কলকাতা, 19 সেপ্টেম্বর : কোনও খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না CBI ৷ তাই যোগাযোগের জন্য তাঁর সক্রিয় ফোন নম্বর চেয়ে এবার DG বীরেন্দ্রকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷
এদিকে, আজ সকালে আলিপুর IPS কোয়ার্টার্সে রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালায় CBI । কিন্তু, রাজীবের সন্ধান পায়নি । কিছুক্ষণ পর তারা ফেরত চলে যায় । রাজীবের খোঁজ পেতে গতকাল গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল । মোট 12 জন অফিসারকে নিয়ে এই দল তৈরি করা হয়েছে । CBI সূত্রে খবর, এই দলে যুক্ত করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের কয়েকজন দক্ষ অফিসারকে । এছাড়াও দলে রয়েছেন দু'জন SP পদমর্যাদার অফিসার । রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররাও ।
CBI সূত্রে খবর, রাজীবের খোঁজে যে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে তারা বেশ কিছু এলাকায় রাতভর নজরদারি চালিয়েছে ৷ পাশাপাশি আজ সিনিয়র অফিসারদের সঙ্গে ওই বিশেষ তদন্তকারী দলের অফিসাররা বৈঠকও করছেন । রাজীব কুমারের বিষয়ে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা ঠিক করা হচ্ছে এই বৈঠকে ৷
এখনও পর্যন্ত রাজীব কুমারের খোঁজ পাওয়া না গেলেও, বেশ কিছু সূত্র পাওয়া গেছে বলে CBI সূত্রে জানা গেছে ৷ পুরো বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব । তদন্তকারী দলের তরফে আসা ইনপুটও বিশ্লেষণ করা হচ্ছে CGO কমপ্লেক্সে হওয়া বিশেষ বৈঠকে ৷ তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত ৷
এই পরিস্থিতির মধ্যেই তৎপরতা লক্ষ্য করা গেছে আলিপুর আদালতেও ৷ ইতিমধ্যে CBI-এর একটি দল আলিপুর আদালতে রওনা দিয়েছে । CBI-এর তরফে রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হতে পারে আদালতে । অন্যদিকে, রাজীবের আইনজীবীরাও আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করতে চলেছেন । তার জেরে আজ আলিপুর আদালতে আইনি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ।