কলকাতা, 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখ থেকেই শোনা যায়, হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। পরে কুন্তল ঘোষকে একাধিকবার সিবিআই (CBI) দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরও পরে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে কুন্তল ঘোষকে তাঁর নিউটাউনের আবাসন থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এছাড়াও গতকাল মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সিবিআই দফতরে ডেকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকেও গ্রেফতার করে সিবিআই। আজ তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাওয়া হবে পুলিশের তরফে। আর তারপরই কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর ৷
নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, কুন্তল ঘোষকে গ্রেফতারের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছিলেন এই ঘটনায় তাপস মণ্ডলও যুক্ত রয়েছেন ৷ সেই সঙ্গে এটাও জানতে পেরেছিলেন একটি টাকার লেনদেনও হয়েছিল তাপস এবং কুন্তলের মধ্যে। ফলে কী সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে লক্ষাধিক টাকার লেনদেন হয়েছিল এবং এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাপস মণ্ডলের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা জানার জন্যই এবার সিবিআই আধিকারিকরা কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান।
আরও পড়ুন: কুন্তল মিথ্যেবাদী, ফের ইডি দফতরে এসে জানালেন তাপস-ঘনিষ্ঠ গোপাল দলপতি
কুন্তল ঘোষকে ইতিমধ্যেই জেরা করে ইডি'র গোয়েন্দারা একাধিক তথ্য পেয়েছেন। গ্রেফতার হওয়ার পরই তিনি অভিযোগ করেন, তাপস একাধিক তথ্য দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করছেন বটে তবে তিনি নিজেও এই ঘটনায় যুক্ত। কুন্তলের অভিযোগ, তিনি তাপসকে টাকা দেননি ৷ সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সামনে তাঁর নাম তাপস বলেছিলেন। ফলে এই বিষয়ে তাপসকেও নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক কেন্দ্রীয় তদন্তকারীরা, এমনটাই দাবি ছিল কুন্তলের ৷ গতকাল নিজাম প্যালেসে তাপস মণ্ডলকে ডেকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। কিন্তু তাঁদের দাবি একাধিক তথ্য তাপস মণ্ডল দিতে রাজি হলেও নিজের সম্পর্কে কোনও তথ্য দিচ্ছিলেন না। ফলে তাঁকে গ্রেফতার করে সিবিআই।