ETV Bharat / state

সকালেও রাজীব কুমারের খোঁজে তল্লাশি, নম্বর চেয়ে DGP-কে চিঠি CBI-এর

খোঁজ নেই রাজীব কুমারের ৷ তবে আজ আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেন তাঁর আইনজীবীরা ৷ অন্যদিকে তাঁর গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করতে পারে CBI ৷

author img

By

Published : Sep 19, 2019, 1:24 PM IST

Updated : Sep 19, 2019, 2:44 PM IST

রাজীব কুমার

কলকাতা, 19 সেপ্টেম্বর : কোনও খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না CBI ৷ তাই যোগাযোগের জন্য তাঁর সক্রিয় ফোন নম্বর চেয়ে এবার DG বীরেন্দ্রকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷

এদিকে, আজ সকালে আলিপুর IPS কোয়ার্টার্সে রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালায় CBI । কিন্তু, রাজীবের সন্ধান পায়নি । কিছুক্ষণ পর তারা ফেরত চলে যায় । রাজীবের খোঁজ পেতে গতকাল গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল । মোট 12 জন অফিসারকে নিয়ে এই দল তৈরি করা হয়েছে । CBI সূত্রে খবর, এই দলে যুক্ত করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের কয়েকজন দক্ষ অফিসারকে । এছাড়াও দলে রয়েছেন দু'জন SP পদমর্যাদার অফিসার । রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররাও ।

CBI সূত্রে খবর, রাজীবের খোঁজে যে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে তারা বেশ কিছু এলাকায় রাতভর নজরদারি চালিয়েছে ৷ পাশাপাশি আজ সিনিয়র অফিসারদের সঙ্গে ওই বিশেষ তদন্তকারী দলের অফিসাররা বৈঠকও করছেন । রাজীব কুমারের বিষয়ে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা ঠিক করা হচ্ছে এই বৈঠকে ৷

এখনও পর্যন্ত রাজীব কুমারের খোঁজ পাওয়া না গেলেও, বেশ কিছু সূত্র পাওয়া গেছে বলে CBI সূত্রে জানা গেছে ৷ পুরো বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব । তদন্তকারী দলের তরফে আসা ইনপুটও বিশ্লেষণ করা হচ্ছে CGO কমপ্লেক্সে হওয়া বিশেষ বৈঠকে ৷ তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত ৷

এই পরিস্থিতির মধ্যেই তৎপরতা লক্ষ্য করা গেছে আলিপুর আদালতেও ৷ ইতিমধ্যে CBI-এর একটি দল আলিপুর আদালতে রওনা দিয়েছে । CBI-এর তরফে রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হতে পারে আদালতে । অন্যদিকে, রাজীবের আইনজীবীরাও আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করতে চলেছেন । তার জেরে আজ আলিপুর আদালতে আইনি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 19 সেপ্টেম্বর : কোনও খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের ৷ ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না CBI ৷ তাই যোগাযোগের জন্য তাঁর সক্রিয় ফোন নম্বর চেয়ে এবার DG বীরেন্দ্রকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা ৷

এদিকে, আজ সকালে আলিপুর IPS কোয়ার্টার্সে রাজীব কুমারের খোঁজে তল্লাশি চালায় CBI । কিন্তু, রাজীবের সন্ধান পায়নি । কিছুক্ষণ পর তারা ফেরত চলে যায় । রাজীবের খোঁজ পেতে গতকাল গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল । মোট 12 জন অফিসারকে নিয়ে এই দল তৈরি করা হয়েছে । CBI সূত্রে খবর, এই দলে যুক্ত করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশের কয়েকজন দক্ষ অফিসারকে । এছাড়াও দলে রয়েছেন দু'জন SP পদমর্যাদার অফিসার । রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররাও ।

