কলকাতা,২০ মে: 17 মে নারদ কাণ্ডে তৃণমূলের তিন হেভিওয়েট নেতাসহ শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে নিজাম প্যালেসের গেটের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা । এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে চিঠি পাঠাল সিবিআই ।
সিবিআই সূত্রের খবর, সংশ্লিষ্ট চিঠিতে জানতে চাওয়া হয়েছে, 17 মে ঘটনাটি ঘটার সময় গেটের বাইরে কলকাতা পুলিশের কত সংখ্যক কর্মী মোতায়েন ছিল । পাশাপাশি জানতে চাওয়া হয়েছে, কত সংখ্যক বিক্ষোভকারী গেটের বাইরে জড়ো হয়েছিল । ঘটনাস্থলে কোন কোন থানার অফিসার ইনচার্জ আধিকারিকরা উপস্থিত ছিলেন, কোন কোন ডিভিশনের ডেপুটি কমিশনারের সেখানে উপস্থিত ছিলেন এবং 17 মে নিজাম প্যালেসের বাইরে পুলিশের ইনচার্জ হিসাবে কোন কোন আইপিএস আধিকারিক ছিলেন, তাও জানতে চাওয়া হয়েছে । ইতিমধ্যেই নিজাম প্যালেসে ইট ছোড়ার ঘটনায় একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জমা দিয়েছে সিবিআই ।
উত্তেজিত জনতার বিক্ষোভের গোটা ঘটনাটি তারা ভিডিওগ্রাফি করেছিল । এছাড়াও মিডিয়ার একাধিক ফুটেজ সংগ্রহ করে প্রমাণস্বরূপ সেই ভিডিওগুলি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে । উল্লেখ্য নারদ কাণ্ডে তৃণমূলের তিন হেভিওয়েট নেতা-মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে সিবিআয়ের গ্রেফতারির পরই উত্তেজিত হয়ে ওঠেন তৃণমূল সমর্থকরা । তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এমনকি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে ইট-পাথর ছোড়া হয় ৷