ETV Bharat / state

কয়লাপাচার কাণ্ডে দুই ব্য়বসায়ীর খোঁজে সিবিআই

কয়লা কাণ্ডে কয়েকদিন আগে গ্রেফতার করা হয় রণধীর সিংকে ৷ তিনি লালা ওরফে বিনয় মিশ্রর সঙ্গী৷ আজ ফের 2 ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

cbi
সিবিআই অফিস
author img

By

Published : Mar 16, 2021, 1:29 PM IST

কলকাতা, 16 মার্চ : কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলকাতার দুই ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালাল ইডি ও সিবিআই ৷ আজ সকালেই দুই এজেন্সির গোয়েন্দারা হানা দিলেও পালিয়ে যান অভিযুক্ত দুই ব্য়বসায়ী ৷ তাঁদের খোঁজে ইতিমধ্য়ে বেশ কয়েক জায়গায় তল্লাশি চালানো হয়েছে ৷ অভিযুক্তদের নাম সনু আগরওয়াল এবং অমিত আগরওয়াল।

এর আগেও ওই ব্য়বসায়ীদের বাড়িতে হানা দিয়েছিলেন এনআইএ-র গোয়েন্দারা ৷ অভিযোগ, অবৈধ কয়লা পাচার করতেন তাঁরা ৷ লালা ওরফে অনুপ মাঝির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তাঁদের ৷ মাওবাদীদের বিপুল পরিমাণ টাকা দিয়ে সাহায্য় করেছেন তাঁরা ৷

আরও পড়ুন-কয়লা পাচার কান্ডে CBI-র চার সদস্যের দল গঠন

কয়লা খাদান থেকে অবৈধভাবে কয়লা তুলে পাচার করত লালা ৷ পাচার করার মূল দায়িত্ব ছিল সনু ও অমিতের উপর ৷ পাশাপাশি, কোনও কয়লা বোঝাই ট্রেন পুরুলিয়ার উপর দিয়ে গেলে সেই ট্রেনকে স্লো করিয়ে দিতেন তাঁরা ৷ অনেক সময় ট্রেন দাঁড়িয়ে পড়ত ৷ সেসময় ওয়াগন থেকে কয়লা নিয়ে ট্রাকে করে বিভিন্ন এলাকায় পাচার করা হত ৷

সনু ও অমিতের বাড়ি কলকাতায় হলেও তাঁরা মূলত বরাকরের বাসিন্দা ৷ সিবিআই এর 10 সদস্যের একটি টিম আসানসোল, বাঁকুড়া, বরাকর এবং কলকাতার শেক্সপিয়ার সরণিতে তল্লাশি চালিয়েছে। বেশ কিছু নথিপত্র পেয়েছে তারা ৷

কলকাতা, 16 মার্চ : কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলকাতার দুই ব্য়বসায়ীর বাড়িতে তল্লাশি চালাল ইডি ও সিবিআই ৷ আজ সকালেই দুই এজেন্সির গোয়েন্দারা হানা দিলেও পালিয়ে যান অভিযুক্ত দুই ব্য়বসায়ী ৷ তাঁদের খোঁজে ইতিমধ্য়ে বেশ কয়েক জায়গায় তল্লাশি চালানো হয়েছে ৷ অভিযুক্তদের নাম সনু আগরওয়াল এবং অমিত আগরওয়াল।

এর আগেও ওই ব্য়বসায়ীদের বাড়িতে হানা দিয়েছিলেন এনআইএ-র গোয়েন্দারা ৷ অভিযোগ, অবৈধ কয়লা পাচার করতেন তাঁরা ৷ লালা ওরফে অনুপ মাঝির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তাঁদের ৷ মাওবাদীদের বিপুল পরিমাণ টাকা দিয়ে সাহায্য় করেছেন তাঁরা ৷

আরও পড়ুন-কয়লা পাচার কান্ডে CBI-র চার সদস্যের দল গঠন

কয়লা খাদান থেকে অবৈধভাবে কয়লা তুলে পাচার করত লালা ৷ পাচার করার মূল দায়িত্ব ছিল সনু ও অমিতের উপর ৷ পাশাপাশি, কোনও কয়লা বোঝাই ট্রেন পুরুলিয়ার উপর দিয়ে গেলে সেই ট্রেনকে স্লো করিয়ে দিতেন তাঁরা ৷ অনেক সময় ট্রেন দাঁড়িয়ে পড়ত ৷ সেসময় ওয়াগন থেকে কয়লা নিয়ে ট্রাকে করে বিভিন্ন এলাকায় পাচার করা হত ৷

সনু ও অমিতের বাড়ি কলকাতায় হলেও তাঁরা মূলত বরাকরের বাসিন্দা ৷ সিবিআই এর 10 সদস্যের একটি টিম আসানসোল, বাঁকুড়া, বরাকর এবং কলকাতার শেক্সপিয়ার সরণিতে তল্লাশি চালিয়েছে। বেশ কিছু নথিপত্র পেয়েছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.