CBI সূত্রে খবর, রাজীবের খোঁজে যে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে তারা বেশ কিছু এলাকায় রাতভর নজরদারি চালিয়েছে ৷ পাশাপাশি আজ সিনিয়র অফিসারদের সঙ্গে ওই বিশেষ তদন্তকারী দলের অফিসাররা বৈঠকও করছেন । রাজীব কুমারের বিষয়ে এরপর কী পদক্ষেপ নেওয়া হবে তার রূপরেখা ঠিক করা হচ্ছে এই বৈঠকে ৷

এখনও পর্যন্ত রাজীব কুমারের খোঁজ পাওয়া না গেলেও, বেশ কিছু সূত্র পাওয়া গেছে বলে CBI সূত্রে জানা গেছে ৷ পুরো বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন CBI-এর যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব । তদন্তকারী দলের তরফে আসা ইনপুটও বিশ্লেষণ করা হচ্ছে CGO কমপ্লেক্সে হওয়া বিশেষ বৈঠকে ৷ তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত ৷

এই পরিস্থিতির মধ্যেই তৎপরতা লক্ষ্য করা গেছে আলিপুর আদালতেও ৷ ইতিমধ্যে CBI-এর একটি দল আলিপুর আদালতে রওনা দিয়েছে । CBI-এর তরফে রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হতে পারে আদালতে । অন্যদিকে, রাজীবের আইনজীবীরাও আলিপুর আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করতে চলেছেন । তার জেরে আজ আলিপুর আদালতে আইনি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে ।

Intro:কলকাতা, ১৯ সেপ্টেম্বর: এখনও খোঁজ নেই কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। তার খোঁজে সিবিআই এর তরফে চলছে বিশেষ তৎপরতা। রাজীব কুমারের বিষয়ে যে বিশেষ তদন্তকারী দল তৈরি হয়েছে তারা রাতভর বেশ কিছু স্থানে নজরদারি চালিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি আজ সিনিয়র অফিসারদের সঙ্গে ওই বিশেষ তদন্তকারী দলের অফিসাররা বৈঠক করছেন। এই বৈঠকে ঠিক হবে রাজীব কুমারের বিষয়ে পরবর্তী পদক্ষেপের রূপরেখা।Body:রাজীব কুমারের খোঁজ পেতে গতকাল গঠন করা হয়েছে বিশেষ দল। মোট ১২ জন অফিসারকে নিয়ে এই দল তৈরি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এই দলে যুক্ত করা হয়েছে দিল্লী এবং উত্তর প্রদেশের কয়েকজন দক্ষ অফিসারকে। এই দলে রয়েছেন দুজন SP পদমর্যাদার কর্তা। সঙ্গে আছে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসাররাও। এই দলটি কয়েকটি ভাগে গত রাতভর সম্ভাব্য বেশ কিছু স্থানে নজরদারি চালিয়েছে বলে জানা গেছে। সিবিআই সূত্রে খবর, এখনো পর্যন্ত সঠিকভাবে রাজীব কুমারের খোঁজ পাওয়া যায়নি। তবে বেশ কিছু সূত্র পাওয়া গেছে। পুরো বিষয়টিতে পরামর্শ দিচ্ছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। এই দলটির কাছে আসা ইনপুটের বিশ্লেষণ করা হচ্ছে CGO কমপ্লেক্সের বিশেষ বৈঠকে। এই বৈঠকেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত।Conclusion:এদিকে আজ দু'তরফেই আলিপুর আদালতে বিশেষ তৎপরতার সম্ভবনা। ইতিমধ্যেই CBI এর একটি দল আলিপুর আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে। CBI এর তরফে রাজীব কুমারের গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হতে পারে আদালতে। অন্যদিকে রাজীবের আইনজীবীরা তাঁর আগাম জামিনের আবেদন করতে চলেছেন আলিপুর আদালতে। তার জেরে আজ আলিপুর আদালতে জোরদার আইনী লড়াইয়ের সম্ভাবনা।
Last Updated : Sep 19, 2019, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.