ETV Bharat / state

Narada Case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের স্থায়ী জামিন - Firhad Sovan Madan Bail

নারদ মামলায় (Narada Sting Case) গত মে মাসে গ্রেফতার হয়েছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় ৷ সেই নিয়ে তখন ব্যাপক তুলকালাম হয়েছিল ৷ পরে কলকাতা হাইকোর্টে তাঁদের জামিন দেওয়া হয় ৷ তবে নারদে ইডির মামলায় এতদিন অন্তর্বর্তী জামিনে ছিলেন তাঁরা ৷

cbi-special-court-grants-bail-for-firhad-madan-sovan-in-narada-case
Narada Case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের জামিন
author img

By

Published : Jan 28, 2022, 5:10 PM IST

Updated : Jan 28, 2022, 7:24 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের জামিন নিশ্চিত করল সিবিআইয়ের বিশেষ আদালত (cbi special court grants bail for firhad madan sovan in narada case) ৷ শুক্রবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 16 মার্চ ৷

এদিন ওই মামলার শুনানির জন্য নগর দায়রা আদালতে হাজিরা দিলেন রাজ্যের তিন হেডিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় (Firhad-Sovan-Madan Bail) । তাঁরা এতদিন অন্তর্বর্তী জামিনে ছিলেন ৷

এর আগে সিবিআই এই নেতাদের গ্রেফতার করেছিল নারদ মামলায় (Narada Sting Case) । কিন্তু গত মে মাসে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তাঁরা ৷ পরে ইডি নারদ মামলায় নতুন করে চার্জশিট পেশ করে (ED files Charge sheet on Narada Case) । ফিরহাদ হাকিম, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্রোপাধ্যায়ের নাম ছিল তাতে ।

নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের স্থায়ী জামিন

গত নভেম্বরে এই মামলাটি নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে উঠলে তিনজনকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয় (Firhad Sovan Madan Interim Bail Plea) ৷ 28 জানুয়ারি অর্থাৎ আজ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ছিল । সেই শুনানিতেই এই স্থায়ী জামিন দিয়েছে আদালত ৷

উল্লেখ্য, এর আগে অভিযোগ ওঠে নারদ মামলায় বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়া রাজ্যের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই ও ইডি ৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । এখনও সেই বিতর্কের অবসান হয়নি ।

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

কলকাতা, 28 জানুয়ারি : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের জামিন নিশ্চিত করল সিবিআইয়ের বিশেষ আদালত (cbi special court grants bail for firhad madan sovan in narada case) ৷ শুক্রবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 16 মার্চ ৷

এদিন ওই মামলার শুনানির জন্য নগর দায়রা আদালতে হাজিরা দিলেন রাজ্যের তিন হেডিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় (Firhad-Sovan-Madan Bail) । তাঁরা এতদিন অন্তর্বর্তী জামিনে ছিলেন ৷

এর আগে সিবিআই এই নেতাদের গ্রেফতার করেছিল নারদ মামলায় (Narada Sting Case) । কিন্তু গত মে মাসে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তাঁরা ৷ পরে ইডি নারদ মামলায় নতুন করে চার্জশিট পেশ করে (ED files Charge sheet on Narada Case) । ফিরহাদ হাকিম, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্রোপাধ্যায়ের নাম ছিল তাতে ।

নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের স্থায়ী জামিন

গত নভেম্বরে এই মামলাটি নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই আদালতে উঠলে তিনজনকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয় (Firhad Sovan Madan Interim Bail Plea) ৷ 28 জানুয়ারি অর্থাৎ আজ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ছিল । সেই শুনানিতেই এই স্থায়ী জামিন দিয়েছে আদালত ৷

উল্লেখ্য, এর আগে অভিযোগ ওঠে নারদ মামলায় বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়া রাজ্যের বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই ও ইডি ৷ তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল । এখনও সেই বিতর্কের অবসান হয়নি ।

আরও পড়ুন : Narada case : নারদ মামলায় ফিরহাদ-মদন-শোভনের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল

Last Updated : Jan 28, 2022, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.