কলকাতা, 26 ফেব্রুয়ারি : বিনয় মিশ্রর টাকা কোন কোন ব্য়বসায়ী পেয়েছিল তা জানতে ইতিমধ্য়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর তার একটা আন্দাজ করতে পেরেছেন গোয়েন্দা আদিকারিকরা। এবার সেই সূত্র ধরে কলকাতার এক ব্য়বসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই।
আজ সকালে কলকাতার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে ও অফিসে তল্লাশি করেন সিবিআই আধিকারিকরা। তাঁর বাড়ি কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। সেই এলাকাতেই একটি অফিসে রয়েছে তাঁর । সিবিআই গোয়েন্দারা অনুমান করছেন কয়লা কাণ্ডের একাধিকবার টাকা নেন রণধীর। সেই টাকা বিভিন্ন ভাবে বাজারে খাটিয়ে লাভবানও হয়েছেন।
আরও পড়ুন -রুজিরার ব্যাঙ্কের তথ্য দেখতে চায় সিবিআই
সূত্রের খবর, কোন খাতে কত টাকা নিয়েছেন তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা? পাশাপাশি এর সঙ্গে কোনও প্রভাবশালী জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ওই টাকা বাজারে কী অনুপাতে খাটিয়েছেন তা জানতে রণধীরের অফিসের যাবতীয় কাগজপত্র খতিয়ে দেখা হবে। অন্য় একটি সূত্র জানিয়েছে, ওই ব্য়বসায়ীর সঙ্গে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের যোগ থাকতে পারে।