ETV Bharat / state

নবান্নে CBI অফিসাররা, চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে - চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে

গতকাল মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের চিঠি গ্রহণ করেনি ৷ সেই চিঠি দিতে আজ সকালে নবান্নে যান CBI অফিসাররা ।

নবান্ন
author img

By

Published : Sep 16, 2019, 2:06 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : ছুটি থাকায় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে লেখা CBI-র চিঠি গতকাল গ্রহণ করেনি নবান্ন ৷ তাই আজ সকাল সাড়ে 11টা নাগাদ ফের নবান্নে গেলেন CBI অফিসাররা । চিঠি দিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে ৷

CBI আধিকারিকরা গতকাল বিকেল সাড়ে 5টায় চারটি চিঠি নিয়ে নবান্নে যান । এর মধ্যে দুটি রাজ্য পুলিশের DG-র জন্য । অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য । ছুটির দিন বলে নবান্নের তরফে চিঠিগুলি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DG-র চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ DG-কে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে আজ দুটোর মধ্যে CGO কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর । কিন্তু, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের চিঠি গ্রহণ করা হয়নি । আজ সেই চিঠি নিয়ে আসতে বলা হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার কোথায় ? জানতে নবান্নে গিয়ে চিঠি ধরাল CBI

সেইমতো আজ সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা । রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তাঁরা ৷

Nabanna
মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন CBI অফিসাররা

এই সংক্রান্ত আরও খবর : বারাসত আদালতে জামিনের আবেদন রাজীবের : সূত্র

কলকাতা, 16 সেপ্টেম্বর : ছুটি থাকায় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে লেখা CBI-র চিঠি গতকাল গ্রহণ করেনি নবান্ন ৷ তাই আজ সকাল সাড়ে 11টা নাগাদ ফের নবান্নে গেলেন CBI অফিসাররা । চিঠি দিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে ৷

CBI আধিকারিকরা গতকাল বিকেল সাড়ে 5টায় চারটি চিঠি নিয়ে নবান্নে যান । এর মধ্যে দুটি রাজ্য পুলিশের DG-র জন্য । অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য । ছুটির দিন বলে নবান্নের তরফে চিঠিগুলি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DG-র চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ DG-কে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে আজ দুটোর মধ্যে CGO কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর । কিন্তু, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের চিঠি গ্রহণ করা হয়নি । আজ সেই চিঠি নিয়ে আসতে বলা হয় ৷

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার কোথায় ? জানতে নবান্নে গিয়ে চিঠি ধরাল CBI

সেইমতো আজ সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা । রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তাঁরা ৷

Nabanna
মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন CBI অফিসাররা

এই সংক্রান্ত আরও খবর : বারাসত আদালতে জামিনের আবেদন রাজীবের : সূত্র

Intro:কলকাতা, 16 সেপ্টেম্বর: রবিবার পারেননি। তাই সোমবার অফিস টাইমের শুরুতেই আবারও নবান্নে পৌঁছে গেলেন সিবিআই অফিসাররা। চিঠি দিলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে।Body:উচ্চপদস্থ পুলিশ অফিসার রাজীব কুমার ছুটিতে রয়েছেন বলে জানিয়েছেন। তিনি কোথায় রয়েছেন সে সম্পর্কে জানতে চেয়ে গতকাল DGP কে চিঠি দেয় CBI। একইসঙ্গে চিঠি দিতে চায় স্বরাষ্ট্র সচিব মুখ্যসচিবকে। তবে সেই চিঠির বিষয়টি তা অবশ্য পরিষ্কার নয়। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.