ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার কাণ্ডে অনুব্রত-ঘনিষ্ঠ করিম খানকে তলব সিবিআইয়ের - অনুব্রত মণ্ডল

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন আসানসোলে জেল হেফাজতে ৷ তাঁর ঘনিষ্ঠ করিম খানকে আজই ডেকে পাঠিয়েছে সিবিআই (CBI summons an associate of Anubrata Mondal) ৷

Cattle Smuggling Case
ETV Bharat
author img

By

Published : Nov 3, 2022, 9:54 AM IST

Updated : Nov 3, 2022, 10:42 AM IST

কলকাতা, 3 নভেম্বর: গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ করিম খানকে দ্বিতীয়বারের জন্য তলব করল সিবিআই (BI summons an associate of Anubrata Mondal) । জানা গিয়েছে, আজ সকাল 11টার মধ্যে কলকাতায় নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । সঙ্গে কেরিম খানের আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত সব নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে ৷ এর আগে করিম খানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । এবার বীরভূমে তাঁর বাড়িতে গিয়ে কার্যত তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই করিম খানের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকেরা ৷ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যাঁদের সঙ্গে নিত্য ওঠাবসা করতেন তাঁদের মধ্যে অন্যতম এই করিম খান । 2011 সালের পর থেকে হঠাৎ করিম খানের সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে ।

আরও পড়ুন: রাজনৈতিক সন্ন্যাস নিলে তবেই কি জামিন, আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবীর

শুধু বীরভূম জেলা নয়, বরং বীরভূম জেলার বাইরেও একাধিক সম্পত্তি রয়েছে করিম খানের ৷ সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় এর আগে একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করে যে সব তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে বৃহস্পতিবার করিম খানকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা । করিম খানের আগের দেওয়া বক্তব্যের সঙ্গে এদিনের বয়ান মিলিয়ে দেখা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে ।

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই ৷ এই কাণ্ডে মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন ৷ আগামী 11 নভেম্বর ফের এই মামলার শুনানি হওয়ার কথা ৷

কলকাতা, 3 নভেম্বর: গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ করিম খানকে দ্বিতীয়বারের জন্য তলব করল সিবিআই (BI summons an associate of Anubrata Mondal) । জানা গিয়েছে, আজ সকাল 11টার মধ্যে কলকাতায় নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । সঙ্গে কেরিম খানের আয়-ব্যয়ের হিসেব সংক্রান্ত সব নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে ৷ এর আগে করিম খানকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । এবার বীরভূমে তাঁর বাড়িতে গিয়ে কার্যত তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই করিম খানের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন সিবিআই আধিকারিকেরা ৷ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যাঁদের সঙ্গে নিত্য ওঠাবসা করতেন তাঁদের মধ্যে অন্যতম এই করিম খান । 2011 সালের পর থেকে হঠাৎ করিম খানের সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে ।

আরও পড়ুন: রাজনৈতিক সন্ন্যাস নিলে তবেই কি জামিন, আদালতে সওয়াল অনুব্রতর আইনজীবীর

শুধু বীরভূম জেলা নয়, বরং বীরভূম জেলার বাইরেও একাধিক সম্পত্তি রয়েছে করিম খানের ৷ সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় এর আগে একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করে যে সব তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে বৃহস্পতিবার করিম খানকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা । করিম খানের আগের দেওয়া বক্তব্যের সঙ্গে এদিনের বয়ান মিলিয়ে দেখা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে ।

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই ৷ এই কাণ্ডে মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোলের বিশেষ সংশোধনাগারে রয়েছেন ৷ আগামী 11 নভেম্বর ফের এই মামলার শুনানি হওয়ার কথা ৷

Last Updated : Nov 3, 2022, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.