূত্র জানাচ্ছে, তিনি CBI আধিকারিকদের জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন । সেই কারণেই তিনি CBI-র দপ্তরে হাজির হতে পারবেন না । তাই তাঁকে ফের ডাকা হয়েছে বলে খবর ।

নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিয়োটি প্রকাশ করেন, তাতে দেখা যায়, তোয়ালে জড়িয়ে টাকা নিচ্ছেন কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় । সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু । তদন্তে নেমে CBI জানতে পারে, VIP করিডরে কোনও CCTV ক্যামেরা ছিল না । ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা । সেই সূত্রেই চার কর্মীকে ডেকে পাঠায় CBI । মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার । সেই সূত্রে নিজ়াম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী । সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জিত ঘোষ । তাঁদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গিয়েছিলেন কি না । পাশাপাশি জানতে চান আরও কিছু তথ্য । তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও আগে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও ।

এর আগেও CBI-র জেরার মুখে পড়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । প্রাথমিকভাবে দু'বার তলব করা হলেও তখন তিনি যাননি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু । পাশাপাশি CBI-র তদন্তকারী দল শুভেন্দুর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায় । ওই অফিসেই নারদকর্তা ম্যাথু স্যামুয়েল হাজির হয়েছিলেন টাকার বান্ডিল নিয়ে । ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি শুভেন্দুর টাকা নেওয়ার দৃশ্য গোপনে রেকর্ড করেছিলেন বলে দাবি করেন ।

কলকাতা, ৯ সেপ্টেম্বর : নারদকাণ্ডে তলব করা হল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে । একইসঙ্গে ফের তলব করা হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও । আগামী বুধবার তাঁদের নিজ়াম প্যালেসের CBI-র দপ্তরে হাজির হতে বলা হয়েছে । ওই দিন তাঁদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে CBI সূত্রে খবর । সঙ্গে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে ।

এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য । কিন্তু তখন তিনি দিল্লিতে ছিলেন । সূত্র জানাচ্ছে, তিনি CBI আধিকারিকদের জানান, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন । সেই কারণেই তিনি CBI-র দপ্তরে হাজির হতে পারবেন না । তাই তাঁকে ফের ডাকা হয়েছে বলে খবর ।

নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিয়োটি প্রকাশ করেন, তাতে দেখা যায়, তোয়ালে জড়িয়ে টাকা নিচ্ছেন কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় । সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু । তদন্তে নেমে CBI জানতে পারে, VIP করিডরে কোনও CCTV ক্যামেরা ছিল না । ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা । সেই সূত্রেই চার কর্মীকে ডেকে পাঠায় CBI । মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার । সেই সূত্রে নিজ়াম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী । সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জিত ঘোষ । তাঁদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গিয়েছিলেন কি না । পাশাপাশি জানতে চান আরও কিছু তথ্য । তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও আগে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কেও ।

এর আগেও CBI-র জেরার মুখে পড়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী । প্রাথমিকভাবে দু'বার তলব করা হলেও তখন তিনি যাননি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু । পাশাপাশি CBI-র তদন্তকারী দল শুভেন্দুর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায় । ওই অফিসেই নারদকর্তা ম্যাথু স্যামুয়েল হাজির হয়েছিলেন টাকার বান্ডিল নিয়ে । ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি শুভেন্দুর টাকা নেওয়ার দৃশ্য গোপনে রেকর্ড করেছিলেন বলে দাবি করেন ।

Intro:কলকাতা, 9 সেপ্টেম্বর: নারদ কান্ডে তলব করা হলো রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একইসঙ্গে ফের তলব করা হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় কেউ। আগামী বুধবার তাদের নিজাম প্যালেসের সিবিআইয়ের দপ্তরে হাজির হতে বলা হয়েছে। ওই দিন তাদের ভয়েস স্যাম্পেল নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। সঙ্গে কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে।Body:এর আগে শোভন চট্টোপাধ্যায়কে ডাকা হয় ভয়েস স্যাম্পেলের জন্য। কিন্তু তখন তিনি দিল্লিতে ছিলেন। সূত্র জানাচ্ছে, তিনি সিবিআই আধিকারিকদের জানান ডিভোর্স সংক্রান্ত মামলায় আইনজীবীর পরামর্শ নেওয়ার জন্য দিল্লিতে রয়েছেন। সেই কারণেই তিনি সিবিআইয়ের দপ্তরে হাজির হতে পারবেন না। সেই কারণেই তাকে ফের ডাকা হয়েছে বলে খবর।

নারদ কান্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিও প্রকাশ করেন তাতে দেখা যায়, তোয়ালেতে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু। তদন্তে নেমে CBI জানতে পারে, ভিআইপি করিডরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা। সেই সূত্রেই চার কর্মীকে ডেকে পাঠায় সিবিআই। মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার। সেই সূত্রে নিজাম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী। সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জীৎ ঘোষ। তাদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গিয়েছিলেন কি না। পাশাপাশি জানতে চান আরো কিছু তথ্য। তৎকালীন মেয়র শোভনকেও এর আগে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কেও। Conclusion:এর আগে সিবিআই জেরার মুখে পড়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রাথমিকভাবে দু'বার তলব করা হলে তখন তিনি যাননি। পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু। পাশাপাশি সিবিআইয়ের তদন্তকারী দল শুভেন্দুর হলদিয়ার তৎকালীন অফিসেও তল্লাশি চালায়। এই অফিসেই নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলস হাজির হয়েছিলেন টাকার বান্ডিল নিয়ে। ২০১৪ সালের ১৪ এপ্রিল তিনি শুভেন্দুর টাকা নেওয়ার দৃশ্য স্টিং অপারেশন করেছিলেন এই অফিস থেকেই।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.