কলকাতা, 16 সেপ্টেম্বর : ছুটি থাকায় মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে লেখা CBI-র চিঠি গতকাল গ্রহণ করেনি নবান্ন ৷ তাই আজ সকাল সাড়ে 11টা নাগাদ ফের নবান্নে গেলেন CBI অফিসাররা । চিঠি দিলেন রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে ৷
CBI আধিকারিকরা গতকাল বিকেল সাড়ে 5টায় চারটি চিঠি নিয়ে নবান্নে যান । এর মধ্যে দুটি রাজ্য পুলিশের DG-র জন্য । অন্য দুটি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের জন্য । ছুটির দিন বলে নবান্নের তরফে চিঠিগুলি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায় DG-র চিঠিগুলি গ্রহণ করা হয় ৷ DG-কে লেখা দুটি চিঠির মধ্যে একটিতে রাজীব কুমারকে আজ দুটোর মধ্যে CGO কমপ্লেক্সে হাজির করানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে সূত্রের খবর । কিন্তু, মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের চিঠি গ্রহণ করা হয়নি । আজ সেই চিঠি নিয়ে আসতে বলা হয় ৷
এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমার কোথায় ? জানতে নবান্নে গিয়ে চিঠি ধরাল CBI
সেইমতো আজ সকাল সাড়ে 11টা নাগাদ নবান্নে যান CBI অফিসাররা । রাজ্যের মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তাঁরা ৷
এই সংক্রান্ত আরও খবর : বারাসত আদালতে জামিনের আবেদন রাজীবের : সূত্র