কলকাতা ও গ্যাংটক, 14 অক্টোবর: পুজোর আগে ফের নতুন করে একবার সক্রিয় হল সিবিআই। এবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয় বরং এবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বঙ্গে শনিবার ভোররাত থেকে তল্লাশি অভিযানে নামল সিবিআই। সূত্রের খবর, সিবিআইয়ের 24টি দল একত্রিতভাবে কলকাতার-শহরতলির একাংশ এবং গ্যাংটক ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
সূত্রের খবর, বছরখানেক আগে একটি অভিযোগ দায়ের হয়েছিল যে, পাসপোর্ট অফিস থেকে কেলেঙ্কারির একটি চক্র কাজ করছে। সেই ঘটনারই তদন্তে নামে সিবিআই। শনিবার ভোররাতে সিবিআইয়ের বিশেষ কয়েকটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা এবং বিভিন্ন শহরতলি ছাড়াও উত্তরবঙ্গের, গ্যাংটক শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে । প্রাথমিকভাবে তদন্তে নেমে সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পারেন এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে একাধিক পাসপোর্ট কর্মী।
শুধু পাসপোর্ট কর্মী নয়, এই পাসপোর্ট কেলেঙ্কারি চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন খোদ 16 জন পাসপোর্ট আধিকারিক। যদিও তাদের নাম প্রকাশ করতে চাননি সিবিআইয়ের আধিকারিকরা। এখনও তল্লাশি চলছে বলেই খবর । সম্প্রতি বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ী কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব পাসপোর্ট সংগ্রহ করে ভিন দেশে পাড়ি দিয়েছে। তাদের এখনও পর্যন্ত নাগাল পায়নি সিবিআই। এর মধ্যে পশ্চিমবঙ্গের কয়লা এবং গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত বিনয় মিশ্র অন্যতম নাম সিবিআইয়ের খাতায়।
কয়লা এবং গরু পাচার কাণ্ডে তদন্ত নেমে সিবিআই আধিকারিকরা জানতে আরও জানতে পারেন, বিনয় মিশ্র ইতিমধ্যেই ভারত ছেড়ে অন্য রাষ্ট্রের একটি দ্বীপপুঞ্জে আশ্রয় নিয়েছে। ফলে বিনয় মিশ্রের মতো অভিযুক্ত ব্যক্তিরা কীভাবে পাসপোর্ট পেলেন? তা জানার জন্যই সিবিআই একযোগে কলকাতার পার্শ্ববর্তী এলাকা-সহ উত্তরবঙ্গের গ্যাংটক শিলিগুড়ি-সহ বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযানে নেমেছে।
আরও পড়ুন: পৌর-দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি