কলকাতা, 10 সেপ্টেম্বর: এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিবিআই (Shanti Prasad Sinha CBI interrogation) । তাঁর বিরুদ্ধে অভিযোগ, তথ্য-প্রমাণ লোপাট এবং সিবিআইয়ের সঙ্গে তদন্তে অসহযোগিতা । এখন জেল হেফাজতে রয়েছেন এসপি সিনহা । কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন । এই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই । আদালতের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই আর্জি মেনে নেওয়া হয় ৷ ফলে শনিবার সাতসকালে এসপি সিনহাকে নিজাম প্যালেসে জেরা শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
মূলত এসপি সিনহা কোন কোন প্রভাবশালীদের সঙ্গে কথা বলতেন এবং তিনি এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান হয়েও কেন একাধিক অযোগ্য প্রার্থীদের নাম এসএসসির প্যানেল লিস্টে রাখলেন এবং তা কাদের কথায়- এসব তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ।
আরও পড়ুন: এসএসসি কাণ্ডে ধৃত প্রদীপ সিংকে আদালতে পেশ করা হবে আজ
এর মধ্যে এসপি সিনহার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে নিউটাউন থেকে এসএসসির মিডল ম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিং নামে দু'জনকে গ্রেফতার করেছে সিবিআই । তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এসপি সিনহা । প্রসন্ন রায়ের কথায়, একাধিক অযোগ্য প্রার্থীর নাম চাকরির প্যানেল লিস্টে তুলে দিয়েছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা ।
এছাড়াও এসপি সিনহার সঙ্গে তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কী ধরনের সম্পর্ক ছিল এবং আর কোন কোন প্রভাবশালী এসএসসি দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, তা জানার জন্য নিজাম প্যালেসের 15 তলায় অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের একটি বিশেষ প্রতিনিধি দল । নিজাম প্য়ালেস সূত্রের খবর, এসপি সিনহাকে জেরার আগে দিল্লির সিবিআই-এর সদর দফতরের আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেন কলকাতার সিবিআই-এর আধিকারিকরা ৷