কলকাতা, 5 এপ্রিল : গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই (CBI Summons Anubrata Mandal) ৷ এর আগে একাধিকবার সিবিআইয়ের কাছে হাজিরা এড়িয়েছেন অনুব্রত ৷ এবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই তৃণমূল নেতা ৷ কিন্তু হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দেয়নি ৷ ফলে বুধবার অনুব্রত কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে আসেন কি না সেদিকেই নজর সকলের ৷
হাইপ্রোফাইল এই তৃণমূল নেতাকে জেরা করার আগে তৎপরতা শুরু হয়েছে সিবিআই আধিকারিকদের মধ্যেও ৷ নিজাম প্যালেস সূত্রের খবর, মঙ্গলবার দিল্লির সিবিআই সদর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার এক সিবিআই কর্তা ৷ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ওই সিবিআই আধিকারিক কলকাতা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন ৷ সিবিআই সূত্রে খবর, এদিন দিল্লি থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয় কলকাতার ওই সিবিআই আধিকারিককে ৷ গরু পাচারকাণ্ডের তদন্তে এতদিন যেসব তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বয়ান সিবিআই তদন্তকারীরে পেয়েছেন, তার ভিত্তিতে প্রশ্নমালা সাজিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
আরও পড়ুয়া : সিবিআইয়ের তলব, বুধে কি নিজাম প্যালেসে অনুব্রত ?
ইতিমধ্যেই, গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা ৷ টাকা লেনদেন-সহ একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের ৷ উঠে এসেছে একাধিক প্রভাবশালীর নাম ৷ এই তথ্য-প্রমাণ থেকে সিবিআইয়ের আধিকারিকদের মনে হয়েছে গরু পাচারকাণ্ডে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের যোগ থাকার সম্ভাবনা রয়েছে । সেকারণেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছে সিবিআই ৷
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সেই জেলারই মীরপুর সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার হয়েছে বলে অভিযোগ ৷ এখান থেকে ভিনদেশে গরু পাচারের কোনও তথ্য অনুব্রত জানতেন কি না, তা জানতে চায় সিবিআই ৷ বিষয়টি অনুব্রত জেনে থাকলে, তিনি পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন কি না, কারা এই ঘটনায় জড়িত, তাদের অনুব্রত চেনেন কি না? এর আগে একাধিকবার তলব করা হলেও কেন তিনি সিবিআইয়ের জেরা এড়িয়েছেন অনুব্রত, এই যাবতীয় প্রশ্নের উত্তর পেতে চাইছেন সিবিআই গোয়েন্দারা ৷