ETV Bharat / state

কয়লাকাণ্ডে ধৃত বামাপদের জবানবন্দি রেকর্ড করতে চায় সিবিআই - Kolkata crime news

সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের কালো টাকা একাধিক সময়ে একাধিক ব্যবসায়ীরা নিয়ে লাভবান হয়েছিলেন । শুধু ব্যবসায়ী নয়, ধৃত বামাপদের কাছ থেকে তাঁরা বেশকিছু প্রভাবশালীর নামও পেয়েছেন ।

coal smuggling case
ছবি
author img

By

Published : Mar 8, 2021, 5:28 PM IST

কলকাতা, 8 মার্চ : রাজ্যে কয়লাকাণ্ডে ধৃত বামাপদ দে'র জবানবন্দি রেকর্ড করা হবে বলে সিবিআই সূত্রের খবর । তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা । ফলে এক্ষেত্রে বামাপদের জবানবন্দি রেকর্ড করে এই তদন্তে অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

এই বিষয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তার জবানবন্দি রেকর্ড করানোর ব্যবস্থা করবে সিবিআই । তবে কেন আচমকা আদালতে জবানবন্দি রেকর্ড করার সিদ্ধান্ত নিল সিবিআই ? এই বিষয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বেঁধেছে । সিবিআই সূত্রের খবর, কয়লাকাণ্ডে ধৃত বামাপদের কাছ থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং তাকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন তাঁরা । ফলে এই বিষয়ে তার জবানবন্দি রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে ।

আরও পড়ুন : গোরু পাচার কাণ্ডে তলব, সিবিআই দপ্তরে হাজিরা আইপিএস অফিসারের

সূত্রের খবর, ধৃত বামাপদ এক সপ্তাহে 50 থেকে 60 কোটি টাকা নিয়ে বেরোত । এরপরে রাজ্যে একাধিক প্রভাবশালীদের কাছে সেই টাকা থেকে পৌঁছে দিত । লালা ওরফে অনুপ মাঝির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত এই বামাপদ দে । জানা গিয়েছে এই বিষয়ে অনেকদিন আগে থেকেই সিবিআইয়ের কাছে খবর ছিল । ফলে গোয়েন্দারাও ওত পেতে বসেছিলেন ৷ জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডের কালো টাকা একাধিক সময়ে একাধিক ব্যবসায়ীরা নিয়ে লাভবান হয়েছিলেন । শুধু ব্যবসায়ী নয়, ধৃত বামাপদের কাছ থেকে তাঁরা বেশকিছু প্রভাবশালীর নামও পেয়েছেন ।

সেই কারণেই তার এই বয়ান রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে সিবিআইয়ের কাছে ।

কলকাতা, 8 মার্চ : রাজ্যে কয়লাকাণ্ডে ধৃত বামাপদ দে'র জবানবন্দি রেকর্ড করা হবে বলে সিবিআই সূত্রের খবর । তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা । ফলে এক্ষেত্রে বামাপদের জবানবন্দি রেকর্ড করে এই তদন্তে অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

এই বিষয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তার জবানবন্দি রেকর্ড করানোর ব্যবস্থা করবে সিবিআই । তবে কেন আচমকা আদালতে জবানবন্দি রেকর্ড করার সিদ্ধান্ত নিল সিবিআই ? এই বিষয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বেঁধেছে । সিবিআই সূত্রের খবর, কয়লাকাণ্ডে ধৃত বামাপদের কাছ থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং তাকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন তাঁরা । ফলে এই বিষয়ে তার জবানবন্দি রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে ।

আরও পড়ুন : গোরু পাচার কাণ্ডে তলব, সিবিআই দপ্তরে হাজিরা আইপিএস অফিসারের

সূত্রের খবর, ধৃত বামাপদ এক সপ্তাহে 50 থেকে 60 কোটি টাকা নিয়ে বেরোত । এরপরে রাজ্যে একাধিক প্রভাবশালীদের কাছে সেই টাকা থেকে পৌঁছে দিত । লালা ওরফে অনুপ মাঝির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত এই বামাপদ দে । জানা গিয়েছে এই বিষয়ে অনেকদিন আগে থেকেই সিবিআইয়ের কাছে খবর ছিল । ফলে গোয়েন্দারাও ওত পেতে বসেছিলেন ৷ জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডের কালো টাকা একাধিক সময়ে একাধিক ব্যবসায়ীরা নিয়ে লাভবান হয়েছিলেন । শুধু ব্যবসায়ী নয়, ধৃত বামাপদের কাছ থেকে তাঁরা বেশকিছু প্রভাবশালীর নামও পেয়েছেন ।

সেই কারণেই তার এই বয়ান রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে সিবিআইয়ের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.