কলকাতা, 29 এপ্রিল: দুর্নীতি মামলায় রীতিমতো ধরপাকড় চলছে ৷ এরই মধ্যে হাইকোর্ট প্রশ্ন করেছিল টাকার বিনিময়ে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বদের দ্বারস্থ হয়ে যারা বেআইনিভাবে চাকরি হাসিল করেছেন তাদের কেন কেন্দ্রীয় তদন্তকারী জিজ্ঞাসাবাদ করছেন না। তাই হাইকোর্টের নির্দেশের পর অবশেষে এবার দুর্নীতি কাণ্ডে যে সকল অযোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তাঁদের একাংশকে সোমবার থেকে বুধবারের মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷
গতকাল অযোগ্য চাকরিপ্রার্থীদের একাংশকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। জানা গিয়েছে, সেই নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে আগামী সপ্তাহের সোম থেকে বুধবারের মধ্যে নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে তাঁদের দেখা করতে হবে ৷ পাশাপাশি সঙ্গে নিয়ে আসতে হবে নিয়োগ সংক্রান্ত নথিপত্র। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা প্রথমেই জানতে পারেন যে, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান-সহ বিভিন্ন জেলায় একাধিক অযোগ্য চাকরি প্রার্থীরা এখনও দেদার চাকরি করে বেড়াচ্ছেন।
তাঁরা মোটা অংকের টাকার বিনিময়ে চাকরিগুলি হাসিল করেছেন। তদন্তকারীরা মনে করছেন, অযোগ্য চাকরিপ্রার্থীদের এবং তাঁদের বয়ান নথিভুক্ত করে এই তদন্তে অনেকটা অগ্রগতি পাওয়া সম্ভব হবে। জানা গিয়েছে, প্রথম অবস্থায় এই অযোগ্য চাকরিপ্রার্থীদের বয়ান নথিভুক্ত করা হবে। মূলত তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে চাকরি বিক্রি হচ্ছে এমন খবর তাঁরা কোথা থেকে পেয়েছিলেন? প্রথম অবস্থায় চাকরি পাওয়ার জন্য কোন ব্যক্তির দারস্থ হতে হয়েছিল?
আরও পড়ুন: মৃত্যুঞ্জয় বর্মন মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি হাইকোর্টে
এছাড়াও কতগুলি হাত ঘুরে মোট কত টাকার বিনিময়ে চাকরি করেছে? তদন্তকারীদের এই সকল অযোগ্য চাকরিপ্রার্থীদের যদি মনে হয় সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা যেতে পারে। তদন্তকারীদের দাবি, এই সকল অযোগ্য চাকরিপ্রার্থীরা প্রথমে এজেন্ট মারফত যোগাযোগ করে এবং পরে রাজ্যের বিভিন্ন প্রভাবশালীদের মোটা অংকের টাকার বিনিময় যোগ্য প্রার্থীদের প্যানেল লিস্ট থেকে সরিয়ে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।