ETV Bharat / state

সারদাকাণ্ডে এবার অর্ণব ঘোষকে তলব CBI-র - SIT

অর্ণব ঘোষ ও দিলীপ হাজরাকে নোটিশ পাঠাল CBI । মঙ্গলবার সকালের মধ্যে CGO কমপ্লেক্সে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ।

অর্ণব ঘোষ
author img

By

Published : May 29, 2019, 4:01 AM IST

Updated : May 29, 2019, 10:13 AM IST

কলকাতা, ২৮ মে: সারদাকাণ্ডের তদন্তে অর্ণব ঘোষ এবং দিলীপ হাজরাকে নোটিশ পাঠাল CBI। সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন ওই দু'জন। সেই সময় অর্ণব ঘোষ ছিলেন বিধাননগরের DCDD। মঙ্গলবার তাঁদের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে । 17 মে তাদের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে 24 মে পর্যন্ত রাজীব কুমারকে কোনওভাবে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। এরপরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন নিয়ে পিটিশন দাখিল করেছিলেন রাজীব কুমার । কিন্তু, সময়ের ভুলচুক ও হলফনামায় বেশ কিছু তথ্য না থাকায় তা খারিজ হয়ে যায় । এর মধ্যেই নোটিশ পাঠানো হলেও CGO কমপ্লেক্সে হাজির হননি রাজীব কুমার ।

এদিকে রাজীব কুমারের সঙ্গেই CBI-এর নজরে ছিলেন অর্ণব ঘোষও। এবার তাঁর সঙ্গে দীলিপ হাজরাকেও হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা, ২৮ মে: সারদাকাণ্ডের তদন্তে অর্ণব ঘোষ এবং দিলীপ হাজরাকে নোটিশ পাঠাল CBI। সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন ওই দু'জন। সেই সময় অর্ণব ঘোষ ছিলেন বিধাননগরের DCDD। মঙ্গলবার তাঁদের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI।

এরপর সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে । 17 মে তাদের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে 24 মে পর্যন্ত রাজীব কুমারকে কোনওভাবে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। এরপরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন নিয়ে পিটিশন দাখিল করেছিলেন রাজীব কুমার । কিন্তু, সময়ের ভুলচুক ও হলফনামায় বেশ কিছু তথ্য না থাকায় তা খারিজ হয়ে যায় । এর মধ্যেই নোটিশ পাঠানো হলেও CGO কমপ্লেক্সে হাজির হননি রাজীব কুমার ।

এদিকে রাজীব কুমারের সঙ্গেই CBI-এর নজরে ছিলেন অর্ণব ঘোষও। এবার তাঁর সঙ্গে দীলিপ হাজরাকেও হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Intro:কলকাতা, ২৮ মে: সারদাকাণ্ডের তদন্তে অর্ণব ঘোষ এবং দীলিপ হাজরাকে নোটিস পাঠাল সিবিআই। সারদা তদন্তে গঠিত SIT এর সদস্য ছিলেন ওই দুজন। অর্ণব ছিলেন বিধাননগরের তৎকালীন DCDD। আগামীকাল ওই দুজনকে দেখা করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।  Body:রাজীব কুমারের সঙ্গেই সিবিআইয়ের নজরে ছিলেন অর্ণব ঘোষ। রাজিবের পর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। Conclusion:
Last Updated : May 29, 2019, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.