কলকাতা, 6 মে : আদালতের দেওয়া সময়সূচি শেষ । কিন্তু আদালতে বলা সত্বেও সিবিআই দপ্তরে হাজিরা দেননি কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র । ফলে এবার তার সন্ধান পেতে বিনয় মিশ্রের আইনজীবীকে চিঠি দিল সিবিআই । জানতে চাওয়া হল, বিনয় মিশ্র কোথায় ? তবে সিবিআই সূত্রের খবর সেই চিঠির জবাব এখনও আসেনি ।
আদালত থেকে বিনয় মিশ্র কাণ্ডে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, বিনয় মিশ্র রক্ষাকবচ পাবেন ৷ কিন্তু তাঁকে সিবিআইয়ের দপ্তরে গিয়ে হাজিরা দিতে হবে । কিন্তু রক্ষাকবচ চলাকালীন বিনয় মিশ্র একবারের জন্যও সিবিআই দপ্তরে আসেননি । সিবিআইয়ের অভিযোগ উল্টে সিবিআইকে তাঁর আইনজীবী মেইল করে জানান করোনাকালে বিনয় মিশ্র বেরোচ্ছেন না। ফলে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সিবিআই চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে । বিনয় মিশ্রের আইনজীবীর এই অনুরোধ ফিরিয়ে দেয় সিবিআই । তারা দাবি করে আদালত থেকে বলা হয়েছে বিনয় মিশ্রকে সশরীরে হাজিরা দিতে, তাই তাঁকে সিবিআই দপ্তরেই আসতে হবে । আরও পড়ুন : এড়ালেন সশরীরে হাজিরা, বিনয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবে সিবিআই
এরপরেও কেটে গিয়েছে বেশ কয়েক দিন । বিনয় মিশ্রকে দেওয়া আদালতের সময়সীমাও শেষ হয়েছে । ফলে এবার তাঁর খোঁজ চালাতে পারে সিবিআই । পাশাপাশি প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করতে পারে সিবিআই । ফলে তিনি কোথায় আছেন তা জানার জন্য এবার বিনয়ের আইনজীবীকে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।